ঈদগাহে ঈদের নামাজ আদায়ের অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ২৪ ই এপ্রিল, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20230422_082600_506~2.jpg

পোস্টের শুরুতেই আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। ঈদের প্রধান আকর্ষণ হল ঈদগায়ে সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করা। আর ঈদের নামাজ আদায়ের মধ্যেই রয়েছে ঈদের প্রকৃত আনন্দ। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ঈদের নামাজ আদায়ের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। ঈদের দিন আমাদের গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় ছিল সকাল ৭:৩০ মিনিট। তাই ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি গোসল করতে চলে চলে গেলাম। তারপর নতুন পাঞ্জাবি এবং টুপি পরিধান করে ঈদগাহে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। ঈদগায়ে যাওয়ার পূর্বে হালকা সেমাই এবং কয়েকটা মিষ্টি খেয়ে নিলাম। তারপর ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম।

IMG_20230422_070734_132.jpg



IMG_20230422_071811_346.jpg

IMG_20230422_071954_734.jpg

IMG_20230422_071942_691.jpg



আমাদের পাড়ার সকল মানুষগুলো আমরা একত্রে ঈদগাঁহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের এদিকে একটা ঐতিহ্য আছে সেটা হলো ঈদের দিন আমাদের পাড়ার মানুষগুলো সবাই একসাথে ঈদগায়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের বাড়ি থেকে আমাদের ঈদগাহ প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত। তাই পায়ে হেঁটে প্রায় ১৫ মিনিট সময় লেগে গেল ঈদগাহে পৌঁছাতে। নামাজ আদায়ের নির্ধারিত সময়ের পূর্বেই আমরা ঈদগাঁহে পৌঁছে গেলাম।



IMG_20230422_072028_862.jpg

IMG_20230422_072045_074.jpg

IMG_20230422_072637_842.jpg

IMG_20230422_073153_927.jpg

IMG_20230422_075057_532.jpg

IMG_20230422_072123_465.jpg

IMG_20230422_072257_139.jpg



নামাজের নির্ধারিত সময়ে আমরা সকলেই সারিবদ্ধ হয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলাম। আর ঈদের দিনের সবচাইতে বড় আনন্দের দিকটি হলো গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করা। নামাজ আদায়ের সময় মানুষে-মানুষে কোন ভেদাভেদ কিংবা কোন ধরনের পার্থক্য থাকে না। ধনী-গরিব, ফকির-মিসকিন, ছোট-বড়, সকল ধরনের মানুষ আমরা একত্রিত হয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঈদগাহে ঈদের নামাজ আদায়ে শরিক হয়। আমাদের সকলের মনে একটা চিন্তায় বিরাজ করে, সেটা হল আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যমূলক সম্পর্ক ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা।



নামাজ আদায়ের শেষে আমাদের ইমাম সাহেব খুতবা পাঠ করলেন। আমরা সকলেই ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনলাম। তারপর ইমাম সাহেব পবিত্র রমজান মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। একই সাথে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুপরামর্শ দিলেন। আমরা সকলে ইমাম সাহেবের সুন্দর সুন্দর কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম এবং মুগ্ধ হলাম। নামাজের শেষ পর্যায়ে আমরা সকলেই ইমাম সাহেবের সাথে পুরো বিশ্বের শান্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট মোনাজাত করলাম। তারপরে ঈদের নামাজ শেষ হয়ে গেল।



IMG_20230422_082231_182.jpg

IMG_20230422_082228_896.jpg

IMG_20230422_082225_916.jpg



ঈদের নামাজ শেষে শুরু হয়ে গেল পরস্পরের সাথে কোলাকুলি করা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদগাহের বুকে এ যেন এক মহামিলন মেলা শুরু হয়ে গেল। সকল মানুষ তার মনের মধ্য থেকে সকল ধরনের হিংসা-বিদ্বেষ, রাগ-অভিমান ভুলে গিয়ে সকলে আমরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করলাম এবং পরস্পরের কুশল বিনিময় শুরু করলাম। ঈদের নামাজ আদায়ের শেষে সকল মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার মুহূর্তে আমার মনের মধ্যে এক ধরনের স্বর্গীয় সুখ অনুভূত হতে লাগলো। আসলে গ্রামের সকল মানুষ একই সময়ে, একই স্থানে জমায়েত হয়ে নামাজ আদায় করার পরে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করার মজাই আলাদা। আর এটাই পবিত্র ঈদুল ফিতরের অর্থাৎ ঈদের দিনের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে প্রধান আনন্দের দিক।



IMG_20230422_082513_397.jpg

IMG_20230422_082512_554.jpg

IMG_20230422_082515_417.jpg



ঈদগাঁহে যাওয়া থেকে শুরু করে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত আমার সাথে ছিল আমার ছোট ভাই সুমন, আমার চাচাতো ভাই মারুফ, মুস্তাফিজুর এবং জাহিদুল। তাই নামাজ শেষে আমরাও পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। একই সাথে আমরা সকলেই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার জন্য দারুন ভাবে ব্যস্ত ছিলাম। কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ঈদের দিনের আনন্দের মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করা। যাহোক, ঈদের নামাজ শেষে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমরা অত্যন্ত আনন্দের সাথে পুনরায় আমাদের বাড়ির দিকে রওনা হলাম।

IMG_20230422_082841_539.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ঈদের দিনের মতো আমাদের প্রত্যেকের জীবন যেন সব সময় আনন্দে এবং খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠে। একই সাথে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং পরস্পরের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারি। পবিত্র মাহে রমজানের শিক্ষা এবং ঈদের আনন্দে পবিত্র হয়ে উঠুক সকল মানুষের হৃদয়। আল্লাহ হাফেজ।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 2 years ago 

আশা করছি আপনার ঈদ আনন্দটা খুব ভালোভাবে কেটেছে পরিবার পরিজনকে নিয়ে।
ঈদের মাঠের ফটোগ্রাফি এবং আপনার অনুভূতির কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো আসলে এক বছর পরে এরকম অনুভূতি আসে আমাদের মাঝে।।
আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে একমাস সিয়াম সাধনার পরে ঈদগাহে সবাই মিলে একসাথে সালাত আদায় করা।।

 2 years ago 
 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া জামায়েতে নামাজ আদায় করা অনেক ভালো। আর ঈদ সবারই জীবনে আনন্দ বয়ে আনুক। আর ঈদের দিন সবাই এক সাথে দেখা সাক্ষাৎ হয়, তাই অনেক ভালো লাগে। আপনার সবাই মিলে একসাথে নামাজ আদায় করা দেখে অনেক ভালো লাগল। আশাকরি ঈদ ভালো ভাবে কেটেছে। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভাই ঈদ মানেই আনন্দ যে আনন্দ পরিবারে গ্রাম পাড়া প্রতিবেশি সবাই মিলে ঈদগাহ মাঠে একে অপরে প্রতি শ্রদ্ধা সম্মান জানায় ৷ আশা করি ঈদের এই সময় গুলো বেশ ভালো কাটাচ্ছেন ৷ অনেক ভালো লাগলো ভাই ব্লগটি পড়ে ৷ শুভকামনা রইল ভাই আনন্দ করুন পরিবারের সাথে ৷

 2 years ago 

ঈদের দিন সবাই একসাথে ঈদের জামাত আদায় করা সুন্নত। আমার ভাইয়েরাও সবাই একসাথে হয়ে তারপর ঈদগাহ মাঠে যায়। সবাইকে একসাথে এভাবে দল বেঁধে নামাজ আদায় করতে যেতে দেখলে অনেক ভালো লাগে। এই দিনে সবাই সবার সাথে কোলাকুলি আর কৌশল বিনিময় করে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের দিনে আমরা সকল মুসলমান একত্রিত হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হয়। ঈদগাহে ঈদের নামাজ আদায়ের অনুভূতি। এই দিনটি অনেক মধুময় এবং স্মরণীয় একটি দিন আবার এক বছর পর এই দিনটি মহান আল্লাহতালা আমাদের ভাগ্যে লিখেছেন কিনা জানা নেই। তাই বলছি ভাইয়া এই দিনটি যেন আমরা সবাই একত্রে ঈদগাহে নামাজ পড়তে পারি আল্লাহর কাছে এই কামনাই করি।

 2 years ago 

ঈদ মোবারক ভাইয়া। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি।আর এই খুশিতে সবাই মিলে ঈদগাহে নামাজ পড়ার অনুভূতি ও খুব আনন্দের।নামাজ শেষে ছোট-বড়,ধনী-গরীব নির্বিশেষে কোলাকুলি করা আরো বেশি আনন্দের।আপনার অনুভূতি পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ঈদ মোবারক ভাইয়া। আসলে ঈদের দিন ঘুম থেকে জলদি উঠতে হয়। ঈদের দিন সকালে জলদি রেডি হয়ে সেমাই এবং মিষ্টি খেয়েছেন। প্রিয় লোক গুলোর সাথে ঈদ করার মজাই আলাদা। পাড়ার আপন লোক গুলোর সাথে সুন্দর ঈদ করেছেন। বিশেষ করে এই প্লাটফর্মে আমাদের প্রিয় ভাইদের সাথে ঈদ করলেন। আসলে আপনার ঈদের অনুভূতি পোস্টের পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া ঈদ মোবারক। আপনার ঈদের পোস্ট পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আমাদের প্রিয় সুমন ভাই মারুফ ভাই মাহফুজ ভাইদের সাথে ঈদ করতে পেরেছেন শুনে খুব ভালো লাগলো। আসলে ঈদ আমাদের মুসলমানের জন্য খুব বড় একটি আনন্দ। ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে পাড়ার লোকগুলোর সাথে ঈদ করতে গেলে অনেক ভালো লাগে। তবে বাড়ি থেকে বের হতে সেমাই এবং মিষ্টি খুব মজা করে খেয়েছেন। সত্যি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92098.56
ETH 3097.80
USDT 1.00
SBD 3.03