" স্কুলে বাচ্চাদের খাতা কলম দেওয়ার কিছু সুন্দর মুহূর্ত " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ১৪ ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ মঙ্গলবার - ২৮ ফেব্রুয়ারি - ২০২৩

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

Picsart_23-02-28_18-17-26-286.jpg

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে রেসিপি, আর্ট অথবা ওয়ালমেট তৈরির কোন পোস্ট শেয়ার করবো না। আজ আমি আপনাদের মাঝে আমার চাকরির জীবনের প্রথম কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আমি গত মাসে চাকরিতে জয়েন করছি। প্রথমে বলে রাখছি আমি পথশিশু কল্যাণ ট্রাস্ট এ চাকরি করছি। পথশিশু মানে আপনারা বুঝতেই পারছেন সাধারণত দরিদ্র এবং আর্থিক অসচ্ছলতা বাচ্চাদের বোঝানো হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক পথ শিশুর আছে সাধারণত যে শিশুরা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার কাছে এদের এই বিষয়টি অনেক ভালো লেগেছে। ‌ এর আগে আমি কোথাও চাকরি করিনি। এখানে চাকরি করে মনে হচ্ছে পৃথিবীর সম্পর্কের নতুন ভাবে কিছু শিখতে পারছি।

IMG_20230228_164420.jpg

আমাদের অফিস থেকে পথ শিশুদের নিয়ে গত মাস থেকে নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। আমাদের কুড়িগ্রাম সদরের যতগুলো স্কুল রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে তা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের অফিসের প্রতিটি স্টাফ তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে প্রতিদিন। আমাদের মূলত কাজ হচ্ছে বাচ্চাদের নিয়ে। আমি যে স্কুল নিয়েছি সেই স্কুলের নাম হচ্ছে পুলিশ লাইন স্কুল। তো আজ দায়িত্ব ছিল আমার স্কুলে যাওয়ার। আমরা গ্রুপ অনুযায়ী কয়েকজন মিলে আমার স্কুলে চলে গেলাম আমাদের দায়িত্ব পালন করতে।

IMG_20230228_170003.jpg

IMG20230228115419.jpg

আমারা সবাই স্কুলের ভিতরে ঢুকলাম। আমার কাছে স্কুলের পরিবেশটি অনেক ভালো লাগলো। তাই ভাবলাম আপনাদের মাঝে ছবি তুলে শেয়ার করি। পুরো স্কুলের চারিপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয়েছে। এর আগেও আমরা অনেক স্কুলে গিয়েছি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি। আমরা যখন স্কুলে গিয়েছি তখন বাচ্চাদের টিফিন টাইম তারা সবাই মাঠে খেলছে। ওদের এই খেলাধুলা দেখে আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেল। যাই হোক আমাদের মূলত কাজ হচ্ছে বাচ্চাদের খাতা এবং কলম দেওয়া। আমরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের সাহায্য নিয়ে প্রতিটি ক্লাসের মধ্যে চলে গেলাম।

IMG20230228124354.jpg

IMG20230228124349.jpg

এরপর আমরা শিক্ষকদের সাহায্য নিয়ে প্রথমে ৬ষ্ঠ শ্রেণীতে চলে গেলাম । এরপর আমরা প্রতিটি বাচ্চাদের সাথে কথা বলে আমাদের দায়িত্ব সহকারে আমরা তাদের একটি করে খাতা ও কলম দেই।‌‌প্রতিটি ক্লাসের মধ্যে যেতে আমাদের অনেক সময় লাগবে এজন্য আমরা দল ভাগ করে ক্লাসের মধ্যে চলে যাই। যার ফলে আমরা অতি তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি। ‌ প্রতিটি বাচ্চার হাতে খাতা কলম তুলে দেওয়ার পর সত্যি অনেক ভালো লেগেছে। এবং তারা অনেক খুশি হয়েছে। ‌ এভাবেই আমরা মাসে একবার করে এই স্কুল গুলোতে যাবো আবারো খাতা এবং কলম দিতে।

IMG_20230228_164641.jpg

IMG_20230228_165901.jpg

বাচ্চাদের হাতে খাতা এবং কলম দেওয়ার পর আমরা প্রত্যেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের সাথে কথা বলে স্কুল থেকে চলে আসি। আবারো অন্য একটি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেই। আমরা কোন কিছু মাধ্যমে এই বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরেছি জেনে আমাদের প্রত্যেকেরই অনেক ভালো লেগেছে। আজ আমরা খাতা কলম বাচ্চাদের দিয়েছি। এরপর আমরা তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা মাথায় রেখে প্রত্যেকের জন্য একটি করে হ্যান্ডওয়াশ দেওয়া হবে। হ্যান্ড ওয়াস দেওয়ার পর্ব পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আজ এই পর্যন্তই।


এই ছিল আমার আজকের স্কুলে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।


পোস্ট বিবরণ
বিষয়বাচ্চাদের খাতা ও কলম দেওয়ার সুন্দর কিছু মুহূর্ত
ছবি তোলার মাধ্যমRealme c1
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWM3QmdFeUSoq4XxqqQ67iLd96jLu6w2ZzasMe5XcPKqWgvsf5ixouPJ38P7y43RknXxhHpjq1HTUQPpxnga6jA77uo51nkxXc3ityWZLqPvxk2UCqEy8kGxhfQMYGZmXqsbjVydDVc3M5QfX3g5vAS.jpeg


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

er1tKsdSVgJ6qwYRryZ4HEhsKSE18gysEpWeX7T6TFH8XWsJcbUdkKfdQPMHvJ428aKfo4qhuNDv6zDVynLLpDPrfTzogFhBG6X7LRFF1LpNazbmLmKNCmDUneNF1C8Fn53P6f1aDrP2bg9GEkfppGgSdVLZGNbSuVba6MsmUiPLYfsuN9hoBMnhbJaqZ6xEAwCgHFRXkRpvzqRq64Qw7CJ.png

4T7AtQcyiWGqeKm1S7whwfybnvjsTffmzSdiTG6KJLWWmEQmzSWE4i1hJnqAEffidRxjnSGwm81pdhtm7GbGiSg7K8qkL59jui9zmHvywMNXCk8yFmzDKdw9aLXZunYDHG9fvhxjHXbgu4jKmj2eirKEL6usBaxT7NPhzV3D7J8uQoA9AYxHLdEpoMCwxwMBP38xj9oqipM3acvqUUtZvu1TisSSRFucNWdyab49.gif

2EjUcASSGha94wii86yy1MWHj2MWL5ovKL49Hpzo25PSKDQUvEqKrfVjXd1kTcnQhLUzBZxhxQYn3P115es9H1mnna1pcADWtQsYPyVAHML6fUghL3X7roJWjtofceR55RKLeJgPbcNG2mDzWk6ESzskqCajTMw.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি পথশিশু কল্যাণ ট্রাস্ট এ চাকরি পেয়েছেন এটা শুনে ভালো লাগলো। বিশেষ করে পথ শিশুদের জন্য কাজ করাটা একটা ভাগ্যের ব্যাপার। এরকম সুযোগ হয়তোবা সবাই পায়না। বিশেষ করে স্কুলে গিয়ে খাতা কলম দিয়েছেন এটা শুনে আরো ভালো লাগলো। তার মানে তো আপনারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। হ্যান্ড ওয়াশ বিতরণের পর্বটা পরবর্তীতে দেখতে পারবো নিশ্চয়ই।

 2 years ago 

জি আপু পথ শিশুদের জন্য কাজ করতে পারছি তা ভেবে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করবেন

 2 years ago 

আপনি পথশিশু কল্যাণ ট্রাস্ট এ চাকরি পেয়েছেন জেনে অনেক ভালো লাগল। চাকরি পেয়েছেন তাই তারাতাড়ি মিষ্টি পাঠিয়ে দিন। পথশিশু কল্যাণ ট্রাস্ট এ থেকে ভালো একটা উদ্যোগ নিয়েছে জেনে অনেক ভালো লাগল। আসলে বাচ্চাদের এভাবে খাতা কলম দিলে আসলে অনেক ভালো হয়।আপনার বিভিন্ন ধরনের কাজ করেন জেনে অনেক ভালো লাগল।

 2 years ago 

জি আপু মিষ্টি খাওয়াবো চলে আসুন আমাদের বাসায়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি নতুন চাকরি পেয়েছেন শুনে খুবই ভালো লাগলো তাও আবার পথ শিশুদের জন্য নিজের মেধা খাটাবেন। আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। আপনি সামনে আরো এগিয়ে যান এই কামনাই করছি আপু।

 2 years ago 

দোয়া করবেন আপু আমার জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64176.22
ETH 2624.19
USDT 1.00
SBD 2.78