আমার কবিতার খাতা থেকে :ফেলে আসা দিন গুলি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

ফটো উৎস

হঠাৎ যদি এমন হতো খুব সকালে ঘুম ভাঙলো
আমি দেখি ফিরে গেছি সেই ছেলেবেলায় ,
জানি এমন ভোর কখনোই হওয়ার নয়।
তবুও মনে দারুন ইচ্ছে নিয়ে আমার দিনযাপন
অসম্ভবের চিন্তায় মশগুল এই সময়ে
একজন দক্ষ মাঝির ভীষণ প্রয়োজন মাঝ সমুদ্রে,
আমি অনেক শুনেছি জীবন মৃত্যুর টানটান লড়াই
নিজে একদিন স্বাক্ষী হবো ভাবিনি কোনোদিন।
কোনো বিকেলে দলবেঁধে বসে থেকেছি নির্বাক
আকাশের বুকে গড়ে উঠেছে হাজারো স্বপ্ন,
তার সাথে আমরাও মিশে গিয়েছি কল্পনার রাজ্যে।
সত্যি সেদিন কত রঙ্গিন, হাজারো অপূর্ণতা
পারেনি এখনোই কোনো দেওয়াল তুলতে,
আজকে তারাই শত্রু হয়ে দাবায় চাল সাজায় চাতুর্যে।
অনেক গোপনে কত হত্যা হয় দিন রাত জুড়ে
কেউ কি খবর রাখে?আসলে রাখা যায় না।
সবাই ব্যস্ত যে যার মতো করে এই পালাবদলে,
আমি ও বদলে যাই অনেক বড় অভিনয় নিয়ে।
চলো ছুঁড়ে ফেলি সব বদনাম ভেঙে দেই ব্যবধান
এক সাথে কাঁদি এক সাথে হাসি এক সাথে বাঁচি,
মানুষ হয়েছি মানুষ হয়ে যেন একদিন মরি।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

কল্পনা ও বাস্তবতার মিশেলে লেখা কবিতাটি খুবই সুন্দর ও তাৎপর্যপূর্ন হয়েছে।ছেলেবেলাটা হারিয়ে গেছে যা শত চেষ্টা করলেও কখনো ফিরে আসবে না ,এখন শুধুই স্মৃতি হয়ে থেকে যাবে মনে।ব্যস্তময় পৃথিবীতে সবাই নিজেরটা বুঝে নিয়েছে ,কেউবা আবার অভিনয়ের মাধ্যমে ।তার মাঝে আমাদের সুখ- দুঃখ ,হাসি -কান্নাকে আগলে বেঁচে থাকতে হবে আবার একদিন চলেও যেতে হবে।অনেক সুন্দর ভাবার্থ প্রকাশ পেয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে কবিতাটি।ধন্যবাদ দাদা।

 3 years ago 
দাদা দুর্দান্ত একটি কবিতা লিখেছেন আপনি যে কবিতাটি পড়ে আমি অনেক উৎসাহিত হয়েছি অনেক প্রেরনা পেয়েছি সত্যিই অনবদ্য আপনার এই লেখা টি।আপনার প্রতিটি কবিতায় অসাধারণ হয় তবে আজকে কি আমাকে অন্যরকমভাবে মুগ্ধতা ছড়িয়ে গেছে হৃদয় মন্দিরে।♥♥
 3 years ago 

কবিতার প্রতিটি লাইনের ধাঁচ অসাধারণ ছিল ।যেভাবে কবিতাটি এগিয়েছে সেই ব্যাপারটা খেয়াল রেখে যদি ভাবি, কবিতাটির শেষ লাইন এককথায় মারাত্মক। খুবই মারাত্মক হয়েছে ।খুবই ভাল লিখেছেন দাদা ।সত্যিই এই কবিতাগুলো পড়তে পেরে আমরা সকলেই ধন্য। কারণ কবিতা মানুষ যত পড়ে, ততো তার লেখার ক্ষমতা বাড়ে।

 3 years ago 

দাদা,দুর্দান্ত সুন্দর একটি কবিতা লিখেছেন।আমি আজকের আপনার কবিতাটা একবার পড়েই বুঝতে পেরেছি।সত্যি যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম, তাহলে কত ভালে হত।যাই হোক ভালো ছিলো আমার কাছে শেষের লাইনগুলো বেশ ভালো লেগেছে।

আমি ও বদলে যাই অনেক বড় অভিনয় নিয়ে।
চলো ছুঁড়ে ফেলি সব বদনাম ভেঙে দেই ব্যবধান
এক সাথে কাঁদি এক সাথে হাসি এক সাথে বাঁচি,
মানুষ হয়েছি মানুষ হয়ে যেন একদিন মরি।

ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

দাদা অতীতের দিনগুলি কোনো-না-কোনোভাবে পিছুটানে। মাঝে মাঝে আমিও ছোটবেলার স্মৃতি বিজড়িত দিনের কথা স্মরণ করে ফিরে যেতে ইচ্ছে করে ।আপনি খুব সুন্দর করে স্মৃতিবিজরিত দিনের গল্প কবিতার মাধ্যমে তুলে ধরলেন। ছোটবেলার স্মৃতি কখনো ভুলবার নয়।

 3 years ago 

সবাই ব্যস্ত যে যার মতো করে এই পালাবদলে,
আমি ও বদলে যাই অনেক বড় অভিনয় নিয়ে।

দাদা, সত্যি বলতে আমার দেখা মতে আপনি কবিতা লেখার বস। কারণ আপনার যতগুলো কবিতা পড়েছি সব গুলো ছিলো পারফেক্ট। কবিতার কথাগুলোর গভীরতা অনেক। উপরেই লাইন দুটো আমার অনুভুতির সাথে মিলে গেছে। দাদা অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মিনিংফুল একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
 3 years ago 

চলো ছুঁড়ে ফেলি সব বদনাম ভেঙে দেই ব্যবধান
এক সাথে কাঁদি এক সাথে হাসি এক সাথে বাঁচি,
মানুষ হয়েছি মানুষ হয়ে যেন একদিন মরি।

অনেক ভাবার্থ ও যুক্তিযুক্ত কথা । তবে কেন এতো সংশয় , আছি দুহাত বাড়িয়ে । চলে এসো , তুমি চলে এসো । বেশ ভালো লিখছেন ভাই । শুভেচ্ছা রইল।

 3 years ago 

হঠাৎ যদি এমন হতো খুব সকালে ঘুম ভাঙলো
আমি দেখি ফিরে গেছি সেই ছেলেবেলায় ,

স্বপ্ন টা দারুন ছিল দাদা আমিও মাঝেমধ্যে এরকমভাবে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবি। কতইনা মধুর ছিল খুব মিস করি দিন গুলোকে এখনো।
কবিতা পড়ে খুবই ভালো লাগলো মনে হচ্ছে ফিরে গেলাম সেই শৈশবে।

 3 years ago 

হঠাৎ যদি এমন হতো খুব সকালে ঘুম ভাঙলো
আমি দেখি ফিরে গেছি সেই ছেলেবেলায় ,

স্বপ্ন ছাড়া আর কখনোই ছেলেবেলায় ফিরে যাওয়া সম্ভব নয়। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে সেই ছোটবেলায় ফিরে যেতে। আর সময়টাকে আবার উপভোগ করতে ।দিন যত যাচ্ছে আমাদের সময় ততই কমে যাচ্ছে। দাদা আপনার আজকের এই কবিতা খুবই ভালো লাগলো ।আর বাস্তবতার পুরো চিত্র আপনি কবিতায় ফুটিয়ে তুলেছেন দাদা।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32