10+ steem পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে সিজন ৪ এ নিজের পাওয়ার আপের সপ্তাহ শুরু করলাম। আর দেখতে দেখতে আমি আমার তৃতীয় টার্গেট তৃতীয় ডলফিন হয়েছি। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। এরজন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই এবারে আবারো চতুর্থ ডলফিন হওয়ার টার্গেট নিয়ে শুরু করলাম। আশা করি খুব তাড়াতাড়ি চতুর্থ ডলফিনে পদার্পণ করবো। আজকে আমি 10+ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।এটা আমার জন্য অনেক আনন্দের।

IMG_20250110_181251.jpg

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্ট্রিম পাওয়ার আপ করেছি।

IMG_20250307_165608.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

IMG_20250307_165628.jpg

ধাপ শেষ -৩

IMG_20250307_165640.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । তৃতীয় ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো চতুর্থ ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে চতুর্থ ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 17 days ago 

পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রেখে সপ্তাহ ১০ স্টিম পাওয়ার আপ করলেন, এভাবে প্রতিনিয়ত আপনার লক্ষ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 15 days ago 

আমি চেষ্টা করছি পাওয়ার আপ করে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে ।

 17 days ago 

টার্গেট সিজন ৫ ডিসেম্বর উপলক্ষে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এভাবেই আস্তে আস্তে নিজের সক্ষমতা বৃদ্ধির দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 15 days ago 

আমার পাওয়ার আপ পোস্ট নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

পাওয়ার আপ মানে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।আর পাওয়ার আপ করেই নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 17 days ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপের বিকল্প নেই। আপনি দশ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 15 days ago 

ধন্যবাদ পাওয়ার আপ পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য।

 17 days ago 

প্রতিনিয়ত আপনি 10+ স্টিম পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাওয়া সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ ডলফিনে আপনি খুব তাড়াতাড়ি পদার্পণ করতে পারবেন, এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করার মাধ্যমে।

 15 days ago 

চেষ্টা করি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিতে। তবে আপনার অসাধারণ মন্তব্য শোনে অনেক ভালো লাগলো।

 17 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৫ উপলক্ষে আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। এর প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করে টিকে থাকার জন্য পাওয়ার আপ করার বিকল্প নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আশা করছি পাওয়ার আপের কি ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 15 days ago 

হ্যাঁ ঠিক বলেছেন এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করে টিকে থাকার জন্য পাওয়ার আপ করার কোন বিকল্প নেই। ভালো লাগলো আপনার মন্তব্য শোনে।

 17 days ago 

IMG_20250307_170650.jpg

 16 days ago 

আপু আপনি আজকে দশ সিস্টেম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করা খুবই জরুরী। এভাবে ধারাবাহিকতার সাথে পাওয়ার আপ করতে থাকলে আপনি খুবই দ্রুত আপনার লোকে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 15 days ago 

আসলে এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপ এর বিকল্প নেই। ভালো থাকবেন আপু।

 16 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইলো আপু ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

হ্যাঁ এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব বেশি। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 86129.77
ETH 2000.00
USDT 1.00
SBD 0.74