1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 09/08/2020 Rainy day
আসসালামু ওয়ালাইকুম
কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।
আমি আজকে আমার সারাদিনের কর্মকান্ড তুলে ধরলাম:
সকালের আবহাওয়া
সকাল ০৬-০৯ঃ আমি সকাল ৬ টায় ঘুম থেকে উঠি।ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই।আজকে অনেকদিন পর আমি এত সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দেখি আকাশ খুব সুন্দর দেখা যায়। ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা এবং সূর্য মেঘের আড়ালে লুকিয়ে আছে। পরিবেশটা ছিল নাতিশীতোষ্ণ দেখে অনেক ভালো লাগলো। ফ্রেশ হয়ে আমি আমার বোন তোমার ভাগ্নি সহ আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমরা হাড়াগাছ থেকে রওনা দেই ০৭ টার সময়। আসি হারাগাছ থেকে রংপুর ধাপে আসে পৌছাতে আমাদের ৩০ মিনিট সময় লাগে।৭.৩০ এ রংপুর ধাপ থেকে আমি আমার বোন ভাগ্নি সহ তিনজনে আমরা বাসে উঠি সৈয়দপুর এ আসার উদ্দেশ্যে। আমরা সৈয়দপুর এসে দেখি ৮.৪০ বাজে। আমরা বাস থেকেবনামে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আমরা রিক্সায় করে বাসা আসি। তারপর আমার বোন ডিউটিতে চলে যায়। নয়টার দিকে আমি বাসায় এসে পৌঁছাই।
রংপুর মেডিকেল মোড়
সকাল ৯ টাঃ তারপর আমি আমার সকালের নাস্তা করি। সকালের নাস্তায় আজকে আমি চা এবং পরেটা খাই।আমি এবং আমার ভাগ্নি ২ জন মিলে একসাথে নাস্তা করি।
সকাল ১০ টাঃ তারপর আমি সকাল দশটার দিকে বিছানায় যাই বিশ্রাম নেওয়ার জন্য। বিছানায় গিয়ে আমি স্টিমিট এর পোস্ট গুলো দেখি এবং কমেন্ট করি। আমি এক ঘন্টা যাবত স্টিমিট এ কাজ করি। এবং আগে যারা আমার পোস্ট এ কমেন্ট করেছিল তাদেরকে উত্তর দেই এবং তাদের সাথে মত বিনিময় করি।
লাটিম খেলা
সকাল ১১ টাঃএগারোটার সময় কারেন্ট চলে যায়। আমি বিছানা থেকে উঠে কাপড় পড়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেই।আমি দেখি বাচ্চারা লাটিম খেলছে। লাটিম খেলা আমার একটি পছন্দের খেলা। আমি ছোটবেলায় অনেক লাটিম খেলতাম। ছোটবেলায় বন্ধুদের সাথে এই খেলা অনেক খেলেছি। আজকে বাচ্চাদের যখন দেখলাম লাটিম খেলতে তখন আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল আমি তাদের সাথে কথা বললাম এবং তাদের সাথে কিছুক্ষণ লাটিম খেললাম। খুব ভালো লাগলো তাদের সাথে খেলে তাদের সাথে কাটানো সময় আমার মনে থাকবে।
দুপুরের বৃষ্টি
দুপুর ১২ টাঃযখন আমি মাঠে দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু আসে। এবং আমি তার সাথে গল্প করি। দুজনে মিলে অনেক সময় গল্প করি। তারপর হঠাৎ দেখি আকাশ মেঘাচ্ছন্ন হঠাৎ করে বৃষ্টি নেমে এসে। আমরা দুজনে মিলে বৃষ্টি উপভোগ করি।বৃষ্টিদিন আমার খুব পছন্দের দিন। কিছুক্ষন বৃষ্টি হওয়ার বৃষ্টি থেমে যায়।বৃষ্টি থেমে গেলে আমরা দুজন দুজনের বাসায় চলে যাই।বাসায় গিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই তারপর আমি সেলুনে চলে যাই।
দুপুর ০২ -০৪ঃআমি যখন বাসায় বিশ্রাম নিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি আমার চুল দাড়ি গুলো বড় হয়ে গেছে। তারপর আমি এগুলোর কাটানোর জন্য সেলুনে যাই। আমি বাজারে সেলুনে গিয়ে চুল দাড়ি কাটি সেখানে আমার দুই ঘন্টা সময় লাগে।তারপর আমি চারটার দিকে বাসায় ফিরি।
** বিকালের বৃষ্টি**
বিকাল ০৪-০৭ঃচারটার দিকে সেলুনে আমার সকল কাজ শেষ হলে আমি সেলুন থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় এসে গোসল করে দুপুরে খাওয়া খাই। দুপুরে খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আমি যাই গিয়ে দেখি আবার বৃষ্টি শুরু হয়। আমি জানালা দিয়ে বৃষ্টি দেখতে থাকি এবং বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি।
সন্ধ্যা ০৭- ১১ঃসন্ধ্যা সাতটায় ঘুম থেকে উঠলে আমি ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা করে বাজারের উদ্দেশ্যে রওনা দেই। কিছু কাজ বাজারে থাকার কারণে আমি বাজারে গিয়ে কিছু কাজ করি। কাজ করার পর আমার বন্ধু ফোন দিলে আমি তার সাথে দেখা করার জন্য ফাইভস্টার মাঠে যাই। আমি অনেকক্ষণ বসে তার সাথে আড্ডা দেই। এবং রাত নয়টা বাজলে আমি সেখান থেকে ফিরে চলে আসি।সেখান থেকে আসার পর আমাদের মাঠে আসি। আমি মাঠে আছে সবার সাথে কিছুক্ষণ গল্প করি এবং খেলা দেখি। খেলা দেখার পর রাত 11 টা বাজলে আমি বাসায় চলে যাই এবং বাসায় গিয়ে রাতের খাওয়া সম্পূর্ণ করি। রাতে খাওয়া শেষ হলে আমি বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যাই। বিছানায় গিয়ে আমি আমার ফোন নিয়ে কিছুক্ষণ দেখি এবং দেখতে দেখতে ঘুমিয়ে যাই।
এভাবেই আজকের দিন আমার পার হল।সবাই সুস্থ থাকবেন ভাল থাকবেন করোনা থেকে দুরে থাকেন।প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হই।
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Thank you
অনেক সুন্দর পোস্ট করছেন ভাই
ধন্যবাদ ভাই
You create such a beautiful blog today.
tnk u bro