আমার কবিতার খাতা থেকে: একাকীত্বের মন।।২৪ জুন ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা কবিতা লিখতে চলেছি এই কবিতায় আমি চিন্তার প্রতিফলন ঘটিয়ে জীবনের সূক্ষ্ম দুঃখবোধ ও চিরন্তন সুখের একটা ভারসাম্যের আভাস দিতে চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে।আশা করি আপনাদের ভালো লাগবে।আর কবিতা লেখার চেষ্টা এটা সেটা আসলে কবিতার কাছাকাছি কারণ সত্যিকারের কবিতা লেখা সহজ কিছু নয়।জীবনের এই যে মৌলিক একটা সমস্যা সেটা হলো একঘেয়েমি।কিছুদিন পর একই জিনিসের পুনরাবৃত্তি আমাদের একঘেয়ে করে তোলে তার প্রভাব পড়ে আমাদের মনে ও অতি অবশ্যই শরীরে ও।
নিঃসঙ্গ কবির মন, বড় অভিমানী হয়ে যায়,
ইচ্ছের দৌড়ে কি লেখা হবে উপন্যাস?
স্বপ্নের জালে বন্দী, একা একা ভাবনা,
আলোর খোঁজে চলে, অন্ধকারে গোপন।
কলমের ছোঁয়ায় সৃষ্টি, জীবনের এক একটা ছবি,
কাগজের পটে বাঁধা, হৃদয়ের ভাষা কেউ বোঝে?
কিন্তু সঙ্গীহীন পথে, কি পাওয়া যায় সান্ত্বনা?
অভিমানে ভরা মন, খুঁজে ফেরে একটা সঙ্গ।
ইচ্ছের দৌড়ে কখনো রচিত হয় না গল্প,
অন্তরের গভীরে লুকিয়ে থাকে হাজারো ব্যথা।
কবি তো মানুষ, মন তারও স্পর্শকাতর,
নিঃসঙ্গতার ছায়ায় খুঁজে চলে একটা আশ্রয়।
একাকীত্বে ভরা জীবন, তবে কি লিখবে বই?
নাকি অভিমানের মেঘ, ঢেকে দেবে আলো?
কবির মন জানে না, কিভাবে হবে এই দ্বন্দ্ব শেষ,
ইচ্ছের দৌড়ে উপন্যাস শুধুই এক স্বপ্ন হয়ে রয়ে যায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
জীবন মানেই সুখ-দুঃখের খেলা। হয়তো অনুভূতিগুলো কখনো একাকিত্বের ভিড়ে হারিয়ে যায় কখনো বা নতুন স্বপ্ন বুনে। দাদা আপনার লেখা কবিতাগুলোর মাঝে সবসময় নিজের অনুভূতি খুঁজে পাই। অসাধারণ লিখেছেন দাদা।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ঠিকই বলেছেন দাদা প্রকৃত অর্থে কবিতা লেখা এতটা সহজ নয়। তবে আপনি যে প্রতিনিয়ত চমৎকার কবিতা উপহার দেন এটা মানতে হবে। দারুন লিখেছেন দাদা লাইনগুলো ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।
কবিতা লেখা যেমন সহজ নয়।তেমনি অনুভূতির প্রকাশ ঘটানো ও সবটা সহজ নয়।আপনি নানান বিষয় নিয়ে চমৎকার চমৎকার কবিতা লিখে চলেছেন দাদা।কবিতার ভাব বড়ই অর্থপূর্ণ হয়।শুধু কবি নয় আমরা প্রতিটি মানুষ ই দিনশেষে একাকিত্বকে অনুভব করি।কবিতার লাইন গুলোতে ছিল একাকিত্বের ছোঁয়া। একাকিত্বের এই অনুভূতি নিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।
দাদা আপনার কবিতার খাতা থেকে আরো নতুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ছিল কবিতার ভাষাগুলো।
আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। প্রতিটা লাইনের মধ্যে লুকিয়ে আছে গভীর অনুভূতি। ছন্দময় অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। একজন কবির নিঃসঙ্গতা খুব সুন্দর ভাবে কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
বারবার যখন কোন কিছুর পুনরাবৃত্তিক ঘটে তখন একঘেয়েমি চলে আসে। আর একঘেয়েমি জীবন একদমই ভালো লাগেনা। দাদা আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। কবিতা লিখতে পারিনা। তবে কবিতা পড়তে ভালো লাগে।
কল্পনায় অনেক কিছু লেখা যায় অনেক কিছু কল্পনা করা যায়। তবে আপনি সত্যি কথা বলছেন একজন কবি তার কবিতার ভাষায় অনেক কিছু লিখতে পারেন। যদিও কবিতা ছোট আকারে হয় লেখার ভাব গুলো হয় বিশালাকার। একাকীত্ব মন আসলে বিষন্ন মন। কবিরা সব সময় একাকীত্ব মনে খুব সুন্দর কবিতা লিখেন। যখন একাকীত্ব থাকা যায় তখন বিভিন্ন ধরনের কষ্ট এসে জমাট বাঁধে মনে। খুব সুন্দর একটি কবিতা লিখে আপনি কবিতায় তুলে ধরলেন অনেক ধন্যবাদ।