এসো নিজে করি||রুমের সৌন্দর্য বৃদ্ধিতে দেয়ালে ফুলের ডিজাইন অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20221212_222631.jpg

আমার সবচেয়ে প্রিয় কাজ হল বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা।আর আজকে আমি একদম ভিন্ন কিছু নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।আজকের ব্লগে থাকছে আর্ট এন্ড ক্রাফট।আমরা সবাই সুন্দর কিছু দেখতে আকর্ষণ বোধ করি।এইযে সাদাসিধে কিছু খুব সাধারণভাবেই রাখি।কিন্তু কখনো যদি সেই সাধারণ কিছুকে ভিন্নরূপ দেয়া যায় তাহলে তা এক নিমিষেই চোখে পড়ে।আমি বলতে চাইছি দেয়ালের পেইন্টিং এর কথা।এই যে সাধারণভাবে দেয়ালগুলো এক রঙ দিয়ে করা হয়।আর এখানে যদি ভিন্নভাবে সাজানো হয় তখন দেখতে আরও সুন্দর লাগে।আমি আজকে দেয়ালের মধ্যেই একটি পেইন্টিং করার ধাপ শেয়ার করব।

20221212_222640.jpg

এই প্রজেক্টটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল প্রায় ১ বছর ধরেই। কিন্তু নানা রকম ঝুটঝামেলার কারণে করা হয়ে ওঠে নি।তবুও করেছি অনেক ভোগান্তির পর।আগের মত যদি ফ্রি হতাম তাহলে মনে হয় এক এক করে প্রতি রুমের চেহারা বদলে দিতে পারতাম। কিন্তু কি আর করার বাবুকে নিয়ে এখন যেকোন কাজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়।আজকে ঠিকঠাক কাজ করতে পারলে কালকে পারি না ব্যস্ততার কারণে।তবে যাইহোক গত মাসে আমি এই প্রজেক্ট এর কাজ শুরু করে দিয়েছিলাম।তখন শুধুমাত্র লতাগুলো পেইন্টিং করে রেখেছিলাম।আজ করবো,কাল করবো এরকম করতে করতে গতকাল রাতেই এই কাজটা শেষ করলাম।কারণ আমার ছোট বোন এসেছে।আর বাবুকে ততক্ষণ ও সামলে রেখেছে।তাই আমি এটি শেষ করতে পেরেছি।তা যাই হোক, আজকে যেহেতু পোস্ট করার সময় পেয়েছি তাই এটাই করতে বসে পড়লাম।

দেয়ালে পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

পোস্টার রঙ

রঙের প্যালেট

পেন্সিল

তুলি

20221203_194909.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি পেন্সিলের সাহায্যে পুরো ফুলটির ডিজাইন এঁকে নিলাম।যাতে রঙের কাজ করতে সুবিধে হয়।

20221027_232241.jpg

দ্বিতীয় ধাপ

এরপর চিকন তুলিতে কালো রঙ নিলাম।এর সাহায্যে নিচের দিকের লতা অঙ্কন করলাম,পরে উপরের দিকের লতা অঙ্কন করলাম।

20221027_232945.jpg20221027_233009.jpg

তৃতীয় ধাপ

এখানে পুরো লতা কালো রঙ দিয়ে অংকন করে নিলাম।আর ফাঁকে ফাঁকে কিছু পাতার মত ডিজাইন করলাম।

20221027_234011.jpg20221027_234308.jpg

চতুর্থ ধাপ

এরপর রানী গোলাপি রঙ তুলিতে নিলাম।উপরের দিকের ফুলে রঙ করা শুরু করলাম।কারণ নিচের দিক থেকে শুরু করলে উপরে রঙ করার সময় হাতে লেগে যেতে পারে।উপরের দিকের কিছু ফুলের রঙ করে নিলাম।

20221212_211348.jpg20221212_211554.jpg
20221212_211829.jpg20221212_212122.jpg

পঞ্চম ধাপ

এরপর নিচের লতায় ফুলগুলো একইভাবে রঙ করা শুরু করলাম।এক্ষেত্রে ধাপে ধাপে রঙ করা হয়েছে,কারণ রঙ ভালোভাবে সেট হতে একটু সময় নেয়।এভাবে আমি সবগুলো ফুলে রানী গোলাপি রঙ করে নিলাম।

20221212_212427.jpg20221212_213010.jpg

ষষ্ঠ ধাপ

এরপর আমি তুলিতে নিলাম সবুজ রঙ।এর সাহায্যে আমি ফুলের সাথে থাকা পাতাগুলো রঙ করলাম।একইভাবে উপরের দিক থেকে নিচের দিকে রঙ করলাম পাতাগুলো।

20221212_221311.jpg20221212_221434.jpg
20221212_221508.jpg20221212_221734.jpg

সপ্তম ধাপ

শেষ ধাপে আমি তুলিতে হালকা ক্রিম কালার নিয়ে ফুলগুলোর মাঝে কিছুটা রঙ ছড়িয়ে দিলাম।সবগুলো ফুলেই এভাবে করলাম।আর পাতাগুলোতে কালো রঙ দিয়ে ডিজাইন করে নিলাম।

20221212_222317.jpg20221212_222548.jpg

এই যে আমার দীর্ঘদিনের প্রজেক্টটা শেষ হলো অবশেষে। পেইন্টিং শেষ করতে করতে বাজলো রাত ১১:৩০টা।তবে এটা দেখে সব কষ্ট দূর হয়ে গেল।

20221212_222548.jpg

20221212_222602.jpg

20221212_222559.jpg

20221212_222640.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

এতদিন ধরে এই আর্ট টি করবে করবে বলে অবশেষে করা হলো। সত্যি বলতে নিভৃতের ব্যস্ততার কারণে এবং কর্মব্যস্ততা দুইটার সমন্বয়ে হয়তো সময় সুযোগে ওঠেনি। যাই হোক রাত্রি বেলায় হলেও এটি কমপ্লিট করে রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য ধন্যবাদ। ❤🌸❤

 2 years ago 

কি আর করার, অবশেষে ঘরে সৌন্দর্যও বাড়লো আবার এদিক থেকে পোস্টটা করার উপায় হয়ে গেল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ খুব চমৎকার একটা ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার পেইন্টিংটা। অনেক ব্যস্ততা ও ঝুট ঝামেলার মাঝে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেইন্টিংটি শেয়ার করেছেন। কথায় আছে সবুরে নেওয়া ফলে কথাটা আপনার কাজের সাথে অনেকটাই মিল আছে আমার মনে হয়। আপনি ধৈর্য ধরে অনেকদিন ওয়েট করে কাজটি সম্পন্ন করেছেন। নিজের হাতে তৈরি কোন কিছু আমরা করলে অনেক খুশি খুশি লাগে আশা করি আপনি অনেক খুশি হয়েছেন
পেইন্টিংটির কাজ শেষ করার পর। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।আসলে এটি করতে সময় লাগলেও খুব বেশি ভালো লেগেছে এটা শেষ করার পরে।

 2 years ago 

আপু অসাধারণ একটি পেইন্টিং এবং ক্রাফট শেয়ার করেছেন।যদিও এক বছর ধরে আপনি প্ল্যান করতেছেন কিন্তু এত কষ্ট করে এবং সময় দিয়ে কাজটি করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।হ্যাঁ বাচ্চারা আসলে কাজের মধ্যে অনেক ডিস্টার্ব করে।যদি আপনি কষ্ট করে করেছেন কিন্তু প্রতি রুমের মধ্যে এরকম একটা ফুল দেন আপু দেখতে অনেক ভালো লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক ধরতে পেরেছেন আপু, অবশেষে এটাই শেষ করতে পেরেছি এটাই অনেক বড় কিছু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও! পোস্টার রং দিয়ে দারুন আপনার বাসার ওয়ালে পেইন্টিং করেছেন, আসলে এরকম পেইন্টিং গুলো ঘরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয়। আপনি আপনার বাবুকে নিয়ে এত ঝামেলার পরও এত চমৎকারভাবে খুবই সুন্দর ও ইউনিক একটি ফুলের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি আপনার সাথে একমত এরকম পেইন্টিং গুলো ঘরের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয়।

 2 years ago 

অনেক সুন্দর পেইন্টিং করেছেন আপু। আপনি সত্যিই খুব সুন্দর পেইন্টিং করতে পারেন। এই পেইন্টিংটির কারণে আপনার ঘরের দেয়াল দেখতে আরো বেশি সুন্দর হয়েছে নিশ্চয়। পেইন্টিং টা দেখতে সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সব সময় সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে অনুপ্রেরণা যোগানোর জন্য, ভালো থাকবেন আপু।

 2 years ago 

আপু আপনি খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব অসাধারণ ভাবে ওয়াল ডেকোরেশন করেছেন। আমার কাছে পেইন্টিং টি খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরতে, ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

অবশেষে আপু অনেক ঝামেলা কাটিয়ে দেয়াল পেইন্টিং টি শেষ করতে পারলেন। কিন্তু এটার পরিকল্পনা তো করে রেখেছেন এক বছর আগে তাই না? খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি পেইন্টিংটি করেছেন।

 2 years ago 

জি আপু এটা অনেক বড় ঝামেলা।ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনার চিত্রাঙ্কন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ দক্ষতা দিয়ে আপনি এই চিত্রটি অঙ্কন করেছেন। পেইন্টিং দেখতে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্যের পাশাপাশি, সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এবার আপনি সাদা খাতা ছেড়ে দেওয়ালে রুমের সৌন্দর্য বৃদ্ধিতে দেয়ালে ফুলের ডিজাইন অংকন করেছেন। সত্যিই আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়। ফুলের আর্ট করাতে রুম দেখতে নিচ্ছই অনেক সুন্দর দেখাচ্ছে। ফুলের অংকন অসাধারণ হয়েছে। আপনার ফুলের অংকন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনারা নিজেরাও চাইলে, এই রকম দেওয়ালে আর্ট করে, ঘরের সৌন্দর্য বানাতে পারেন।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

এক কথায় দারুন।আপনি আসলেই একজন রুচিশীল এবং শৈল্পিক মনের মানুষ।আর এত সুন্দর ভাবে আর্টওয়ার্ক টা ফিনিস করেছেন দেখে বোঝার উপায় নেই এটি হাতের আর্ট।🙏

 2 years ago 

এত চমৎকার প্রশংসা 💐আসলে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 73187.18
ETH 2574.60
USDT 1.00
SBD 2.41