স্বরচিত কবিতা||মানবতা||১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।মানবতা নিয়ে একটা কবিতা শেয়ার করার খুব ইচ্ছে ছিল। তাই আজকে আমি কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20220721_092909.jpg

♥️মানবতা♥️

নিজেকে আমি মানুষ দাবি করি,
আসলে কি আমি মানুষ?
নাকি মানুষের খোলসের আবরণে,
অমানুষ হয়ে আছি?

সে চিন্তা কি একবারও,
মনের দরজায় কড়া নাড়ে?
না তো একদমই না,
মনুষত্ব থাকলেতো কড়া নাড়বে।

মানুষ মানে মনুষত্ব থাকতে হবে,
মনুষ্যত্ব ছাড়া সে আবার কিসের মানুষ?
রক্ত মাংসে তো অনেক প্রাণীই গঠিত,
তাই বলে তারাও কি মানুষ?

না তো,যথাযথ মনুষত্ব ও মানবিকতা না থাকলে,
সে আবার কেমনতর মানুষ?
মানুষের সংজ্ঞায় কোনভাবেই,
তারা আসতে পারবে না।

যদি মানুষ হয়ে থাকতে চাও তাহলে মানবিকতায় পা বাড়াও,
মানবতা হয় যদি মানুষের ধর্ম,
মানবতা দিয়েই চলবে সব সুশীল কর্ম।

থাকবে নাকো অন্যায়,লুটপাট, রাহাজানি, সবকিছু সবার সমান সমান, হয়ে যাবে জানাজানি।
একটি লোকও অনাহারে করবে না কানাকানি,
পাশের বাড়ির লোকটি এসে থানায় দিবে নাকো মামলা মানহানি।

মানবতায় সবাই যদি হয় আসক্ত
পৃথিবী থেকে উঠে যাবে যতসব বিষাক্ত।
তাই মানবতায় সবাই হও আগোয়ান,
মানবতাকে নিয়ে সবাই গাও জয়োগান।

IMG_20220721_092937.jpg

এই ছিল আজকের কবিতায় মানবতার আহ্বান।এখানেই আমার আজকের কবিতার সমাপ্তি। আশা করি আপনাদের কাছে আমার এই কবিতাটি খারাপ লাগবে না।যদিও মন্তব্য করার জন্য অবশ্যই অনুরোধ রাখবো।আপনাদের অনুপ্রেরণাই আমাকে আরও কবিতা লিখতে উৎসাহিত করবে।
IMG_20220721_092850.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায়

 2 years ago 

আপু আপনি তো চমৎকার কবিতা লিখেন । আপনার আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো । কবিতার প্রত্যেকটি লাইন খুব অসাধারণ ভাবে লিখেছেন আপনি। মানবতা হলো পরম ধর্ম এই মানবতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো সে আবার মানুষ হতে পারে না ।

মানবতায় সবাই যদি হয় আসক্ত
পৃথিবী থেকে উঠে যাবে যতসব বিষাক্ত

এটা একদম সত্যি কথা আপু । সবাই যদি মানবিক হয় তাহলে সব অমানুষিক আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে । ভালো ছিল আপনার কবিতাটি । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

 2 years ago 

কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন

 2 years ago 

জনসচেতন মূলক সুন্দর একটি কবিতা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা লেখার ধরনটা বেশ মনোমুগ্ধকর। আপনার এত সুন্দর শিক্ষনীয় কবিতা আমাকে মুগ্ধ করলো। আশা করি এভাবেই প্রতিনিয়ত আমাদের মাঝে কবিতা শেয়ার করবেন।

 2 years ago 

কবিতাটি পড়লে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মানবতা নিয়ে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আসলে মানবিক গুণাবলী না থাকলে মানুষ সুখী হতে পারেনা। প্রতিটি লাইন ছিল খুব চমৎকার ভাবে গাঁথুনে। তাইতো সমস্বরে বলতে হয় মানবতা যদি হয় মানুষের ধর্ম তাই দিয়ে চলবে সবার সুশীল কর্ম।

 2 years ago 

আপনার সাথে আমি একমত ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি তো দেখছি মানবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে উপস্থাপনা করেছেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনার আজকের কবিতা পোস্ট। সত্যিই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন

 2 years ago 

মানবতা শিরোনামের দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আমাদের সকলের উচিত মানবিক হওয়া। মানবতার গুনেই আমাদের এই পৃথিবী আরো সুন্দর এবং মনোরম হয়ে উঠতে পারে।

 2 years ago 

একদম সত্য একটা কথা বলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা

 2 years ago 

মানুষ মানে মনুষত্ব থাকতে হবে,
মনুষ্যত্ব ছাড়া সে আবার কিসের মানুষ?
রক্ত মাংসে তো অনেক প্রাণীই গঠিত,
তাই বলে তারাও কি মানুষ?

বাহ্! মানবতা নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বিশেষ করে কবিতার এই চরণগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া কিছুটা ভিন্নতা আনার জন্য ধন্যবাদ

 2 years ago 

মানবিক মানুষের দ্বারাই এত সুন্দর মানবতার কবিতা বা জয়োগান সম্ভব। ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আপনার কবিতাটি ভালো থাকবেন।

 2 years ago 

আমার অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ মানবতা নিয়ে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68