একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231207_171645_0000.jpg

আজকে আমি খুব মূল্যবান একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। মানুষের মধ্যে ভালো-মন্দ অনেক ধরনের লোক আছে। কারো স্বভাব এক রকম কারো স্বভাব অন্যরকম। মানুষ অভ্যাসগত কারণে বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ কাউকে ঠকিয়ে আনন্দ হয় কেউ কাউকে দান করে আনন্দ হয়। পক্ষান্তরে একজন মানুষ যখন আহত হয় সে আহত আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং আহত হওয়ার কষ্টটা আস্তে আস্তে সে ভুলে যায়।

কারণ কোন না কোন ভাবে সে আহত হয়েছে কিন্তু সেটি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। আর কিছু কিছু মানুষ আছে নিজেদের স্বভাবের কারণে এমনভাবে অপমানিত হয়। এবং এই অপমানিত গুলো সহজে ভুলতে পারেনা। দিন দিন সে অপমান গুলো সব সময় তার চোখে এবং মুখের উপর ভাসে। এই কষ্টগুলো মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না। যখন আপনি অসুস্থ বা এক্সিডেন্ট হয়েছেন। বা কোন কারণে আপনার শরীরের কিছু অংশ হালকা কেটে গেছে। হবে কয়েকদিন এই কাটা নিয়ে কষ্ট করবেন কিন্তু একসময় এই কষ্ট ভুলে যাবেন।

কারণ এই কাঁটা কষ্টটা আপনার সাময়িক। যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি এটা ভুলে যাবেন। কিছু কিছু মানুষ আছে কোন না কোন দুর্ঘটনায় হয়তোবা বড় ধরনের আঘাত হয়। তারপরও সে আঘাতগুলো একসময় না একসময় ভুলে জাই। তবে আমাদের সমাজে এমন কিছু লোক আছে তারা তাদের কর্মের কারণে এমনভাবে লাঞ্ছিত হয়। এই কষ্টগুলো লাঞ্ছিত গুলো সেই ভুলতে পারেনা। এই কষ্ট লাঞ্ছিতগুলো তাকে সব সময় কষ্ট দিয়ে থাকে।

আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা কারো না কারো কাছ থেকে এমন ভাবে অপমানিত হয়েছে যে অপমানিত সহজে ভুলতে পারে না। তবে অনেক মানুষ আছে কাউকে অপমান করতে পারলে বা ছোট করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। অথচ এই অপমানিত কষ্ট গুলো একটা লোকের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। এই লোকগুলো সব সময় এই অপমান এবং কষ্টটা নিয়ে বেঁচে আছে। এবং সব সময় এই লাঞ্ছিত চিহ্নটি তার হৃদয়ে গেঁথে থাকে।

পক্ষান্তরে মানুষ নিজের অজান্তে কাটা দাগ ভুলে যেতে পারে। ওই কষ্টগুলো মনে থাকে না। কারো কাছ থেকে অপমানিত লাঞ্ছিত হলে বা নিজের কর্মের কারণে ও লাঞ্ছিত হলে এই কষ্টগুলো সহজে ভুলতে পারে না। এই কষ্টগুলো মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তাকে যন্ত্রণা দিয়ে থাকে। এসব মানুষগুলো দিনে রাতে চটপট করে কষ্ট নিয়ে অপমান নিয়ে। তাই কিছু কিছু অপমানিত হয় মানুষের জীবনে সব সময় হাসিখুশি কেটে নেই। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনারা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 9 months ago 

ঠিকই বলেছেন আপনি আহত ব্যক্তি তার যন্ত্রণার আকার যত তাড়াতাড়ি ভুলতে পারে। একজন অপমানিত ব্যক্তি তার এই অপমানের কথা অত তাড়াতাড়ি ভুলতে পারে না। আসলে মানুষের কথার আঘাত যা সহজে ভুলা যায় না। এবং চিরকাল মনে থাকে।সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

এটি ঠিক একজন অপমানিত ব্যক্তি তার এই অপমানের কথা এত তাড়াতাড়ি ভুলতে পারে না। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু আহত ব্যক্তি তার আঘাত খুব তাড়াতাড়ি ভুলে যায় কিন্তু কারোর অপমান কখনও ভুলা যায় না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। মানুষের কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত কখনো ভুলা যায় না। অপমান মানুষকে অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ধন্যবাদ আপু এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।

 9 months ago 

কিছু কিছু মানুষের অপমান এত বড় ধরনের আঘাত আছে যা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

সত্যি কথা বলতে কি আপু যে যেখানে আঘাত পায় সেই সেই আঘাতের কথা স্মরণে রাখে‌। অপমান মানুষকে বড় যন্ত্রণা দিয়ে থাকে। যে স্মৃতিগুলো মানুষ মন থেকে মাফ করতে পারেনা বা ভুলতে পারে না। হয়তো পারিপার্শ্বিকতার কারণে মানিয়ে চলে।

 9 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একদম ঠিক কথা আহত ব্যাক্তি অসুস্থতার আঘাত খুব সহজেই ভুলতে পারে কিন্তুু অপমানের আঘাত কখনো ভোলা যায় না তা আমৃত্যু থাকে।একদম ঠিক কথা কেউ ঠকিয়ে আনন্দ পায় আবার কেউ দান করে আনন্দিত হয়।সব মিলিয়ে পোস্টতে টি খুব সুন্দর চলচ্চিত্র ফুটে উঠেছে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার পোস্ট নিয়ে খুব অস্বাভাবিক মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একজন মানুষ আহত হলে হয়তো কিছুদিনের মধ্যে সেটা সেরে গেলে তখন ভুলে যায় কিন্তু হৃদয়ে আঘাত করা কোন কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয় । যেটা স্মৃতি গাথা হিসেবে রয়ে যায় এটা কখনো ভুলবার নয়। প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো এই ধরনের অপমানিত আঘাত পেতে হয়েছে যেটা কখনো ভোলা যায় না খুবই সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

তবে মানসিকভাবে আঘাত ফেলে এই আঘাত সহজে বোঝা যায় না। কিছু কিছু আঘাতের কারণে মানুষ আজীবন কষ্ট করে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আসলেই একজন মানুষ যদি আহত হয় তাহলে সে তার কষ্টটা ভুলতে পারে। কিন্তু একজন অপমানিত ব্যক্তি তার সেই অপমানের কষ্টটা সে ততো সহজে ভুলতে পারেনা। আপনি এই বিষয় গুলো তুলে ধরে অনেক সুন্দর করে পুরোটা লিখেছেন। যেটার মধ্যে বাস্তবিক কথাগুলো তুলে ধরেছেন, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে পুরোটা লেখা হয়েছে দেখে পড়তে ভালোই লেগেছে আমার কাছে।

 9 months ago 

হ্যাঁ আঘাত পাওয়া ব্যক্তি তার আঘাত ভুলতে পারে কিন্তু অপমানিত ব্যক্তি তার অপমান ভুলতে পারেনা। খুব সুন্দর করে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ঠিক বলেছেন একজন আহত ব্যক্তির যেভাবে তার কষ্টটা ভুলে যায় আর একজন অপমানিত ব্যক্তি সহজে তার অপমান বলতে পারেনা। কিছু কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না। মানুষ এই কষ্টগুলো অপমানিত গুলো জীবনের আগ পর্যন্ত মনে রাখে। খুব শিক্ষনীয় গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

এমন কিছু আঘাত আছে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে। সুন্দর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

আপনি অনেক সুন্দর করে একটা পোস্ট লিখেছেন। আপনার লেখা পোস্টটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। আপনি এই পোস্টের মাধ্যমে বাস্তবিক এবং সত্যি কিছু কথা তুলে ধরেছেন যেটা আমার খুব ভালো লেগেছে। আসলে একজন আহত ব্যক্তি কষ্ট ভুলতে পারলেও, অপমানিত ব্যক্তি কখনোই পারেনা তার অপমানের ব্যথা ভুলতে। আপনার প্রত্যেকটা লেখা পড়ে আমার কাছে সত্যি দারুণ লেগেছে। অনেক কিছুই জানতে পারলাম পুরোটা পড়ে।

 9 months ago 

আমার পোস্টটি পড়ে আপনার কাছে দারুণ লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শারীরিক যন্ত্রণা শরীর থেকে দূর হয়ে গেলেই মন থেকে হারিয়ে যায়। কিন্তু মানসিক কষ্ট কখনোই মন থেকে মুছে না। যার কারনে অপমানিত হওয়ার যন্ত্রণা চিরজীবন মনে থেকে যায়। তাই আমাদেরকে অবশ্যই মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। কোনভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না এবং অপমান করা যাবে না।

 9 months ago 

এটা ঠিক মানসিক যন্ত্রণাগুলো সহজে ভুলতে পারেনা মানুষে। আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45