স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ8 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আপনারা সবাই প্রতি সপ্তাহেই দেখেন আমি আপনাদের সাথে কিছু অনুকবিতা শেয়ার করি। আসলে বেশিরভাগ সময় যখন কবিতা লিখি তখন ভিন্নভাবে কিছু অগোছালো লাইন মনের মাঝে ঘুরঘুর করে। কিন্তু অগোছালো লাইন দিয়ে একটা সুগঠিত কবিতা লিখা যায় না। কবিতা লিখতে কিছুটা সময় বেশি ব্যয় হয়। কারণ একটা লাইনের সাথে আরেকটা লাইনের সুগঠিত ছন্দ অথবা ভাবার্থ মিলিয়ে মূলত কবিতার পূর্ণতা দেয়া হয়।

তবে অনুকবিতা গুলো লেখার ক্ষেত্রে চার লাইন বা ৬ লাইন হলে খুব সুন্দর ভাবে মিলিয়ে লেখা যায়।এজন্য এই যে লাইনগুলো মনের মাঝে অগোছালোভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয় সেই লাইনগুলো নিয়েই অনুকবিতা লেখার চেষ্টা করি। সে পরিপ্রেক্ষিতে আজও কিছু ভিন্ন ভিন্ন ছন্দ বা অর্থ নিয়ে অনুকবিতাগুলো লিখলাম। যদিও প্রত্যেকটা অনুকবিতা আলাদাভাবে বিশ্লেষণ করা সম্ভবপর নয়। তবে আশা করি আপনারা আমার অনুকবিতা গুলো পড়ে এর অর্থ বুঝে নিবেন।

(১)
আমার কবিতার ছন্দ তুমি,
আমার গানের সুর তুমি,
আমার পথ চলায় সঠিক দিশা তুমি,
তাই তোমায় এত বেশি ভালোবাসি আমি।

(২)
আমার অতলে তুমি বিদ্যমান,
আমার সুখগুলো তোমাতে বহমান,
আমার অজানা গন্তব্যে তুমি মেঠো পথ,
ছেড়ে যাবোনা কোনোদিন, নিলাম শপথ।

(৩)
আজ নির্মল বাতাসে হারিয়ে যেতে চাই,
দূর বহুদূর অসীম সীমান্তে আজ মন যায়,
তুমি নেই, তবুও মনে হয় পাশেই আছো তুমি,
তোমাতেই যেন বিলীন হই সর্বশান্ত আমি।

(৪)
হাতে রেখে হাত কাটিয়েছি বেলা,
তোমার টানে আমার মন করে উতলা,
নেই তুমি যদি পাশে, নেই তো কোনো ছায়া,
তোমায় ঘিরে আমার সকল নেশার মায়া।

(৫)
অহংকারের পা মাটিতে পড়তেই ছড়িয়ে পড়ে,
মুখে প্রকাশ করুক আর না করুক,
তার আচরণে তীব্রভাবে প্রকাশিত,
রূপ,রঙ নিমিষেই মিলিয়ে যাবে মাটির ধুলোতে,
তবুও অহংকার যেন ক্ষুদ্র হওয়ার বদলে বৃহৎ হতে থাকে।

(৬)
এই তো সেদিন দেখেছিলাম তোমায়,
দুচোখ ভরে মন দিয়ে দেখেছি মুখখানি,
কি যে এক অপরূপ মায়া তোমার,
দেখেই যেতে চায় এই হৃদয় সারা রজনী।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 8 days ago 

সুন্দর খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার আজকের অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

কবিতা তখনই ভালো লাগে যখন কবিতার ছন্দ গুলো সুন্দর হয়ে থাকে। আর কবিতা লেখার সময় ছন্দ মিলিয়ে লিখতে বেশ সময় লাগে। আপনি আজকে ছয়টি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনি প্রতি সপ্তাহে অণু কবিতা শেয়ার করেন আপু আর আমি চেষ্টা করি কবিতাগুলো পড়ার জন্য। আজকের কবিতা গুলো দারুন হয়েছে। এরকম সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল।

 8 days ago 

কেন যেন কাজের মাঝে অগোছালো লাইনগুলো বেশি ঘুরপাক খায়। এটা অবশ্য ভালো বুদ্ধি যখনই লাইন ঘুরপাক খাবে তখন এরকম ছোট ছোট কবিতা লিখে রাখা যায়। এতে সম্পূর্ণ একটি কবিতা লেখার ঝামেলা থাকে না। যাইহোক আপু আপনার আজকের কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 8 days ago 

সুন্দর কবিতা লিখেছেন আপু লাইনগুলো ভালো লেগেছে আসলে কোন কবিতার মধ্যে যদি এরকম পুরোপুরি আবেগ প্রকাশ করে না যায় সে ক্ষেত্রে পাঠক পড়ে মজা পায় না যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

বরাবরের মতোই বেশ দারুন লেগেছে আপনার প্রত্যেকটা কবিতা। খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিটা কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আমি মনে করি আপু যে কোন কোয়ালিটি পোস্ট তৈরি করতে একটু সময়ের দরকার হয়। অন্যান্য পোস্ট তৈরি করতে যে সময় লাগে কবিতা লিখতেও প্রচুর সময় দিতে হয়। আর যদি লাইনগুলো ঠিকমতো মনে না আসে তাহলে বেশ কষ্ট হয়। অনেক সুন্দর কবিতা লিখলেন আপনি। ছয়টি অনু কবিতা পড়ে বেশ ভালো লেগেছে।

 8 days ago 

আপনার অনু কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আজকেও খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 8 days ago 

বাহ আজকে তো আপনি অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। তবে অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালই লাগে। তবে আপনার এর আগেও অনু কবিতা আমি পড়েছিলাম। আপনার অনু কবিতা ভাষা অসাধারণ। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

আপু একদম ঠিক বলেছেন কবিতা সময় অগোছালো লাইন মনের মাঝে ঘুরঘুর করতে থাকে। কিন্তু অগোছালো লাইন দিয়ে কখনও একটা কবিতা লেখা যায় না। একটি কবিতা লিখতে যেমন ছন্দের সাথে ছন্দ মিলাতে হয় তেমনি অনেক সময়ের ও প্রয়োজন হয়। কিন্তু এলোমেলো ভাবনা দিয়ে খুব সুন্দর ভাবে অনু কবিতা লেখা যায়। অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি ৬ টি খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার ৬টি কবিতাই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53