বাঙালি রেস্টুরেন্টে একদিন সবাই।।২০ আগস্ট ২০২৩

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে একটি বাঙালি খাবারের রেস্টুরেন্টে খেতে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেবো।আশা করি আপনাদের খারাপ লাগবে না।আসুন তাহলে আর দেরি না করে মূল প্রসঙ্গে চলে আসি।বেশ কিছুদিন ধরে দাদা বলছিলো কোনো একটা ভালো বাঙালি রেষ্টুরেন্ট এ খেতে যাবে।কিন্তু সবার ঠিক সময় হয়ে উঠছিল না।তারপর একদিন হুট করেই সিদ্ধান্ত নিলাম সন্ধার পরপর বাঙালি বুফে খেতে যাবো।কিন্তু কোথায় যাওয়া যায়?আগে একবার 6 বালিগঞ্জ প্যালেস এ খেতে গেছিলাম দুপুর বেলা।খাবার খুবই ভালো ছিলো।তাই সিদ্ধান্ত নিলাম নিউ টাউনের 6 বালিগঞ্জ প্যালেস এই যাবো।


IMG20230723203546.jpg

কাঁকড়া কষা
Image taken by OnePlus 10r

এই বার আর আমি ক্যাপটেন স্বাগতা কে দায়িত্ব না দিয়ে নিজেই সিদ্ধান্ত নিলাম।এর জন্য আমাদের ভুগতে হয়েছে।আসলে এই খাওয়ার বিষয়ে কোন রেষ্টুরেন্ট ভালো হবে সেটা স্বাগতা খুব ভালো ডিসিশান নিতে পারে।এটা নির্দ্বিধায় আমরা স্বীকার করি।তো সবাই মোটামুটি সাড়ে সাতটার পর পর রেস্টুরেন্টে পৌঁছে গেলাম।রাস্তা মোটামুটি ফাঁকা ছিলো তাই আর বেশি দেরি হলো না রাস্তায়।

IMG20230723204516.jpg

কাঁচা লঙ্কা চিকেন
Image taken by OnePlus 10r

IMG20230723203709.jpg

সর্ষে ইলিশ
Image taken by OnePlus 10r

IMG20230723203613.jpg

ফুলকপি ভেটকি
Image taken by OnePlus 10r

যায় হোক পৌঁছেই দুঃসংবাদ পেলাম যে বুফে বন্ধ।কারণ বুফে প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে। যাই হোক যে উদ্দেশ্যে আসা সেটাই হলো না।আর আরেকটা রেষ্টুরেন্ট এ যাওয়া ও সম্ভব ছিল না কারণ টিনটিন বাবুর রেষ্টুরেন্ট টা বেশ ভালো লেগে গেছিলো।ওখান দিয়ে ওঠলেই টিনটিন বাবু বিরক্ত করা শুরু করে দিতো তীব্র ভাবে।তাই অগত্যা কিছু খাবার অর্ডার করলাম।আমরা অন্য রেস্টুরেন্টে যেতে চাইছিলাম কারণ আলাদা আলাদা ভাবে খাবার অর্ডার করলে অনেক টাকা বিল এসে যাচ্ছিল।তাও অন্য কোনো উপায় নেই তাই অর্ডার করলাম মোটামুটি ৫ জনের জন্য ৮ হাজার টাকার মতো খাবার।

IMG20230723201031.jpg

টিনটিন বাবু,বৌদি এবং স্বাগতা
Image taken by OnePlus 10r

IMG20230723201024.jpg

স্বাগতা এবং সায়নী
Image taken by OnePlus 10r

IMG20230723200843.jpg

৬ বালিগঞ্জ প্যালেস রেস্টুরেন্ট
Image taken by OnePlus 10r

আমাদের প্রত্যাশা ছিলো দাম বেশি হলেও খাবারের মান ও স্বাদ নিঃসন্দেহে ভালোই হবে।প্রথমে স্টার্টার আইটেমে mutton chop আর আমুদি ফিশ ফ্রাই দিয়ে গেলো।খেতে বেশ ভালই লাগলো।তখন মনে হতে লাগলো দাম বেশি হলে ও স্বাদ ভালোই হবে।কিন্তু বিধি বাম।পরের প্রত্যেকটি খাবার ছিলো একদম বাজে মানের।স্বাদ যেমন ছিলো না তেমনি ফ্রেশ ও ছিলো না খাবার।আমি তো কয়েক চামচ নিয়ে আর খেতেই পারছিলাম না।সত্যি এতো ভালো রেটিং এর রেষ্টুরেন্ট এ ধরনের খাবার আশাই করা যায় না।বাড়ির সাধারণ রান্নার স্বাদ ও এর থেকে অনেক।বেশি হয়।সত্যি অনেকগুলো থাকা খরচ করে বাজে খাবার খেলাম।

IMG20230723203604.jpg

mutton কষা
Image taken by OnePlus 10r

IMG20230723203511.jpg

কাঁকড়া ঝাল
Image taken by OnePlus 10r

IMG20230723203344.jpg

দেশী চিকেন ঝোল
Image taken by OnePlus 10r

IMG20230723202612.jpg

আমুদী ফিশ ফ্রাই
Image taken by OnePlus 10r

সত্যি কথা বলতে আমাদের ওই দিনের luck টাই খারাপ ছিলো।নাহলে এতো বাজে অভিজ্ঞতা আজ অবধি আমাদের হয়নি।এরপর বিল মিটিয়ে বাড়ি চলে এলাম।কিন্তু মজার ব্যাপার হলো আমরা কেন রেষ্টুরেন্ট এ কোনো অভিযোগ করলাম না খাবার নিয়ে?

IMG20230723203357.jpg

আলু পোস্ত
Image taken by OnePlus 10r

IMG20230723201900.jpg

mutton chop
Image taken by OnePlus 10r

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 last year 

পরিবারের সবাই বাঙালি রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্লান হুট করে নিয়ে চলে গেলেন কিন্তু রেস্টুরেন্ট বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে ।সেটা শুনে আমারই খারাপ লাগলো দাদা আপনাদের কি বলবো। যাই হোক আলাদাভাবে খাবার অর্ডার দিয়েছেন অনেক দাম নিয়েছে কিন্তু খাবারের মান ভালো না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এরকম হয় অনেক জায়গা খাবারের দাম ঠিকই নেয় কিন্তু সে অনুযায়ী খাবারের মান পাওয়া যায় না।

Posted using SteemPro Mobile

 last year 

খুবই দু:খজনক। এত গুলো টাকা নিয়েও যদি এমন বাজে খাবার পরিবেশন করে তবে তা রিতীমত অপরাধ।আমার তো মনে হয় দুপুরের বুফের খাবারটাই ওরা পরিবেশন করেছে হয়ত। তবে দাদা অভিযোগ দেওয়া লাগত,নইলে এরা বরাবরই এরকম অপরাধ করে যাবে।

 last year (edited)

এতদিন পর বাঙালি রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ হলো কিন্তু মন মত খেতে পারলেন না দাদা। স্টার্টার ভালো দিয়েছে যাতে সবাই বেশি বেশি খাবার অর্ডার করে। এতগুলো টাকার খাবার অর্ডার দিয়ে যদি খেতেই না পারেন তাহলে কেমন মেজাজ খারাপ লাগে। কিন্তু একটা বিষয় বুঝলাম না এত বাজে খাবার খেয়েও আপনারা কেন রেস্টুরেন্টে অভিযোগ করলেন না? কারণটা না জানিয়ে প্রশ্ন আমাদেরকেই করলেন? উত্তর কোথায় পাবো?

 last year 

কি দরকার ছিল দাদা অতগুলো টাকা খরচ করে বাজে খাবার খাওয়া। ক্যাপ্টিন স্বাগতাকেই তো দায়িত্ব দিলে ভালো হতো। এভাবে রুচি নষ্ট করার কোন মানে হয়। আরে ওরা তো মনে হয় আগের রান্না করা খাবার গুলো দিয়েই কাজ সেরে নিয়েছে। ইস্ আমার কিন্তু বিষণ খারাপ লাগছে। এরপর হতে এসব দায়িত্ব ক্যাপটিন কে দিয়েই করানোর চেষ্টা করবেন। তাহলে আর এমন বাজে খাবার খেতে হবে না।

 last year 

খাবার এতটাই খারাপ ছিল যে ওই সময়ে রাগে অভিযোগ করতেও বিরক্তি লাগছিল ।একদিকে ভালোই হয়েছে এরপর থেকে ওখানে আর যাওয়ার নাম করবো না🤐।

৮০০০ টাকা খরচ করেও যদি খাবারের স্বাদ ঠিকমতো পাওয়া যায় তাহলে অন্তত মনের তৃপ্তি মেটে। তবে সেটাও তো হলো না। তার থেকেও বড় কথা, যদি খাবারের টেস্ট একটু কমও হয় এবং খাবার যদি ফ্রেশ হয় তাহলেও মেনে নেয়া যায়, এ ক্ষেত্রে সেটাও হলো না। যদিওবা খাবার গুলো দেখে যথেষ্ট লোভনীয় লাগছে তবে খেতে যেহেতু ভালো হয়নি সে ক্ষেত্রে বাকি ব্যাপার গুলো ঢাকা পড়ে গেল দাদা।

 last year 

৬ বালিগঞ্জ প্লেসের কতো নাম শুনেছি। খাবার নাকি খুব ভালো, খুব স্বাদ। সেখানে গিয়ে যদি এরম অভিজ্ঞতা হয়। তাছাড়া এত গুলো টাকা খরচা করে যদি খাবারের মান খারাপ পাওয়া যায় তাহলে খারাপ লাগা স্বাভাবিক।

 last year 

আসলেই খুব খারাপ লাগলো। এতো গুলো টাকা দিয়ে ও তৃপ্তি মতো খাওয়া না গেলে ব্যাপারটা বেশ দুঃখজনকই।অভিযোগ করা যেতে পারতো। যাই হোক খারাপ অভিজ্ঞতার ও দরকার আছে জীবনে।আর ছোট বাচ্চাদের আবদার না রাখলেও মনটা কিন্তু খচখচ করে।তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 last year 

দাদা অনেক সময় দলগতভাবে কোথাও যেতে চাইলে সহজে যাওয়া হয় না। এর কারণ প্রতিদিন কেউ না কেউ কোন কাজে ব্যস্ত থাকে। যাও শেষ পর্যন্ত আপনারা সময় ঠিক করতে পেরেছিলেন এবং দাদা বাঙালি রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ টাউনের সিক্স বালিগঞ্জ প্যালেস। সত্যি দাদা অগণিত খাবারের অর্ডারি করেছেন পাঁচ জনে এতগুলো খাবার খাওয়া সম্ভব। খাবারের দাম বেশি হলেই যে খাবারের মান উন্নত হবে এমন কোন কথা নেই। ভাগ্য যদি খারাপ থাকে তাহলে যেখানেই যাবে সেখানেই এমনই হয় দাদা। কোন সমস্যা নেই দাদা পরবর্তীতে অনেক ভাল কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। পরিবার এবং আপনি সকলে মিলে অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

এমন টপ লেভেলের রেস্টুরেন্টে গিয়ে, এতো হাজার টাকা খরচ করে বাজে খাবার খেলে, যেকোনো মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে। আপনাদের উচিত ছিলো অভিযোগ করা। কারণ ওরা নিশ্চয়ই বাসি খাবার সার্ভ করেছিল। সবমিলিয়ে খুবই বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46