জেনারেল রাইটিং :- যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা জাগে সে সবচেয়ে বেশি কষ্ট দেয়

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


girl-3421489_1280.jpg

আজকে আমি একটি শিক্ষনীয় পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। পোস্টটি হচ্ছে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালোবাসো সেই তোমার জীবনে দু:খের কারন হবে। আমরা মানুষ তাই আমাদের ভালোলাগার একটা মন আছে। এই মন থেকে মানুষ মানুষকে ভালোবেসে থাকে। ভালোবাসা আছে বিধায় মানুষ মানুষকে ভালোবাসে। আর এই ভালোবাসা অনেক সময় মানুষকে বিপদে ফেলেদেই। আপনি যখন একটি মানুষকে বেশি ভালো বাঁচবেন।

এবং তাকে যদি বেশি ভালোবাসা দেখান তখন ওই লোকটি আপনাকে বেশি কষ্ট দিয়ে থাকে। মূলত ওই লোকটি আপনার ভালবাসার মূল্য বোঝে নাই। মানুষ এমন এমন লোক আছে ভালবাসার মানুষকে মাথায় তুলে রাখে। কারণ সে চায় ভালবাসার মানুষটি যেন কষ্ট না পায় তার মুখে সব সময় হাসি দেখতে চায়। এই মানুষগুলো এমনভাবে আপনাকে আঘাত করবে যা কষ্ট দুঃখ আপনি ভুলত পারবেন না। মানুষের ভালোবাসা আছে বিদায় মানুষ মানুষকে খুব পছন্দ করে।

যখন দেখবেন আপনি ফ্যামিলির মানুষের জন্য অনেক ভালোবাসা দেখাচ্ছেন। এবং তাদের সুখের জন্য আপনি অনেক কষ্ট করতেছেন। এবং আপনি আপনার ছেলেমেয়েদের সুখের জন্য কষ্ট স্বীকার করতেছেন। হয়তোবা হাজব্যান্ড তার স্ত্রীকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার আপন মানুষগুলোই বেশি আঘাত দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় একটি মেয়ে তার জীবন দিয়ে তার প্রিয় মানুষকে ভালবাসতে থাকে। অথচ ওই প্রিয় মানুষটি তার সাথে বেইমানি করে।

সত্যি বলতে ওই প্রিয় মানুষের আঘাত বেশি কষ্ট দিয়ে থাকে। অথচ আপন ভালোবাসার মানুষের জন্য মানুষ কিনা করে। আর ওই ভালোবাসার মানুষগুলো এমনভাবে কষ্ট দেয় মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যায় না। তবে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। তার মনের ভিতরে কি বসবাস করে সত্যি বোঝাই যায় না। এবং আপনি যখন একটি লোককে ভালোবাসেন সে আপনার সামনে এসে অনেক সুন্দর করে কথা বলে। অথচ ওই ভালোবাসার মানুষের জন্য আপনি অনেক কিছু করতেছেন।

অথচ ওই আপন মানুষটি আপনাকে এমনভাবে কষ্ট দিবে যে আপনি পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর আপনার মুখের হাসি নষ্ট করার জন্য ওই একজন লোকে যথেষ্ট। কারণ আপনার সুখের মধ্যে কষ্ট দিবার জন্য একজন লোকে হাসি বন্ধ করে দিতে পারবে। পৃথিবীতে মানুষ বিভিন্ন রকমের আছে। কেউ ভালোবাসার জন্য কাঁদে আবার কেউ ভালোবাসার জন্য নিঃস্ব হয়ে যায়। ভালোবাসার মানুষ মানুষকে এত কষ্ট দেয় যা জীবনে ভুলার মত নয়। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 4 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু ভালোভাসার মানুষ গুলোই বেশি আঘাত দেই। তবে আপন মানুষের কষ্ট সহজে মেনে নেওয়া যায় না। আপনি ঠিক বলেছেন আপু সত্যি ভালোবাসার জন্য কিছু মানুষ কাঁদে আবার কেউ ভালোবাসার জন্য নিঃস্ব হয়ে যায়। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

কথা গুলো মন্দ বলেন নি৷ তবে আপু এটা সত্য যে যাদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা জাগে সে মানুষ গুলোর কষ্ট দেয়া এটা সহ্য হয় না৷ তবে দিনশেষে এটাই সত্য যে অতিরিক্ত ভালোবাসা ভালো নয় ৷ আর কাছের মানুষের দেয়া কষ্ট গুলো কেনো সহ্য হয় না৷
যা হোক পোষ্টটি অসাধারণ লিখেছেন ৷

 4 months ago 

হ্যাঁ অতিরিক্ত ভালোবাসা একদম ভালো নয়। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 4 months ago 

দারুণ লিখেছেন আপু , কথা গুলো বাস্তবিক ৷ মানুষ যখন কাউকে একটু বেশি গুরুত্ব দেয় ভালোবাসে ৷ তখন বিপরীত পাশের মানুষটি ভালোবাসার বিনিময়ে অবহেলা করে অকারণে কষ্ট দেয় ৷ এটা অধিকাংশেরই সত্যি হয় আপু ৷ যাই হোক , আপনার পোস্ট টি পোস্ট ভীষন ভালো লাগলো ৷ দারুণ কিছু কথা লিখেছেন ৷ ধন্যবাদ আপু পোষ্টটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

তবে এটি একদম ঠিক কথা কাউকে ভালোবাসা অতিরিক্ত দেখালে লাস্ট পর্যন্ত কষ্ট পেতে হয়। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

কথাটি একদম ঠিক যার জন্য বেশি ভালোবাসা জাগে সেই লোকগুলো বেশি কষ্ট দিয়ে থাকে। অনেক মানুষ ফ্যামিলির লোকের জন্য অনেক ভালোবাসা দেখায় এবং সেই ভালোবাসা ফ্যামিলির লোক তাদেরকে দেখায় না। প্রিয়জনের ক্ষেত্রে একই অবস্থা। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

তোমার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো ।আশা করি সুন্দর মন্তব্য করে সাপোর্ট করবে।

 4 months ago 

একেবারে যথার্থ বলেছেন আপু, আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি,তারাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। কিন্তু সেই কষ্ট গুলো ভীষণ যন্ত্রণা দেয় আমাদেরকে। বেশিরভাগ ক্ষেত্রে সেই কষ্ট গুলো মেনে নেওয়া যায় না কিংবা মেনে নিতে খুব কষ্ট হয়। অনেকে মেনে নিতে না পেরে নিজের জীবনটাও শেষ করে ফেলে। আসলে বেশিরভাগ সময়ই আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলি। তাই কষ্ট পেতে হয় বেশি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65566.66
ETH 3559.87
USDT 1.00
SBD 2.48