বাংলার ফসলের মাঠে একটি সুন্দর বিকেলবেলা।।জানুয়ারি,২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
IMG_20220110_165400.jpg

Crop field


BoC- line.png

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।প্রথমেই আমি বলে রাখি এই যে প্রতিদিন বলি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার একটা বড় কারণ এই মহামারী করোনা।এই অভিশাপ থেকে মুক্তি লাভ করাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এই ভয়ানক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকুক।

IMG_20220110_165352.jpgIMG_20220110_165827.jpg

আজকে সকাল এ বেশ দেরি করেই ঘুম থেকে উঠলাম।কারণ আজকে অনেকটা ছুটির দিনের মত ছিলো।হাতে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিলো না।তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার ও কোনো তাড়া ছিলো না।আজকে সারাদিন বেশ আলস ভাবেই কেটে গেলো।আবহাওয়ার পূর্বাভাস থেকে জানতে পারলাম একটু নিম্নচাপ সৃষ্টি হয়েছে ফলে মঙ্গলবার থেকে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

IMG_20220110_170503.jpgIMG_20220110_170531.jpg

তাই আজ দুপুর থেকেই আকাশ মেঘলা ছিলো।মনে হচ্ছিলো এই বুঝি বৃষ্টি নামবে।যাই হোক শেষমেষ আর বৃষ্টি আসেনি।না এসেই ভালো হয়েছে।কারণ আমি একটু গ্রামের দিকে ফসলের মাঠে গিয়েছিলাম।এই শীতকালে মাঠে হরেক রকম শীতকালীন শাক সবজি দেখা যায়।বিকেল বেলা স্থানীয় কৃষক রা নিজ নিজ মাঠে ফসল তদারকি করে ও সবজি তোলে।এই সবজি তারা বাজারে পাইকারি দামে বিক্রি করে দেয়।

কেউ সেখানে গেলে খুব কম দামে একদম মাঠ থেকে সবজি তুলে ক্রয় করতে পারে।বাজারে যে সবজি ৬০ টাকায় পাওয়া যায় সেই সবজি এখানে ৩০ টাকায় মেলে।আর সবচেয়ে বড় কথা একদম তাজা সবজি পাওয়া যায়।আর সুন্দর গ্রাম্য পরিবেশ ও উপভোগ করা যায়।আমি এই দুটোর কারণে প্রতি শীতকালে সময় পেলেই চলে যাই এই মাঠে সবজি কিনতে।

IMG_20220110_170623.jpgIMG_20220110_170629.jpg

এই মাঠটি তালধারিয়া ও রুদ্রপুরের মধ্যিখানে অবস্থিত।এখানকার মানুষরা খুব পরিশ্রম করে এই মাঠে ফসল ফলিয়ে থাকেন।এই পরিশ্রমী সৎ কৃষক দের কাছ থেকে সরাসরি পণ্য কিনলে তারা অনেক বেশি লাভবান হয়।এই জন্য আমি সর্বদা উৎপাদক এর কাছ থেকে পণ্য কিনতে আগ্রহী।এতে করে দু পক্ষেরই মঙ্গল।

IMG_20220110_170936.jpg

IMG_20220110_170915.jpg

IMG_20220110_170726.jpg




|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন দাদা। করোনা থেকে মুক্তি পাওয়াই এখন আমাদের একমাএ লক্ষ্য। আজ সকাল থেকে বাংলাদেশেও মেঘলা ভাব। মাঝে মাঝে হালকা বৃষ্টি। সবজির ক্ষেতটা দেখতে দারুণ লাগছে দাদা👌। এবং ঠিকই বলেছেন এই মাঠ থেকে প্রায় অর্ধেক দামে এবং ফ্রেশ সবজি পাওয়া যায়।

 3 years ago 

এ রকম সবজির মাঠ দেখতে ভালো লাগে।তাজা তাজা সবজি দেখে মন জুরিয়ে যায়।হ্যা দাদা দামেও কম পাওয়া যায়।ভালো লাগলো ছবিগুলা দেখে।আমাদের সকলের উচিত মাঝে মাঝে গ্রামে যেয়ে সৌন্দর্য উপভোগ করার।ধন্যবাদ দাদা

 3 years ago 

দাদা আপনাদের নিম্নচাপ মনে হয় আজকে আমাদের ওপর প্রভাব ফেলেছে। সূর্যের কোন দেখা নেই সকাল থেকে।
আসলেই গ্রামের সবজিগুলোর মজাই আলাদা। এই মজাটা শহরের কোন সবজিতে একদমই পাওয়া যায় না। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামে যেয়ে যা দেখতে খুব চমৎকার লাগছে।

 3 years ago 

আপনার এই বিকেলের মুহূর্ত ভালোই কাটলো দাদা,কারণ গ্রামীণ পরিবেশে ঘুরাঘুরি করলে মনটা অনেক ফ্রেশ লাগে।দীর্ঘ সময় কাজের চাপে বোরিমগ লাগে আর এর জন্য মাঝেমধ্যে ঘুরে আসাই বেটার। আপনি যে ছবিগুলো শেয়ার করেছেন,দেখে ভালোই লাগলো।অসংখ্য ধন্যবাদ দাদা,আমাদের মাঝে এটি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি একটা বিষয় খুব সুন্দর ভাবে বলেছেন দাদা করোনা মহামারীতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষক সমাজ তারা তাদের ন্যায্য মূল্য পায় না। আমার তাদের কাজ থেকে যখন আমরা সরাসরি কোনো পণ্য ক্রয় করি তার দাম খুব কম বাজারে যে দাম দিয়ে ক্রয় করে তার প্রায় অর্ধেক। মধ্যবর্তী যে দামটি বাজারে গিয়ে আমাদের বেশি দিতে হয় তা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা যদি সরাসরি গিয়ে বাজারজাত করতে পারত বা আরও তাদের সাথে যোগাযোগ করতে পারত তাহলে তাদের লাভের পরিমাণ আরো বেড়ে যেত। যাইহোক প্রকৃতির মাঝে থাকতে প্রকৃতির দৃশ্য দেখতে, কৃষকের মাঝে থাকতে কৃষকের কার্যক্রম দেখতে আমাদের বেশ ভালো লাগে। বিশেষ করে আমার যদিও সে আক্ষেপ বরাবরই আমার রয়ে যায়। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কৃষকের বিষয়গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব সুন্দর একটি দিন কাটিয়েছে আপনার।

 3 years ago 

সবুজ শ্যামল ফসলের মাঠ দেখে মন আনন্দে ভরে গেল। ফসলের মাঠে যখন ভালো ফলন হয় তখন কৃষকের মুখে হাসি ফুটে। দাদা আপনি একদম ঠিক বলেছেন আমরা যদি কৃষকের মাঠ থেকে ফসল সংগ্রহ করি তাহলে তারা লাভবান হয় এবং আমরাও সহজে টাটকা সবজি পাই। ফসলের মাঠ অনেক সুন্দর করে আপনার ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার কাটানো মুহূর্তগুলো আপনি আপনার লেখনীর মাঝে তুলে ধরেছেন এটা পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আপনার পরিদর্শন করা গ্রামের জমিগুলো দৃশ্য অনেক সুন্দর। ফসল জন্মানো জমিটি দেখতেও বেশ ভালোই ছিল। গ্রামের কৃষকরা অনেক সহজ-সরল মানুষ। তারা তাদের উৎপন্ন ফসল কম দামে বিক্রি করে। সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

শীতকালের এমন পরিবেশ দেখে মনটা একদম ভরে ওঠে। ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর হয়েছে দাদা। উৎপাদকের থেকে পণ্য কিনলে দুই পক্ষের জন্যই ভালো কথাটা একদম ঠিক বলেছেন দাদা।

 3 years ago 
দাদা খুবই সুন্দর করে আপনি প্রাকৃতিক ফসলের একদম তরতাজা ছবিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যারা গ্রামে থাকেন তারা ফসল থেকে এভাবে খুব কম দামেই টাটকা শাক-সবজি ভেজা খেলেও অনেক উপকার হয় শরীরের। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কিছু সময় ব্যয় করে আমাদের মাঝে সুন্দর কিছু শেয়ার করার জন্য।
 3 years ago 

ছবিগুলো দেখে ছোটবেলার মামার বাড়িতে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেল। ফসলের মাঠে গিয়ে কত মজা করতাম। ইচ্ছামত সবজি তুলতাম। আসলে সবজি বাগানের এত কাছাকাছি তো খুব বেশি যাওয়া হতো না, তাই অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতো। আর হ্যাঁ, এই সতেজ সবজি গুলো নিয়ে এসে মামীকে বলতাম রান্না করতে। অপূর্ব খেতে হতো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36