জেনারেল রাইটিং :- কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


achieve-1822503_1280.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। আমরা চলার পথে অনেক মানুষকে হারিয়ে দিই। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ। দেখা যায় আমরা খেলাধুলা যখন করি একজন মানুষকে হারিয়ে দিতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। তেমনি অন্যান্য কাজও আমরা মানুষকে হারিয়ে দিতে তেমন কোন সময় লাগে না।

তবে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের মন জয় করা। মানুষের মন জয় করা দিনের পর দিন বছর পর বছর লেগে যায়। তবে আমরা কাউকে হারিয়ে দিতে পারলে খুব আনন্দিত পাই। কারণ মানুষকে বা কাউকে হারাতে তেমন সময় লাগে না। সময়ের মধ্যে মানুষকে হারানো যায়। তবে অনেক মানুষ আছে ভালো সম্পর্ক থেকে মানুষের সাথে খারাপ সম্পর্ক করে ফেলে। আর এই সম্পর্ক করতে তেমন বেশি সময় লাগে না ক্ষণিকের মধ্যে হয়ে যায়। তবে কারো সাথে ভালো সম্পর্ক করা চেয়ে সম্পর্ক নষ্ট করা খুব সহজ।

কারণ মানুষকে হারানো যায় এবং তাদের ক্ষতি করা যায়। যেমন ধরুন আপনি একটি মেয়েকে বা একটি ছেলেকে ভালবাসেন। তখন দেখবেন তার পিছনে আপনি অনেক সময় দিতে হচ্ছে তার মন জয় করার জন্য। কিন্তু সহজে তার মন জয় করতে পারবেন না। কারণ মন জয় করা খুব কঠিন। তবে যেটি জয় করতে কষ্ট হয় সেটির মূল্য অনেক বেশি। তাই মানুষের মন জয় করা অত্যন্ত কঠিন। আর কোন কাজ বা কোন কিছু হারানো খুব সহজ।

তবে অনেক মানুষ আছে মানুষকে ছোট করলে তাদের কাছে অনেক ভালো লাগে। মনে করে তাকে ছোট করে দিয়েছে। আমি মনে করি মানুষের মন জয় করা হচ্ছে বড়। কারণ মানুষের মন জয় করা এত সহজ নয়। কারো সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তার মন জয় করা অত্যন্ত কঠিন। কারণ মানুষের মন হচ্ছে অন্যরকম। আর এই মনে যদি একবার অবিশ্বাস এসে যায় তাহলে কারো মন জয় করা যায় না সহজে।

অনেকে আছে মানুষকে হারিয়ে মানুষের ক্ষতি করে আনন্দ পায়। আমার মতে মানুষকে না হারিয়ে মানুষের মন জয় করা দরকার। কারণ মানুষের মন জয় করা অত্যন্ত কষ্টকর। যত সহজে মানুষকে হারানো যায় তার চেয়ে অনেক গুণ কষ্ট হয় মানুষের মন জয় করতে। মানুষের মন জয় করতে মানুষের বছরের ওপর বছর সময় লেগে যায়। তাই আমি মনে করি মানুষের সবচেয়ে মন জয় করা হচ্ছে কঠিন। আর অন্য কিছু এত বড় কঠিন নয়। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 years ago 

সত্যি আপু মানুষের মন জয় করা অনেক কঠিন তবে মানুষকে ঠকানো অনেক সহজ।আসলে আমাদের সমাজে সবাই চায় সবাইকে ঠকানোর জন্য। আর কারো ক্ষতি হলে অনেক আনন্দ পায়।আপনি অনেক শিক্ষামূলক একটি পোস্ট করেছেন।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি পোস্ট করেছেন আপু। সত্যি তাই পৃথিবীতে কাউকে হারিয়ে যে আমি বড় হতে পারলাম তা কিন্তু নয়। আপু হয়তো সে একদিকে আমার থেকে হেরে গিয়েছে। কিন্তু অন্য সবদিকে সে আমার থেকে জিতে আছে। আর প্রতিটি মানুষের সাথে সম্পর্ক সে তো ভেঙে ফেলা খুব সহজ কিন্তু গড়া অনেক কঠিন।ধন্যবাদ আপু। এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে খুব সুন্দর করে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা আমি বিশ্বাস করি মানুষের মন জয় করা অনেক কঠিন। আপনি একটা মানুষের জন্য যতই করেন না কেনো? দিন শেষে একটা ভুল সকল ভাল কাজকে দূরে সরিয়ে দেয়। এটা ঠিক যে কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কারো মন জয় করা অনেক কঠিন। আমরা ইচ্ছা করলেই মানুষের মনকে নষ্ট করতে পারি কিন্তু মন জয় করতে পারি না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর কিছু কথা শেয়ার করেছেন আপু ৷ আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো ৷ আসলে কারো মন জয় করা এবং মন জয় করে চলা এটা সত্যিই খুবই কঠিন কাজ ৷ যতই চেষ্টা করুন না কেনো , সহজে কারো মনের মতো হওয়া সম্ভব নয় ৷ যাই হোক , আপনার কথা গুলো সুন্দর ছিলো ৷ ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। একইসাথে আপনার এই পোস্টের মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর কিছু কথা ফুটিয়ে তুলেছেন৷ আসলেই কারো মন জয় করা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার৷ কাউকে যদি আমরা হারাতে চাই তাহলে বিভিন্নভাবে তাকে হারাতে পারব এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাকে আমরা হারিয়ে দিতে পারব৷ তবে তার মন জয় করা আমাদের সকলের জন্যই অনেক কষ্টসাধ্য৷ কারণ কারো মন জয় করতে হলে তার সাথে মিশতে হয়, ভালো ব্যবহার করতে হয়, ভালোভাবে চলাফেরা করার পরে মন জয় করা যায়৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে একটা মানুষকে আমরা সহজেই হারিয়ে দিতে পারব। কিন্তু একটা মানুষের মন আমরা সহজে কখনোই জয় করতে পারবো না। কারণ একটা মানুষের মন জয় করা অনেক বেশি কঠিন একটা ব্যাপার। কিন্তু একবার যদি আমরা একটা মানুষের মন জয় করতে পারি, তাহলে সেই মানুষটা আমাদেরকে নিজের কাছের মানুষগুলোর থেকেও আপন করে নেয়। একজন মানুষের মন জয় করাটা অনেক কষ্টের হয়ে থাকে। কিন্তু আমরা যদি ভালো কিছু করে সেই মানুষটার মন জয় করার চেষ্টা করি, তাহলে অবশ্যই পারবো সেই মানুষটার মন জয় করতে। শিক্ষনীয় একটা বিষয় নিয়ে লিখেছেন দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

একটা মানুষকে আমরা হারিয়ে দিতে পারব, কিন্তু আমরা একটা মানুষের মন এত সহজে জয় করতে পারবো না। কারণ একজন মানুষের মন জয় করাটা অনেক বেশি কঠিন হয়ে থাকে। অনেকেই রয়েছে একটা মানুষের মন জয় করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করে। কিন্তু শত চেষ্টার পরেও অনেকে মন জয় করতে পারে না। আবার অনেকে যদি মন থেকেই ভালোভাবে করার চেষ্টা করে, তাহলে দেখা যায় সেই মানুষটা ওই মানুষটির মন জয় করতে পেরেছে। আর একবার যদি একটা মানুষের মন থেকে কোনরকম উঠে যায়, তাহলে সেই মানুষটার মনে পরবর্তীতে সহজে যাওয়া যায় না।

 2 years ago 

মানুষের মন জয় করাটা আসলেই খুব কঠিন কাজ। অনেক সময় একবছর না,সারাজীবনেও একজন মানুষের মন জয় করা যায় না। তবে ধীরে ধীরে মানুষের মন জয় করতে পারলে এক হিসেবে ভালো, কারণ সেই সম্পর্ক গুলো সহজে নষ্ট হয় না। তুলনামূলক ভাবে যে সম্পর্ক গুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সেই সম্পর্ক গুলো নষ্ট হতেও সময় লাগে না। তবে কারো মন জয় করার চেয়ে, কাউকে হারিয়ে দেওয়া তুলনামূলক ভাবে অনেক সহজ। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর কিছু কথা শেয়ার করেছেন আপনি সত্যি মানুষের মন জয় করা ভীষণ কঠিন কাজ।মানুষের মন জয় করতে অনেকটা সময় ব্যায় করতে হয়।আসলে যারা মানুষকে ঠকিয়ে খুশি হয় আনন্দ পায় তাদের মতো খারাপ মানুষ আর নেই পৃথিবীতে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 111970.11
ETH 4153.65
USDT 1.00
SBD 0.85