রেসিপি :- গলদা চিংড়ি ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি গলদা চিংড়ির রেসিপি করার চেষ্টা করলাম। আসলে বড় বড় চিংড়ি মাছগুলো খেতে কিন্তু বেশ মজাই লাগে। মাঝেমধ্যে অন্য ধরনের খাবারগুলোর পাশাপাশি মাছ মাংস খাওয়াও আমাদের সবার জন্য অনেক পুষ্টিকর। তাই আমরাও মাঝেমধ্যে ভিন্ন রকম রেসিপি করে খাওয়ার চেষ্টা করি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

IMG_20231127_140206.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
চিংড়ি মাছবড় গুলো ৫-৬ টা
পেঁয়াজ কুচি২ টা
কাঁচা মরিচস্বাদমতো
ধনিয়া পাতাস্বাদমতো
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240216_122706.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে কিছু বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিলাম। তারপর বড় বড় চিংড়ি মাছ গুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম।।

IMG_20240216_105132.jpg

ধাপ - ২ :

তারপর সেই চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিলাম।

IMG_20240216_105145.jpg

ধাপ - ৩ :

তারপর আবারো একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ গুলোকে লাল লাল করে ভেজে নিলাম।

IMG_20240216_114913.jpg

ধাপ - ৪ :

তারপর ভেজে নেওয়া চিংড়ি মাছ গুলোকে অন্য আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম।

IMG_20240216_114957.jpg

ধাপ - ৫ :

তারপর অন্য আরেকটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুঁচি এবং কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম।

20221031_193912.jpg

ধাপ - ৬ :

তারপর পেঁয়াজ গুলো একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে হলুদ, লবণ, মরিচ, মসলা সবকিছু একসাথে দিয়ে আবার নেটে ছেড়ে দিলাম।

20221031_194002.jpg

ধাপ - ৭ :

তারপর কিছু পরিমাপ পানি দিয়ে তার মধ্যে ভাজি করা চিংড়ি মাছগুলোকে মসলা গুলোর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG_20240216_115606.jpg

ধাপ - ৮ :

তারপর চিংড়ি মাছের মধ্যে কিছু খুশি করে রাখা ধনেপাতা দিয়ে সুন্দরভাবে রেসিপিটি শেষ করে নিলাম।

IMG_20240216_115642.jpg

শেষ ধাপ :

এভাবে সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি তৈরি করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG_20231127_140213.jpg

IMG_20231127_140208.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 months ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয় ছোট হোক বা বড় হোক বা যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করা হোক না কেন।
আপনি গলদা চিংড়ির লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন পৃথিবীর প্রস্তুত প্রণালী এবং শেষ ধাপের ফটোগ্রাফি গুলা দেখে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

গলদা চিংড়ি আমার খুবই পছন্দের একটি মাছ। গলদা চিংড়ি খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর যদি গলদা চিংড়ি এরকম ভাবে ভুনা করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। আপনি এরকম মজাদার ভাবে গলদা চিংড়ি ভুনা করার রেসিপি তৈরি করেছেন দেখেই তো এখন ইচ্ছে করছে খেয়ে ফেলি। দুপুর বেলায় এরকম মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক বেশি লোভ লেগে গিয়েছে আমার। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল এই মজাদার রেসিপি।

 4 months ago 

গলদা চিংড়ি মাছ যে কোন অনুষ্ঠানেও খেতে কিন্তু বেশ মজা হয় আপনার মন্তব্য পড়ে ভাল লাগল।

 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গলদা চিংড়ি মাছ ভুনা রেসিপি। আসলে আমি যখন খুলনাতে ছিলাম তখন প্রায় দিন গলদা চিংড়ি মাছ খাওয়া হতো। আসলে এই মাছ খেতে গোসের মত কিছুটা স্বাদ। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার কাছেও খেতে বেশ ভালো লাগে আপনার মন্তব্য পড়ে আর ভালো লাগলো।

 4 months ago 

প্রতিনিয়ত একই ধরনের রেসিপি খেতে কারোরই পছন্দ নয়। ভিন্ন ভিন্ন রেসিপি টেস্ট সবার কাছে অনেক ভালো লাগে। আজকে দারুন লোভনীয় রেসিপি তৈরি করেছেন । গলদা চিংড়ির ভুনা রেসিপি যেটা খুবই প্রিয় । অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি। প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি দেখে ভালই লাগে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

চিংড়ি মাছ আমার বেশ পছন্দের। যেভাবে রান্না করা হোক না কেন। আর এভাবে চিংড়ি মাছ ভুনা করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখেই খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধপগুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

আমার করা রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু।

 4 months ago 

চিংড়ি মাছ ভীষণ চমৎকার একটি সুস্বাদু মাছ।আর এই গলদা চিংড়ির ভুনা খেতেই বেশি ভালো লাগে।আপনার গলদা চিংড়ি রেসিপিটি অসাধারণ সুন্দর লোভনীয় লাগছে। ধাপে ধাপে সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন সব মিলিয়ে অসাধারণ সুন্দর রেসিপি। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আমারও চিংড়ি মাছ ভীষণ পছন্দের আমার রেসিপিটা ভালো লেগেছে জেনে আর খুশি হলাম।

 4 months ago 

গলদা চিংড়ি ভুনা রেসিপি অনেক সুন্দর ছিল।আমি চিংড়ি একদিন খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো এবং আজকে আপনি অনেককে দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

গলদা চিংড়ি মাছ আমার বেশ পছন্দের আপনারও ভালো লাগে যেন খুশি হলাম।

 4 months ago 

মাঝে মাঝে নতুন ও ভিন্ন ধরনের রেসিপি করতে বেশ ভালো লাগে। আপনি আজ গলদা চিংড়ির মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন যা দেখতে বেশ লোভনীয় লাগছে।এভাবে যে কোন মাছ রান্না করলে খেতে বেশ মজা লাগে। সাথে ধনেপাতা ব্যবহার করায় এর স্বাদ আরও বেড়ে গেছে। ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 months ago 

ঘটনা মূলক মন্তব্য করে সব সময় মত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। বড় বড় চিংড়ি মাছ এভাবে ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে ভুনা রেসিপি গুলো খেতে আমি একটু বেশি পছন্দ করি। আপনার তৈরি চিংড়ি মাছের ভুনা দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় অনেক বেশি সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

চেষ্টা করি সুন্দর কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66188.19
ETH 3564.66
USDT 1.00
SBD 3.14