জেনারেল রাইটিং:-কাহারও প্রতি দোষারোপ করিও না, যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231221_195640_0000.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। পোস্টটি হচ্ছে কাহারও প্রতি দোষারোপ করিও না, যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও। প্রথমে আমি আলোচনা করব কাহার ও প্রতি দোষারোপ করিও না। অনেকে আছে কোন কিছু হালকা সন্দেহ হলে অনেক জনকে দোষারোপ করে থাকে। এই দোষারোপ করা অনেক ক্ষতি। যদি আপনি তার কোন সঠিক প্রমাণ না পান তাহলে এসব দোষারোপ গুলো অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। নির্দিষ্ট কোন প্রমাণ থাকলে বা সঠিক হলে তখন দোষারোপ করা ঠিক।

বর্তমান সময়ে সামান্য কিছুতে কারো কিছু নষ্ট হবে অনেক জনকে দোষারোপ করে থাকে। অথচ এই দোষারোপের কারণে তার দিনদিন শত্রুতা বেড়ে যায়। পক্ষান্তরে যদি কোন লোক অন্যায় না করে তাকে আপনি অন্যায় ভাবে কিছু বলে থাকেন তার মনের মধ্যে একটি শত্রু সৃষ্টি হয়। তখন এই মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করবে যখন আপনি কোন বিপদে পড়বেন। চলার পথে মানুষের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে।

বর্তমান সময়ে মানুষ আপনার কোন কিছু ক্ষতি করেছে কিন্তু আপনি কে ক্ষতি করেছে সেটা দেখেন নাই। অন্য কাহার ও উপর দোষারোপ করে নিলেন। যদি আপনি এটির সঠিক নির্দিষ্ট কোন প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার সিদ্ধান্তটাই ভুল। প্রথমে এই জন্য আপনাকে পুরো সত্য জানতে হবে আপনি তার ওপর কাউকে দোষারোপ করতে পারবেন। দোষারোপ এমন একটি জিনিস যদি কেউ দোষ না করে তারপরে যদি আপনি দোষারোপ ঢালেন তখন ওই লোকটি আপনার বড় শত্রু হয়ে দাঁড়ায়।

এই লোকগুলো সব সময় আপনাকে ঘৃণা করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যদিও আপনি কিছু করার নাই কেউ অন্যায় ভাবে আপনাকে দোষারোপ করে তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে। এজন্য সবাই বলে আগে নির্দিষ্ট ভাবে তাহার দোষ দেখেন তারপর তাকে দোষারোপ করেন। আমাদের বাড়ির এক লোকের ঘরের কিছু জিনিসপত্র হারিয়ে গিয়েছে। তখন সেই তার পাশের ঘরের লোকদেরকে দোষারোপ করেছে। অথচ তারা এই কাজটি করে নাই।

এবং যে লোক দোষারোপ করেছে সেই বলতেছে এরাই এই কাজ করেছে আমি নিশ্চিত। কিছুদিন পরে জানতে পারে তাদের এই জিনিসগুলো তাদের এক আত্মীয় যাওয়ার সময় নিয়ে গেল। তাকে সন্দেহ না করে পাশের ঘরের লোকদেরকে তারা সন্দেহ করেছে। এই কারণে তাদের মধ্যে একটা দন্দ লেগে গেল। একজনের সাথে একজন কথাই বলে না। এজন্য কাহার ও দোষ ধরার আগে আপনি তার দোষের নিশ্চিত প্রমাণ দিতে হবে। না দিতে পারলে কাউকে দোষারোপ করা ঠিক না। আশা করি আজকে আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 6 months ago 

এরকম অহরহ ঘটনা ঘটে আপু সমাজে।অনেকে দোষ না করেও দোষী হয়।আসলে আমার অনেকেই অনেক সময় সন্দেহের বশবতী হয়ে অপরাধ চাপিয়ে দেই।কিন্তুু আসলে তা ঠিক নয়।উপযুক্ত প্রমান ছারা না দেখে কাউকে সন্দেহ করাটা মোটেও ঠিক না।যাকে অকারণে সন্দেহ করা হবে সে আপনার শত্রু না হোক কিন্তুু সে কষ্ট পেয়ে যে দীর্ঘশ্বাস ফেলবে সেটার কারণে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে জীবনে।আপনার বাড়ির লোকও না দেখেই পাশের বাড়িকে দোষারোপ করছে খুব দুঃখজনক ঘটনা এটি।ধন্যবাদ আপু অনেক সুন্দর শিক্ষানীয় পোস্ট টি করার জন্য।

 6 months ago 

হ্যাঁ এটি ঠিক বলেছেন অনেকে দোষ না করেও দোষী হয়। এজন্য কাহার ও প্রতি দোষারোপ করা ঠিক নয়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। কথাটি একদম ঠিক কাহারও প্রতি দোষারোপ করিও না। আসলে আমরা অনেকে সামান্য সন্দেহে কাউকে না কাউকে দোষারোপ করে থাকি। কিন্তু তার সঠিক প্রমাণ যদি না দেওয়া যায় তাহলে দোষারোপ করাটা ঠিক না। অনেক সময় সন্দেহের কারণে শত্রুতামি সৃষ্টি হয়। তাই আমাদের উচিত আগে ভালোভাবে যাচাই করা তারপর কাউকে সন্দেহ করা। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনি যদি কাহার ও প্রতি দোষারোপ করেন তার দোষ যদি না প্রমাণ করতে পারেন। তাহলে আপনি নিজের কাছে নিজে অপরাধী থাকবেন। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60955.08
ETH 3382.65
USDT 1.00
SBD 2.46