(এসো নিজে করি)ডাই :- ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের টপ তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে খুব সুন্দর একটি ভিন্ন রকম জিনিস তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করব। আমার কাছে সব সময় এরকম ভিন্নরকম যে কোন জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। তাই আজকে ক্লে দিয়ে দুটি সুন্দর সূর্যমুখী ফুলের টপ তৈরি করার চেষ্টা করলাম। ফুল সহ এরকম ভিন্ন রকম টপ তৈরি করতে বেশ ভালো লাগলো। ক্লে দিয়ে যে কোন জিনিস আমি চেষ্টা করি সব সময় তৈরি করার জন্য। কিন্তু ক্লে নরম হবার কারণে যে কোন জিনিস তৈরি করতে একটু অসুবিধা হয়। তাও আমি চেষ্টা করি নিজের মতো করে যে কোন জিনিসই ইউনিক ভাবে তৈরি করার জন্য। আজকে এই সূর্যমুখী ফুল এবং ফুলের টপ তৈরি করতে বেশ ভালো লেগেছে। তাই কিভাবে তৈরি করলাম খুব সহজেই আপনাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা এই সূর্যমুখী ফুল এবং ফুলের টপ দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ শলা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি হালকা একটি কালারের ক্লে নিয়ে নিলাম। তারপর ছোট এবং বড় করে দুটি কাপ সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর লাল রঙের ক্লের উপরে লাভ লিখে কাপ দুটির উপরের অংশে সুন্দর করে ডিজাইন করে জোড়া লাগিয়ে নিন।
ধাপ - ৩ :
তারপর শলার মধ্যে সবুজ রংয়ের ক্লে লাগিয়ে গাছের ডাল এর মত তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর হলুদ এবং সবুজ রঙের ক্লে দিয়ে কয়টি পাতা সুন্দর করে ছোট ছোট তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কফি কালারের চারপাশে হলুদ রংয়ের পাপড়ি গুলো চারপাশের জোড়া লাগিয়ে একটি সুন্দর ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর সবুজ ডাল গুলোর মাঝখানে ফুলগুলো জোড়া লাগিয়ে দুপাশে দুটি পাতা সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর বড় কাপের মাঝখানে তৈরি করে রাখা ছোট বড় ফুলগুলোকে সুন্দর করে জোড়া লাগিয়ে একটি ফুলের টপ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এভাবে একই রকম ভাবে ছোট ফুলের মাঝখানেও দুটি ফুল তৈরি করে জোড়া লাগিয়ে সুন্দর করে আরো একটি ছোট ফুলের টপ করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবেই দুটি খুব সুন্দর ফুলের টপ তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ভিন্ন রকম ফুলের টপ দেখে আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1919385583564034207?t=-RCeFeLv8-8FoLwwfEDL_w&s=19
বেশ সুন্দর লাগছে ক্লে দিয়ে বানানো কাপ দু'টো। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেকটা বাস্তবের মতই লাগে ক্লে দিয়ে বানানো জিনিসগুলো।আপনিও বেশ সুন্দর বানিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
https://x.com/bdwomen2/status/1919402514224460076?t=DgKW7kiPLCtckODDVVGsqA&s=19
https://x.com/bdwomen2/status/1919402970757710109?t=nL_zhGN9355f6SSrPHsF2Q&s=19
https://x.com/bdwomen2/status/1919403298253090961?t=Jm9yxJ0sWPGvWYgOK9oUbA&s=19
আজকাল আমার বাংলা ব্লগে ক্লে দিয়ে কোন কিছু তৈরি খুব একটা চোখে পড়ে না। অনেকদিন পর আপনার হাতে খুব সুন্দর একটি সূর্যমুখী ফুলের টপ দেখতে পেলাম। দেখতে দারুণ হয়েছে। এরকম কাজ গুলো দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি খুব যত্ন সহকারে কাজটি করেছেন বেশ ভালো লাগলো দেখে।
মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ডাই প্রজেক্টটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে।
ক্লে দিয়ে আপনি খুব চমৎকার সূর্যমুখী ফুলের টপ তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই সূর্যমুখী ফুলের টপ তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।
ক্লে দিয়ে এখন অনেক কিছুই তৈরি করা যায় যা দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। সুন্দর একটি সূর্যমুখী ফুলের টপ তৈরি করেছেন। দেখতে বাস্তবে সূর্যমুখী ফুলের মতই লাগছে। এরকম সূর্যমুখী ফুল আমিও একবার তৈরি করেছিলাম। এগুলো ঘরের সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে।আর ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজ আপনি সূর্যমুখী ফুলের দারুন একটি টপ তৈরি করেছেন আপু।যা দেখে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।