জেনারেল রাইটিং :- ন ‘ বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানোই হলেও প্রকৃত সাফল্য।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। চেষ্টা করি সব সময় এরকম কিছু শিক্ষণীয় লেখার পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ এই বিষয়গুলো থেকে সবসময় আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আজকে চেষ্টা করলাম প্রকৃত সাফল্য নিয়ে পোস্ট লেখার জন্য। আশা করি এই পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।

20230618_190026_0000.jpg

সফলতা হচ্ছে এমন যেকোনো কাজ করলে মানুষ যখন সফল হয় তখন অনেক ভালো লাগে। তবে প্রথমে মানুষ কোন কাজের সফলতা না পেলে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। মনে করে তাকে দিয়ে এই কাজ হবে না। আমি বলব মানুষ বারবার পড়ে গিয়ে দাঁড়াতে পারলে ওটাই সফলতা। সফল হতে হলে আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। সফলতা নিয়ে কিছু বলে শেষ করা যাবে না। আর ব্যর্থ হলে তাকে নিয়ে অনেক কথাই বলে থাকে। তবে সব কাজের সফলতা এবং ব্যর্থতা আছে।

একটা কাজ যখন আমরা একবার করি তখন তার মধ্যে সফলতা পেলাম না। যখন আমরা দ্বিতীয়বার করি তার মধ্যেও সফলতা পেলাম না। তাহলে আমরা মনে করি এটা এক ধরনের অভিশাপ নয় তোবা কাজ করা সম্ভব না। যদি বারবার চেষ্টা করি তাহলে সে কাজে সফলতা পাওয়া যায়। আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের কথা আপনাদের মাঝে শেয়ার করব। কথাগুলো আমার মায়ের মুখ থেকে শুনলাম। আমার দূর সম্পর্কের এক মামা যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন তখন সে ফেল করেছে।

এরপর সে আর লেখাপড়া করবে না। তাকে দিয়ে পড়ালেখা হবে না। তারপর তার বাবা বলতে লাগলো আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য। এরপর বুঝিয়ে তাকে আবার পরীক্ষা দেওয়ালো। ওই বার ও পরীক্ষা ফেল করেছে। এরপর সে তার বাবাকে বলতে লাগলো শেয়ার পরীক্ষা দেবে না কেন তাকে পরীক্ষা দেওয়ার জন্য বলল। তারপরও তার বাবা তাকে বলতে লাগলো এসএসসি পরীক্ষার ৩ বার দেওয়া যায় তুমি আরেকবার দাও। এইবার পাস না করলে আমি তোমাকে কিছুই বলবো না। সে বলতে লাগলো পরীক্ষা দেবে না। অনেক বুঝিয়ে তাকে যখন পরীক্ষা দেওয়ালো সে এসএসসি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করছেন।

এরপর সে পড়ালেখা চালিয়ে গেলেন এখন একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক। আসলে বারবার হোঁচট খেয়ে সে তার পড়ালেখা চালিয়ে গেলেন এই কারণে সে এখন সফল হয়েছে। আমরা যদি হোঁচট খেয়ে খেয়ে যদি আবার চালু করে কাজগুলো তাহলে সফলতা পাওয়া যাবে। সফলতা এমন এক জিনিস যখন আপনি সফল হয়ে যাবেন তখন ব্যর্থতার কথা তেমন মনে উঠবে না। তাই আমরা যেকোনো কাজ ব্যর্থ হওয়ার পরও বারবার চেষ্টা করলে একদিন সফল পাওয়া যাবে। তবে সফল হতে হলে ধৈর্য এবং কাজ চালিয়ে যেতে হবে।

তবে মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে কিছুই সম্ভব না। এই কারণে আজকে আমি যে টপিক নিয়ে পোস্ট করতেছি। এখানে আমি বোঝাতে চেয়েছি একবার দুইবার নয় নয়বার চেষ্টা করার পর দশবারের সময় আপনি উঠে দাঁড়ানো হবে সফলতা বা প্রকৃতি। তাই সফল হতে হলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। একথা বুঝলে চলবে না আমি ব্যর্থ আমাকে দিয়ে আর হবে না। তাই বারবার কাজ চালিয়ে যাওয়াকে বা করার চেষ্টা কেই বলে সফলতা। আমি নিজেও কোন কাজে ব্যর্থ হলে আবার করার চেষ্টা করি যেন সফল হতে পারি। এটাই হচ্ছে সফলতার বড় গুণ। আশা করি আমার এই পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last year 

সফলতা কখনো একবারে আমাদের জীবনে আসে না। বারবার হোঁচট খেতে খেতেই আমরা সেখান থেকে শিক্ষা লাভ করি। আর সেই শিক্ষার মাধ্যমে আমরা সফলতার পথে এগিয়ে যাই। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 last year 

ঠিক বলেছেন আপু সফলতা আমাদের জীবনে একবার আসে না। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে বারবার চেষ্টা করার পরে কোন কাজে সফল হলে সেই সফলতার জন্য অফুরন্ত আনন্দ অনুভব হয়। যাহোক আপু, বারবার ব্যর্থ হওয়ার পরে মানুষ যদি ধৈর্য ধারণ করে পুনরায় চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে সে সফল হতে সক্ষম হবে। আর ধৈর্য সবসময় মানুষকে সফল হতেই সহায়তা করে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে ধৈর্য এমন একটি জিনিস ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাওয়া যায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ব্যর্থতা থেকে সফলতা আসে। আপনি যখন কোন একটি কাজ করে ব্যর্থ হয়েছেন এরপর আবার কাজ করলে বা শেষটা করলে সফল হয়েছেন। যেমন আপনার দূর-সম্পর্কের আত্মীয়র বেলা হয়েছে। তিনবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করার পর এখন সে পড়ালেখা করে একটি সরকারি স্কুলে প্রধান শিক্ষক। তাই আমরা একবার দুইবার তিনবার না পারিলে ও চেষ্টা করলে একসময় তা করে সফল হবেই। আপনি খুব দারুণ একটি পোস্ট লেখেছেন।

 last year 

ঠিক বলেছেন কোন কাজ বারবার চেষ্টা করলে সফলতা নিশ্চয় পাওয়া যাবে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কথায় আছে "একবার না পারিলে দেখো শতবার।"আমাদের যে কোন কাজে একবার সফল হতে না পারলে সেটা বারবার চেষ্টা করা উচিত তাহলে আমরা অবশ্যই সেই কাজটাই সফলতা অর্জন করতে পারব। যেমন ধরেন আপনার মামা প্রথম উনি ফেল করার পর আর না যদি পরীক্ষা দিতেন তাহলে কিন্তু এখন সরকারি চাকরিটা করতে পারতেন না। উনি লেগে ছিলেন এজন্য সফল হতে পেরেছেন। খুবই ভালো লিখেছেন আপু।

 last year 

ঠিক বলেছেন একবার সফলতা না পেলে আবার চেষ্টা করা উচিত। আপনি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68