আমার কবিতার খাতা থেকে:চুপ।।০২ নভেম্বর ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ভয়ে মরে প্রতিদিন একটা সমাজ,
দরজার ফাঁক দিয়ে ঢুকে যায় আতঙ্কের হাওয়া,
রাতে বিছানার পাশে দাঁড়িয়ে থাকে অচেনা ছায়া,
স্বপ্নের গলায় রক্ত-শীতল বরফ রেখে বলে—
“চুপ, বাঁচতে হলে ভয়েই থাকতে হবে।”
রাস্তার মোড়ে মোড়ে আজ সতর্কতার সাইনবোর্ড,
নিশ্বাস নেওয়ার আগেও মানুষ চোখে পরিমাপ করে ঝুঁকি।
হাসি যেন এখন নিষিদ্ধ অস্ত্র,
কারণ সুখ দেখলেই সন্দেহ জাগে—
“কীসের বিনিময়ে পেল সে?”
মায়েরা সন্তানকে শেখায়—
অতিরিক্ত সত্য বলো না কোথাও,
কারণ সত্যর গায়েও লাগতে পারে গুলি।
বৃদ্ধেরা জানালার ফাঁক দিয়ে দেখে
কীভাবে প্রতিটি সকাল জন্ম দেয় নতুন আতঙ্কের সংবাদ।
বন্ধুর আড্ডায় এখন নীরবতার চুক্তি আছে,
রাজনীতি, ধর্ম, ভালোবাসা—
সব কথা যেন কার্ফিউ-ঘেরা এলাকা।
শব্দের ওপরে আছে নজরদারির ড্রোন,
হৃদয়ের ভেতরেও লাগানো হয়েছে সাইলেন্সারের স্ক্রু।
একটা সমাজ বাঁচে, কিন্তু রক্তে জমে থাকে ভয়।
রাতে বালিশ চাপা দিয়ে কান ঢাকে মানুষ,
তবু দূরে কোনও কুকুর চিৎকার করে বলে দেয়—
“এখানে কেউ নিরাপদ নয়।”
কিন্তু তবু কোথাও, মাটির গভীরে
অঙ্কুর হয়ে ফুটতে চায় বিদ্রোহের সাহস,
কারণ ভয় চিরকাল টিকে থাকে না,
একদিন হয়তো কোনো শিশু, নির্ভীক চোখে,
বলে উঠবে—
“ভয়ে নয়, মুক্তির নামে আমরা বাঁচব।”
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord





দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার কথাগুলো সত্যিই দারুন হয়েছে। আপনার লেখা কবিতা হৃদয় ছুঁয়ে গেলো দাদা।
আসলে বর্তমান যুগে সত্য বললেই বিপদে পড়তে হয়। তাইতো অনেকে সত্য বলা ছেড়ে দিয়ে চুপ করে থাকে। আর সেজন্যই প্রতিটি সমাজে এখন অন্যায়ের ছড়াছড়ি। যাইহোক কবিতাটি এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।