" অল্প সময়ের মধ্যে মিনি মোগলাই তৈরি " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ১৫ ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ বুধবার - ১ মার্চ - ২০২৩

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

IMG_20230301_190455.jpg

সম্পূর্ণ তৈরি রেসিপি

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি তৈরি করতে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আজ আমার ছোট ভাই বিকেলে আমাকে বলল কিছু একটা বানিয়ে দিতে। এবং তার মোগলাই খেতে ইচ্ছে করছে। ঘরে যেহেতু প্রয়োজনীয় জিনিস ছিল তাই আর দেরি না করে মিনি মোগলাই তৈরি করলাম। গরম গরম এই মোগলাই গুলো খেতে অসম্ভব ভালো লাগে সাথে যদি টমেটো সস থাকে তাহলে আর কোন কথা নেই। মিনি মোগলাই আমি কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক চটপট বিকেলের নাস্তা মিনি মোগলাই রেসিপি।

BgxWBRxjvNhnbM9DiyHtCptYaDNF3xx85r8if8spuMjfmZrdw7KWGFuowGzsDeNNXSCaw8SXK7GpVk5roeQh6gk79Lfp47U1J5ZMbq7hydQRjLY8pwGyWGdWHseaf3W3ypNmBGA378WdgS61ys9iLSzmT9f4niRpxGWtJd3HwhA1Wri.png

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPhdko2jutw1kG6qtx4ZrEdbhLJbcVoudp2LkD4a9pEBhaCEFGdhXKy3Vvwmqo1AJuL2TH8agGDoqZFY34VfTKytE6idu1JCfALoAh3mc8N8oE51v7ZKye8wxQAxvNWNwxRVBKHKaA3nPWww8xXBDwQZYZb9Y.jpeg

BgxWBRxjvNhnbM9DiyHtCptYaDNF3xx85r8if8spuMjfmZrdw7KWGFuowGzsDeNNXSCaw8SXK7GpVk5roeQh6gk79Lfp47U1J5ZMbq7hydQRjLY8pwGyWGdWHseaf3W3ypNmBGA378WdgS61ys9iLSzmT9f4niRpxGWtJd3HwhA1Wri.png

Picsart_23-03-01_19-04-01-331.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
১.আটাপরিমাণ মতো
২.ডিম১ টি
৩.পেঁয়াজ২ টি
৪.মরিচ৫ টি
৫.তেলপরিমাণ মতো
৬.লবণস্বাদমতো

BgxWBRxjvNhnbM9DiyHtCptYaDNF3xx85r8if8spuMjfmZrdw7KWGFuowGzsDeNNXSCaw8SXK7GpVk5roeQh6gk79Lfp47U1J5ZMbq7hydQRjLY8pwGyWGdWHseaf3W3ypNmBGA378WdgS61ys9iLSzmT9f4niRpxGWtJd3HwhA1Wri.png

রান্না করার প্রক্রিয়া

BgxWBRxjvNhnbM9DiyHtCptYaDNF3xx85r8if8spuMjfmZrdw7KWGFuowGzsDeNNXSCaw8SXK7GpVk5roeQh6gk79Lfp47U1J5ZMbq7hydQRjLY8pwGyWGdWHseaf3W3ypNmBGA378WdgS61ys9iLSzmT9f4niRpxGWtJd3HwhA1Wri.png

ধাপ ১

IMG_20230301_151902.jpg

IMG_20230301_151919.jpg

প্রথমে পরিষ্কার একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেই। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেই। এরপর পানি গরম করে নেই।

ধাপ ২

IMG_20230301_151951.jpg

IMG_20230301_152006.jpg

পানি গরম করে নেওয়ার পর পরিমাণ মতো আটা পাত্রের মধ্যে দিয়ে নেই। এরপর আটা গুলো হাতের সাহায্যে ছবিতে দেখার মতো করে গোল করে নেই।

ধাপ ৩

IMG_20230301_153907.jpg

IMG_20230301_153934.jpg

এরপর পেঁয়াজ এবং মরিচ গুলো কুঁচি কুঁচি করে নেই। এরপর একটি ডিম পাত্রের মধ্যে দিয়ে কাটা চামচ এর সাহায্য ভালো ভাবে মিশিয়ে নেই।

ধাপ ৪

IMG_20230301_155515.jpg

IMG_20230301_155539.jpg

পরিমাণ মতো আটা নিয়ে গোল করে নেই। এরপর ছোট একটি গোল রুটি বানিয়ে নেই।

ধাপ ৫

IMG_20230301_162353.jpg

IMG_20230301_162323.jpg

রুটির মধ্যে মিশিয়ে রাখা কিছু ডিম দিয়ে নেই। এরপর রুটি টি চার দিক ভালো ভাবে ভাঁজ করে নেই।

ধাপ ৬

IMG_20230203_103818.jpg

IMG_20230301_162602.jpg

পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেই।

ধাপ ৭

IMG_20230301_162949.jpg

IMG_20230301_163344.jpg

তেল গরম করে নেওয়ার পর মিনি মোগলাই গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর কিছুক্ষণ কড়াই এর মধ্যে রেখে দিয়ে ভালো ভাবে ভেজে নেই।

ধাপ ৮

IMG_20230301_164151.jpg

মিনি মোগলাই গুলো ভালো ভাবে ভাজা হয়ে এলে পরিষ্কার একটি পাত্রের নামিয়ে নেই। এরপর আমি পরিবেশন করে নেই।


অবশেষে তৈরি হয়ে এলো মিনি মোগলাই রেসিপি । আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।


পোস্ট বিবরণ
রেসিপিমজাদার মিনি মোগলাই রেসিপি
ছবি তোলার মাধ্যমRealme c1
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWM3QmdFeUSoq4XxqqQ67iLd96jLu6w2ZzasMe5XcPKqWgvsf5ixouPJ38P7y43RknXxhHpjq1HTUQPpxnga6jA77uo51nkxXc3ityWZLqPvxk2UCqEy8kGxhfQMYGZmXqsbjVydDVc3M5QfX3g5vAS.jpeg


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

er1tKsdSVgJ6qwYRryZ4HEhsKSE18gysEpWeX7T6TFH8XWsJcbUdkKfdQPMHvJ428aKfo4qhuNDv6zDVynLLpDPrfTzogFhBG6X7LRFF1LpNazbmLmKNCmDUneNF1C8Fn53P6f1aDrP2bg9GEkfppGgSdVLZGNbSuVba6MsmUiPLYfsuN9hoBMnhbJaqZ6xEAwCgHFRXkRpvzqRq64Qw7CJ.png

4T7AtQcyiWGqeKm1S7whwfybnvjsTffmzSdiTG6KJLWWmEQmzSWE4i1hJnqAEffidRxjnSGwm81pdhtm7GbGiSg7K8qkL59jui9zmHvywMNXCk8yFmzDKdw9aLXZunYDHG9fvhxjHXbgu4jKmj2eirKEL6usBaxT7NPhzV3D7J8uQoA9AYxHLdEpoMCwxwMBP38xj9oqipM3acvqUUtZvu1TisSSRFucNWdyab49.gif

2EjUcASSGha94wii86yy1MWHj2MWL5ovKL49Hpzo25PSKDQUvEqKrfVjXd1kTcnQhLUzBZxhxQYn3P115es9H1mnna1pcADWtQsYPyVAHML6fUghL3X7roJWjtofceR55RKLeJgPbcNG2mDzWk6ESzskqCajTMw.gif

Sort:  
 2 years ago 

বিকেল বেলায় মোগলাই খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে মিনি মোগলাই তৈরি করেছেন। জেনে খুব ভালো লাগলো। মিনি মোগলাই তৈরি প্রস্তুত প্রণালী বেশ দুর্দান্ত হয়েছে। ডিমের পরিমাণ বেশি হলে মোগলাই খেতে বেশ দারুন। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

মিনি মোগলাই অনেক বেশি সুস্বাদু লাগছে। ছোট ভাইয়ের আবদারে বিকেলবেলা নাস্তার জন্য মিনি মোগলাই বানিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আশা করি আপনার মোগলাই গুলোকে আপনার ছোট ভাই অনেক বেশি খুশি হয়েছে। ঠিকই বলেছেন সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আপনার রান্না করার পদ্ধতি গুলো খুবই সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বিকেলের নাস্তা হিসেবে মোগলাই পরোটা গরম গরম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে সস হলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনার মিনি মোগলাই পরোটা দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপি তৈরি করা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুস্বাদু ও আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

মিনি মোগলাই পরোটা গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আমিও প্রায় সময় মিনি মোগলাই পরোটা তৈরি করি বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আপনি অনেক মজার করে মিনি মোগলাই পরোটা তৈরি করেছেন সাথে অনেক ঝাল মিক্স করেছেন। আশা করি খেতে অনেক মজার হয়েছিল আপনার মিনি মোগলাই পরোটা?

 2 years ago 

জি আপু খেতে অনেক মজা হয়েছিল এই রেসিপি। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

তখন আমি ছোট, বড় ভাইরা মোগলাই খেয়ে আসতো, এসে বলতো মোগলাই খেয়ে আসলাম। আমি বলতাম মোগলাই আবার কি? যখন বড় হলাম তখন বুঝলাম এই মোগলাই আসলে কি? আপনি বিকেলের নাস্তার জন্য খুবই সুন্দর মোগলাই তৈরি করেছেন। ছোট ভাইয়ের আবদারের জন্য বিকেল বেলায় এই নাস্তার আপনি বানিয়েছেন যেন অনেক ভালো লাগলো। মোগলাই গুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। নিশ্চয় আপনার ভাই এটা খেতে পেরে অনেক খুশি হয়েছে।

 2 years ago 

জি ভাইয়া মোগলাই গুলো সস দিয়ে খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বিকেলের নাস্তায় মোগলাই খেতে আমার খুব ভালো লাগে। বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে এই জাতীয় খাবার না খেয়ে, বাসায় তৈরি করে খেতে পারলে খুবই ভালো। বিকেলের নাস্তায় কিছু না কিছু খেতেই হয়। বাহিরে মোগলাই না খেয়ে আপনার রেসিপিটা দেখে অনেকেই বাসায় তৈরি করে খেতে পারবে বলে আমি মনে করছি। রেসিপিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

মোগলাই তৈরিতে কি বেকিং পাউডার লাগে না আপু? আমি তো এর পূর্বে জানতাম এটা তৈরি করতে বেকিং পাউডার ব্যবহার করতে হয়। তবে যাই হোক আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করার ধারণা পেলাম। আর খুবই ভালো লেগেছে এত সুন্দর তেলে ভাজা রেসিপি দেখে।

 2 years ago 

আমার জানা নেই ভাইয়া মোগলাই তৈরি করেছেন বেকিং পাউডার লাগে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে মিনি মোগলাই করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খেতে খুব মজার হয়েছে আশাকরি। ছোট মোগলাই আমার করা হয়নি কখনও।বড়টাই করি সব সময়। আপনার উপস্থাপনা ভাল লেগেছে। ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63459.73
ETH 2599.77
USDT 1.00
SBD 2.78