"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || আমার করা সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ11 months ago

1695228816262.jpg

1695228816212.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। কিন্তু আজকের পেইন্টিং টা খুবই স্পেশাল ভাবে করেছি। মূলত আজকের পেইন্টিংটা আমাদের আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার জন্য করেছি। আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আসলে ছবি আঁকতে আমি খুবই পছন্দ করি, আর এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের সবারই জানা রয়েছে। তাই জন্য ছবি আঁকার প্রতিযোগিতা দেখে ভীষণ ভালো লাগলো। আর প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে অনেক ভালো লাগলো। কারণ এই ধরনের দৃশ্যগুলোতে আমার বেশি ভালো লাগে। অনেকদিন আসলে এত সুন্দর ছবি আঁকা হয়নি। তাই জন্য ভাবলাম নিজের মনের মত করে একটা দৃশ্য উপস্থাপন করব। সে অনুসারে আমি একটা দৃশ্য আঁকবো ভেবে নিয়েছি। আসলে এই ধরনের আর্টগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়। আর যেহেতু বাবু রয়েছে, তাই জন্য আমি ছবিটা এক দিনে এঁকে শেষ করতে পারিনি। তিন দিন সময় নিয়ে একটু একটু করে এঁকেছি ছবিটা। তবে ছবিটা আঁকার পর আমার ভীষণ ভালোই লেগেছে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগলো। চেষ্টা করেছি আজকের দৃশ্যের মধ্যে অনেক কিছুই পটিয়ে তোলার। আশা করি আজকের ছবিটা আপনাদের ভাল লাগবে।

1695228816246.jpg

আঁকার উপকরণ

✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ মাস্কিং টেপ
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230920_203751.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সেই বোর্ডের উপরে একটি ছোট নদী এবং কিছু ঘর বাড়ির স্কেচ পেন্সিল দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20230920_162400.jpg

ধাপ - ২ :

তারপর ঘরবাড়ির পাশে একটি রাস্তা এঁকে রাস্তার মধ্যে একটি গরুর গাড়ির স্কেচ সুন্দরভাবে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20230920_162441.jpg

ধাপ - ৩ :

তারপর প্রথমে আমি হলুদ আর হালকা লাল রং দিয়ে উপরের আকাশের কিছু অংশ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_162529.jpg

ধাপ - ৪ :

তারপর আকাশের আরো বাকি কিছু অংশ হালকা স্কিন কালার এবং হালকা নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20230920_162546.jpg

ধাপ - ৫ :

তারপর উপরের খোলা আকাশের মত করে নিচের নদীর কালারটাকেও একই রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_162612.jpg

ধাপ - ৬ :

তারপর নদীর পাশে একটি রাস্তা কফি কালার এবং হালকা স্কিন কালার এবং সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_164833.jpg

ধাপ - ৭ :

তারপর নদী এবং রাস্তার এক পাশের কিছু খোলা অংশের মধ্যে হলুদ এবং সবুজ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস এঁকে নিয়ে নিলাম।

IMG_20230920_164903.jpg

ধাপ - ৮ :

তারপর রাস্তার উপরের ঘরবাড়ির নিচের জমিগুলোকেও হালকা সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_164920.jpg

ধাপ - ৯ :

তারপর রাস্তার মধ্যে থাকা দুটি গুরু এবং একটি লোককে বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_164938.jpg

ধাপ - ১০ :

তারপর রাস্তা একপাশে আরো কয়েকটি ছোট বড় ঘর সুন্দরভাবে কয়েক কালার দিয়ে ডিজাইন করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_164952.jpg

ধাপ - ১১ :

তারপর একেবারে সামনের বড় ঘরটাকে হালকা স্কিন কালার এবং হলুদ আর কফি কালার রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_165003.jpg

ধাপ - ১২ :

তারপর ঘরবাড়ির উপরে এবং নদীর একপাশে কিছু গাছের ডালপালা কফি কালার এবং সাদা রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_165012.jpg

ধাপ - ১৩ :

তারপর সেই সবুজ শ্যামল গাছ গুলোকে হালকা সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দর ভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_165039.jpg

ধাপ - ১৪ :

তারপর নদীর দু'পাশে দুটি নৌকা কালো আর সাদা রং দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_165123.jpg

শেষ ধাপ :

এইভাবে প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1695228816181.jpg

1695228816262.jpg

1695228816212.jpg

1695228816164.jpg

1695228816229.jpg

1695228816339.jpg

1695228816246.jpg

1695228816308.jpg

1695228816355.jpg

1695228816293.jpg

1695228816324.jpg

1695228816278.jpg

1695228816197.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাহ আপনি বেশ অসাধারণ ভাবে প্রতিযোগিতার পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পোষ্টের দিকে তাকালেই দুচোখ জুড়িয়ে যাচ্ছে। গরুর গাড়ি এবং গরু দুটি তৈরি দেখতে সত্যি আমার কাছে সবথেকে দারুণ লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

গরুর গাড়িটা আঁকতে আমার নিজেরও অনেক সময় লেগেছে। আর আপনার ভালো লেগেছে জেনে আরো খুশি হলাম

 11 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটা দৃশ্য অংক করেছেন। আসলে বাবু থাকলে একদিনে এই কাজটা করা সম্ভব হবে না এটা বুঝতে পেরেছি। আপনি তিনদিন ধরে একটু একটু করে অঙ্কন করেছেন, যার কারণেই তো এত বেশি সুন্দর হয়েছে। কালারটা জাস্ট অসাধারণভাবে ফুটে উঠেছে যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 11 months ago 

আপনাদের মন্তব্যের কারণেই আজকে আমি সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এমনকি বিজয় হয়েছে।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি গ্রাম্য পরিবেশের অসাধারণ একটি সুন্দর দৃশ্য প্রস্তুত করেছেন যা দেখে সত্যি আমি একদম অবাক হয়ে গেছি।
আমার কাছে একদম স্বপ্নের মত মনে হচ্ছে।
গ্রাম রাস্তা পাশ দিয়ে নদীতে নৌকা রাস্তায় চলন্ত গরুর গাড়ি, এক কথায় অসাধারণ।
চিত্র প্রস্তুতির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চেষ্টা করেছি যাতে আমাদের গ্রামের পরিবেশটা সুন্দর ভাবে তুলে ধরতে পারি। আপনার মন্তব্য পড়ে অনেক বেশি ভালো লাগলো।

 11 months ago 

আপনার অংশগ্রহণ দেখে মনটা ভরে গেল। সব মিলিয়ে অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন এই প্রতিযোগিতার জন্য। সবাই এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করছে দেখে আমি তো মুগ্ধ হয়েছি অনেক বেশি। উপস্থাপনাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই ভাবে উৎসাহ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন আপু। দেখে মনে হচ্ছে অনেক সময় এবং ধৈর্য সহকারে চিত্রটি অংকন করেছেন। প্রাকৃতিক দৃশ্যের প্রতিটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

আমার আঁকা প্রাকৃতিক দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম।

 11 months ago 

গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আপনি এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যিই এই দৃশ্যটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। গ্রামের যেন সেই দিনের কথা মনে পড়ে গেল বর্তমানে এরকম সৌন্দর্যময় দৃশ্য আর দেখতে পাওয়া যায় না। আপনার চিত্রের মাধ্যমে পুরনো সেই গ্রামের দৃশ্য ফুটে উঠেছে। অসাধারণ চিত্র অংকন করেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমিও চেষ্টা করেছি ভাইয়া যাতে গ্রামের পরিবেশটা সুন্দরভাবে তুলে ধরতে পারি।

 11 months ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনি আর্ট করেছেন যার সত্যি তুলনা হয় না। আর্ট এর প্রত্যেকটা অংশই খুবই নিখুঁতভাবে করেছেন যা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাদের অভিনন্দন জানানোর কারণেই আমি প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরেছি। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন। আপনি তিনদিন ধরে বেশ সময় নিয়ে একটু একটু করে অঙ্কন করেছেন এবং দেখতেও অসাধারণ লাগছে। প্রাকৃতিক দৃশ্যের কালার কম্বিনেশনটা এতটা সুন্দর ছিল যা বলার বাইরে। সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

আমার কিন্তু অনেক টাইম লেগেছিল প্রাকৃতিক দৃশ্য আঁকতে। কিন্তু তাও চেষ্টা করেছি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 11 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিযোগিতা মানে সুন্দর সুন্দর কিছু দেখা। প্রতিযোগিতার আইটেম গুলো সব সময় ভিন্ন ধরনের হয়। এবারও অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন ছিল। আপনি অসাধারণ একটি সুন্দর দৃশ্য অংকন করলেন। প্রাকৃতিক দৃশ্যটি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য চিত্রের মাধ্যমে তুলে ধরলেন ।

 11 months ago 

ঠিক বলেছেন এবারের প্রতিযোগিতা টাও আমার নিজের কাছেও অন্যরকম লেগেছে। আপনার মন্তব্য পেয়ে আরো খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47