The Diary Game ||Better Life || 26 December 2021

in Steem Bangladesh4 years ago

হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আমি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারিখঃ২৫-১২-২০২১ইং।

সকাল

20211220_124556.jpg

সার প্রয়োগ

শুভ সকাল, প্রতিদিনের মত আজকেও আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই এরপর বিছানায় শুয়ে থাকি কিছু সময় এরপর আমি বাড়িতে না থেকে বাহির এ চলে যাই এবং পাশের দোকানে বসে থাকি কিছু সময় এরপর আমি আমার বীজতলা দেখতে যাই এবং কিছু সার নিয়ে যাই বীজতলায় প্রয়োগ করার জন্য। আমি একজনকে সার গুলো দিতে দিলাম এবং আমি পাশে জমিতে বসে থাকি। এরপর সার দেওয়া হলে আমি কিছু সময় বসে থাকার পর বাড়ির দিকে রওনা দেই।

দুপুর

20211223_131139.jpg

পুকুর

দুপুর বেলা আমি বাড়িতে এসে বাথরুমে গিয়ে গোসল করে নেই এরপর আমি বিছানায় শুয়ে থাকি কিছু সময় মোবািল ফোন এ গান শুনি এরপর স্টিম বাংলাদেশের পোস্ট গুলো পড়তে থাকি কিছু সময় পর আমি একটু ঘুমিয়ে নেই।

বিকাল

20211224_112907.jpg

তিলাই নদী

বিকাল বেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই এরপর আমি আমার বাগানের দিকে রওনা দেই এরপর কিছু সময় বাগানে বসে থাকি এরপর পাশের জমি দিয়ে হেটে নদীর দিকে যাই। এটি হল তিলাই নদী একটি খুবই ছোট নদী। নদীর পাহারে কিছু সময় বসে থাকার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই।

রাত

20211216_192824.jpg

চা এর দোকান

বিকেল গড়িয়ে সন্ধা হয়ে যায় এবং আমি হালকা নাস্তা করে নেই এরপর রেডি হয়ে পাশের এলাকার দোকানে চলে যাই এবং কিছু সময় বসে থাকি। দোকানে সবাই একসাথে আড্ডা দিলাম এরপর আমি এক জনের সাথে আরেক এলাকার দোকানে গেলাম চা পান করার জন্য শীতের সময় লাল চা পান করা ভাল।চা পান করা হয়ে যায় এবং আমরা আবার সেই দোকানে চলে আসি এবং আরও কিছু সময় বসে থাকার পর আমি বাড়িতে চলে আসি এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই এরপর বিছানায় শুয়ে মোবাইল ফোন এ বন্ধুদের সঙ্গে কথা বলে নেই। এরপর স্টীম বাংলাদেশ এ কিছু সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ি।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। কি সার প্রয়োগ করলেন?

 4 years ago 

ডি এ পি ও ইউরিয়া।

 4 years ago 

সুন্দর একটা দিন কাটিয়েছেন। অনেক ব্যস্ত সময় পার করলেন।

 4 years ago 

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আপনি। আপনারা দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

দাদা আজকেও অনেক পরিশ্রম করেছো। আশা করি পরবর্তী বছরেও ধানের ভালো ফলন ভালো পাবে।

 4 years ago 

ধন্যবাদ সোহান।

 4 years ago 

busy activity. The bright sun is not your reason to thwart your activities. have a nice day


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109473.14
ETH 3887.89
USDT 1.00
SBD 0.61