স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।যাইহোক আজকের এই রৌদ্দোজ্জ্বল দিনে এই অনুকবিতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।
(১)
অনুভূতির দেয়াল ঠুনকো হয়ে রয়,
সামান্য আঘাতে ভেঙে পড়ে যায়,
তীব্রতার প্রয়াসের নেই কোনো ঠাঁই,
নিরবতার আকাশে হারিয়ে যাই।
(২)
আমার জ্যোৎস্না ভরা রাতের সঙ্গী তুমি,
আমার হৃদয়ের বাগিচার ফুল তুমি,
আমার মনের আঙিনার অতিথি তুমি,
ভালোবাসি তাই বলে যাই আমি।
(৩)
নিঃশ্বাসে জড়িয়ে থাকো ও মোর প্রিয়,
বিশ্বাসে বাঁধবো তোমায় প্রিয় হয়ে দেখো,
অবিশ্বাসে হারাবো না তোমার মনখানি,
উষ্ণতায় ভরাবো হৃদয়ের মধ্যমণি।
(৪)
নিঃসঙ্গতার ভিড়ে একা আমি বসে রই,
নিশ্চুপ মন পুড়ছে ভীষণ বিষণ্ণতার অনলে,
শান্তিরা কভু দেয় না ধরা মনের খাঁচায়,
দুঃখগুলো দলবেঁধে এসে নিজেকে কাঁদায়।
(৫)
দিন চলে যায় দিনের নিয়মে,
আর এভাবেই হয় কত স্মৃতির মরণ।
দিনের পর দিন পার হয়ে,মহা যুগে যায় জুড়ে।
একটা সময় এসে দেখা যায়,কি পেলাম আর কি হারালাম।
হিসাবের খাতাটা একেবারেই শূন্য।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু আপনি সব সময়ই ছোট ছোট অনু কবিতা লিখে থাকেন। আপনার আজকের অনুকবিতা গুলো আমার কাছে কিন্তু দারুন লেগেছে। আপনি বেশ সুন্দর করে মনের আবেগ দিয়ে আপনার লেখা অনু কবিতা গুলো লিখেছেন। এমন সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
চেষ্টা করি সবসময় কবিতা লেখার।ভালো লাগলো আপনি কবিতাগুলো পড়েছেন দেখে।
বাহ্ আপু চমৎকার পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।আর আপনি ঠিক বলেছেন অনু কবিতা মাঝে মনের থাকা দুঃখ বা আবেগ প্রকাশিত হয়। আপনার প্রতিটি অনু কবিতা বেশ ভালো হয়েছে । বিশেষ করে শেষের পাঁচ নাম্বার টি আমার কাছে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
আমার লেখা অনু কবিতা আপনার ভালো লেগেছে এটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
একটি কথা ঠিক বলেছেন আপু, অনু কবিতার মাধ্যমে মনের কিছু দুঃখ কষ্ট শেয়ার করা যায়। অনেক সুন্দর হয়েছে আজকের অনু কবিতা গুলো। এরকম আরো সুন্দর কবিতা দেখতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে
অবশ্যই আপু,প্রতি সপ্তাহেই শেয়ার করি।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর হয়েছে তো আপনার লেখা অনু কবিতা গুলো। আমার কাছে অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লেখায় একটু বেশি ভালো লেগেছে পড়তে। এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আশা করছি আপনি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ আপু, আসলে কবিতা লিখতে আমার বেশ ভালো লাগে।
অনেক বেশি সুন্দর করে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গেলো। প্রতিটা অনু কবিতা খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন। আপনি খুব চমৎকার কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতার প্রশংসা করতেই হচ্ছে।
সবসময় আমার লেখা অনুকবিতা গুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকের লেখা পাঁচটি অনু কবিতায় আমার কাছে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি লাইন মিলিয়ে মিলিয়ে আপনি কবিতা লেখেন। আশা করছি এরকম ভাবে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো।
বরাবরের মত আপনাদের মন্তব্য দেখলেই ভালো লাগে আপু।
আপনি বরাবরই খুব সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার আজকের সবগুলো কবিতা চমৎকার ছিল আপু। বিশেষ করে প্রথম দুইটা কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ আপু কবিতা গুলো শেয়ার করার জন্য। পড়ে বেশ ভালো লেগেছে।
সবসময় আপনার সুন্দর মন্তব্য দেখে মুগ্ধ হই আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
তোমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা আমার খুব ভালো লেগেছে।কবিতা গুলো খুব অর্থবহ আর যে কারো ভালো লাগবে তোমার কবিতা।ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ তোমায় মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
বাহ! আপু চমৎকার সব অনুকবিতা লিখেছেন। আপনার অনুকবিতা এর আগেও পড়েছি। খুব ভালো লিখেন আপনি। আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। 🌸
আমার লিখা অনুকবিতাগুলো পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।