আমার লেখা কবিতা:- 'ঈদের আনন্দ'।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার, ২৬ ই এপ্রিল ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আপনাদের নিকট নতুন একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন, আমার লেখা কবিতাটি পড়ে আসি।

ramzan-gaa95f8ae6_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, কয়েকদিন আগে আমাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে গেল। এখনো আমাদের প্রতিটি ঘরে ঘরে ঈদের আমেজ রয়ে গেছে। আসলে ঈদ মানেই তো আনন্দ। আর আনন্দের মুহূর্তটুকু সকলেই ধরে রাখার চেষ্টা করে। ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি ঈদের শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে সকলের প্রয়োগ করা উচিত। যাহোক, ঈদের আনন্দ যেন প্রতিটি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে বিরাজ করে এটাই আমি প্রত্যাশা করি। ঈদ উপলক্ষে আমার লেখা একটি কবিতা আজ আমি আপনাদের নিকট করছি। আমি আশা করি আমার লেখা এই কবিতাটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

কবিতা:- ঈদের আনন্দ।

শাওয়াল মাসের চাঁদ উঠেছে
নীলিমার ঐ পশ্চিম আকাশে,
ধনী-গরিব সবাই মাতোয়ারা
ঈদের আনন্দ উৎসব করতে।



ঈদের দিনে মনের আনন্দে
ভোর বেলায় ঘুম থেকে জেগে উঠি,
ঠান্ডা পানিতে গোসল করে
নতুন পাঞ্জাবি-পায়জামা পরিধান করি।



মায়ের ডাকে সাড়া দিয়ে
গরম গরম সেমাই ও মিষ্টি খায়,
আতর-সুরমার খুশবু মেখে
সবাই মিলে ঈদগাহের দিকে যায়।



ঈদের দিনে সবাই মিলে
মোরা ঈদগাহে জমায়েত হয়,
হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে
মোরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়।



ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক
সকল মানুষের ঘরে ঘরে,
সকলের জীবন সুখে পরিপূর্ণ হয়ে উঠুক
মোনাজাত করি আল্লাহর দরবারে।



ঈদের আনন্দ বুকে নিয়ে
প্রতিদিন যেন চলতে পারি,
সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করে
দীনের আলোয় মোদের জীবন গড়ি।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 2 years ago 
 2 years ago 

ঈদ কয়দিন আগে পার হয়ে গেলেও ঈদের আমেজ এখনো রয়ে গেছে। আসলে ঈদের আনন্দ যেন সবার মাঝে সব সময় থাকে এই দোয়াই করি। আপনার লেখা কবিতাটি সত্যি দারুন হয়েছে ভাইয়া। আপনি ঈদের আনন্দ নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো অনেক ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন তো। এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমি একটু বেশি পছন্দ করি। আপনি সম্পূর্ণ কবিতাটা খুবই সুন্দর ভাবে লিখেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। যা পড়ে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আমার। সম্পূর্ণটা ভালোই ছিল বলতে হচ্ছে।

 2 years ago 

আমার কবিতাটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92098.56
ETH 3097.80
USDT 1.00
SBD 3.03