জেনারেল রাইটিং:-নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231130_203139_0000.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। নিজেকে বদলাও যে ব্যক্তি নিজেকে বদলাতে পারবে সেই জীবনে উন্নতি করতে পারবে। অনেক মানুষ অনেক ধরনের অভ্যাস আছে তবে অনেক স্বভাব তারা পরিবর্তন করতে চাই না। ওই স্বভাবগুলো যখন মানুষ পরিবর্তন করতে পারে তখন মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে। প্রথমেই নিজেকে বদলাতে হবে।

তবে মানুষ নিজেকে বদলানো অনেকে কঠিন মনে করে। আর যদি নিজেকে বদলাতে পারে সেই অনেক পরিবর্তনও করতে পারে। আর মানুষ যদি নিজের ভুল ত্রুটি সংশোধন করতে পারে সেই জীবনে অনেক উন্নতি করতে পারে। প্রথম নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে বদলাও তাহলে আমরা নিজেরাই নিজের ভাগ্য নিজে বদলাতে পারবো। অনেক সময় মানুষ স্বভাবের কারণে অনেক কিছু পিছিয়ে পড়ে। তাই মানুষ এক ধরনের স্বভাবের মধ্যে থাকতে বেশি পছন্দ করে।

নিজেকে বদলাও আমাদের এলাকায় এমন একটি লোক আছে। সেই অল্প বয়স থেকে মানুষের ঘরে চুরি করতেন। তার চুরি বন্ধ করতে না এবং কোথাও চুরি হলে তাকে সবাই সন্দেহ করতেন। পক্ষান্তরে সে বিয়ে করার পর সবাই তাকে বুঝিয়ে সাজিয়ে ভালো করেছে। এবং সে ভালো হওয়ার পর থেকে নিজে ভালো কাজ করার সব সময় চেষ্টা করে। এখন তার নিজের ভাগ্য নিজেই বদলে ফেলেছে। বর্তমানে তার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে মানুষ হয়েছে।

তাই নিজেকে বদলাতে পারলে নিজের জন্য এবং সমাজের জন্য ভালো। কারণ মানুষ যখন বদলায় তখন তার সাথে তার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তখন তার ভাগ্য এমনিতে অনেক কিছু পরিবর্তন করে ফেলে। বদলানোর সাথে সাথে সে ভালো কাজ এবং নিজের ভালো কিছু করার চেষ্টা করে। তখন ভালো ফলগুলো সব সময় তার উন্নতির চাবিকাঠি হিসেবে আসে। তখন মানুষ নিজের উন্নতি দেখতে পায়। আর যখন মানুষ তার নিজের উন্নতি ভাগ্য পরিবর্তন দেখতে পায় তখন অনেক কিছু আরও ভালো করার চেষ্টা করে।

তাই প্রথমে মানুষ নিজেকে বদলাতে হবে। নিজেকে বদলালে ভাগ্য এমনি পরিবর্তন হয়ে যাবে। স্বভাবগত কারণে মানুষ নিজেকে বদলাতে কষ্ট হয়। যখন মানুষ নিজেকে বদলাতে পারে তখন অনেক কিছু উন্নতি করতে পারে। উন্নতি হচ্ছে মানুষের জীবনের চাবিকাঠি। অনেক মানুষ আছে নিজেকে পরিবর্তন করে জীবনে অনেক বড় উন্নতি করতে পেরেছে। তখন মনে করে ভাগ্য অনেক পরিবর্তন হয়েছে। আশা করে আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 11 months ago 

দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি বলতে আমরা যদি আমাদের নিজেদের কে বদলে নিতে পারি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু সত্যিকারের বদলে যাবে। যার ফলে সমাজ পরিবার আত্মীয় আর বন্ধুবান্ধবের সাথেও বেশ সুন্দর একটি সম্পর্ক হবে। আজ আপনি খুব সুন্দর একটি উদাহরন এর মাধ্যমে বিষয়টি আমাদের মাঝে পরিস্কার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 11 months ago 

হ্যাঁ এটাই ঠিক আমরা যদি নিজেকে বদলাতে পারি তাহলে আমাদের ভাগ্য সত্যিকারের বদলে যাবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি ঠিকই বলেছেন, নিজেকে পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এইটাই প্রকৃত সত্য। আসলে নিজের পরিবর্তনের সাথে সাথে ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে। নিজেকে পরিবর্তন করতে পারলে নিজের অভ্যাস, কাজ পরিবর্তন করা গেলে নিজের ভাগ্য পরিবর্তন হবে। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 11 months ago 

আমরাও যদি নিজেকে বদলাতে পারি তাহলে আমাদের সাথে সাথে নিজের ভাগ্যর অনেক কিছু বদলে যাবে। সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সচেতন চিন্তাধারা নিয়ে যারা লেখালেখি করে আমার তাদের ব্লগ গুলো পড়তে খুবই ভালো লাগে। কারণ এর মধ্যে কিছু না কিছু জ্ঞান এবং সঠিক চিন্তা ধারা থাকে। যেগুলো মানুষকে জাগ্রত করে নতুন কিছু ভাবাতে শেখায়,শিক্ষা দান করে থাকে। আপনিও বেশ সুন্দর কিছু উপস্থাপন করেছেন এই পোষ্টের মাঝে। যেখান থেকে হলেও কিছুটা ধারণা ও সজাগ দৃষ্টিভঙ্গি জাগ্রত হল আমার।

 11 months ago 

আমার পোস্টটি পড়ে অনেক চমৎকার মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

একটা মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে তার ভাগ্য এমনিতেই পরিবর্তন হয়ে যায়। আপনাদের গ্রামের ওই লোকটাও বদলানোর পরে তার ভাগ্য বদলে গিয়েছে। নিজেকে বদলাতে পারলে সবার জন্যই অনেক ভালো হয়। আপনি আজকে অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরে সম্পূর্ণ পোস্ট লিখেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। বাস্তবিক কথাগুলো পুরো পোষ্টের মধ্যে তুলে ধরার কারণে, একটু বেশি ভালো লাগলো সম্পূর্ণটা।

 11 months ago 

হ্যাঁ আপু একটা মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে তাহলে ভাগ্য এমনিতে পরিবর্তন হয়ে যাবে। আপনার উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

নিজের ভাগ্যকে বদলানোর জন্য, অবশ্যই আমাদেরকে নিজেকেই প্রথমেই বদলাতে হবে। নিজেকে যদি আমরা বদলাতে পারি, তাহলে দেখা যাবে ভাগ্য এমনিতেই বদলে গিয়েছে। আর অনেক মানুষ অনেক কিছুই করে থাকে। তারা যদি সবশেষে নিজেকে বদলানোর চেষ্টা করে, তাহলে নিজেদের জন্যই অনেক ভালো হয়। ভালো একটা বিষয় জানতে পারলাম আপনার আজকের পোস্টটা পড়ে।

 11 months ago 

মানুষ যদি নিজেকে বদলাতে পারে তাহলে তার ভাগ্য এমনিতে পরিবর্তন হবে। মানুষ স্বভাব গত ভাবে অনেক রকমের আছে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করলেন।খুব ভালো লাগলো। এটা ঠিক ই বলেছেন নিজেকে বদলালে ভাগ্য নিজেই বদলে যাবে।আপনি একটি উদাহরণ আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই আপু নিজেকে বদলে ফেলতে হবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই মানুষ চেষ্টা দিয়ে সব পারে। আর ভাগ্য বলে কিছু তো আছেই, তবে বেশিরভাগ ই মানুষের নিজের কর্মের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালু রাখলে ভাগ্য সুপ্রসন্ন হবেই। আপনি বেশ সুন্দর করে গুছিয়ে আপনার লেখা প্রকাশ করেছেন আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে নিজের কর্ম যদি ঠিক থাকে তাহলে অনেক কিছু পরিবর্তন করতে পারে মানুষ। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই নিজের বাজে স্বভাবগুলো পরিবর্তন করতে হবে। অন্যথায় উন্নতি মোটেই সম্ভব নয়। কারণ নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। অনেকে ভাবে নিজের ভুল ত্রুটি কিংবা বাজে স্বভাব পরিবর্তন করা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মানুষ অভ্যাসের দাস এবং মানুষ চাইলে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে পারে। সুতরাং আগে নিজের বাজে স্বভাব পরিবর্তন করতে হবে, তারপর চেষ্টা করতে হবে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি মনে করি, তাহলে অবশ্যই ভাগ্য পরিবর্তন করা যাবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

হ্যাঁ খারাপ স্বভাবগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67