The Diary Game ||Better Life || 26 December 2021
হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ২৫-১২-২০২১ইং।
সকাল
দুপুর
দুপুর বেলা আমি বাড়িতে এসে বাথরুমে গিয়ে গোসল করে নেই এরপর আমি বিছানায় শুয়ে থাকি কিছু সময় মোবািল ফোন এ গান শুনি এরপর স্টিম বাংলাদেশের পোস্ট গুলো পড়তে থাকি কিছু সময় পর আমি একটু ঘুমিয়ে নেই।
বিকাল
বিকাল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই এরপর আমি আমার বাগানের দিকে রওনা দেই এরপর কিছু সময় বাগানে বসে থাকি এরপর পাশের জমি দিয়ে হেটে নদীর দিকে যাই। এটি হল তিলাই নদী একটি খুবই ছোট নদী। নদীর পাহারে কিছু সময় বসে থাকার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই।
রাত
বিকেল গড়িয়ে সন্ধা হয়ে যায় এবং আমি হালকা নাস্তা করে নেই এরপর রেডি হয়ে পাশের এলাকার দোকানে চলে যাই এবং কিছু সময় বসে থাকি। দোকানে সবাই একসাথে আড্ডা দিলাম এরপর আমি এক জনের সাথে আরেক এলাকার দোকানে গেলাম চা পান করার জন্য শীতের সময় লাল চা পান করা ভাল।চা পান করা হয়ে যায় এবং আমরা আবার সেই দোকানে চলে আসি এবং আরও কিছু সময় বসে থাকার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই এরপর বিছানায় শুয়ে মোবাইল ফোন এ বন্ধুদের সঙ্গে কথা বলে নেই। এরপর স্টীম বাংলাদেশ এ কিছু সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ি।
বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। কি সার প্রয়োগ করলেন?
ডি এ পি ও ইউরিয়া।
সুন্দর একটা দিন কাটিয়েছেন। অনেক ব্যস্ত সময় পার করলেন।
অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আপনি। আপনারা দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
দাদা আজকেও অনেক পরিশ্রম করেছো। আশা করি পরবর্তী বছরেও ধানের ভালো ফলন ভালো পাবে।
ধন্যবাদ সোহান।
busy activity. The bright sun is not your reason to thwart your activities. have a nice day
JOIN WITH US ON DISCORD SERVER: