এ পর্যন্ত অন্যদের অনেকবার মোটিভেশন দিয়েছি, অনেকের জীবনকেও বদলে দিয়েছি স্রেফ প্রেরণামূলক মোটিভেশনের মাধ্যমে. কিন্তু মজার বিষয় হচ্ছে আমার জীবনেও মোটিভেশন প্রয়োজন কিন্তু সমস্যা হচ্ছে আমি নিজেকে মোটিভেশন দিতে পারিনা. কারণ আমি নিজেকে সবসময় ডিমোটিভেটেড করে ফেলি.