( এসো নিজে করি ) ডাই :- কার্ডবোর্ড এবং চাল দিয়ে তৈরি ওয়ালমেট
## shy- কে বেনেফিশিয়ারি না দেওয়ার কারণে পোস্টে আমি পুনরায় আবার করলাম। ভুলবশত আমি বেনেফিশিয়ারি দিতে ভুলে গিয়েছি। fox কে বেনেফিশিয়ারি না দেওয়ার কারণে পোস্টে আমি পুনরায় আবার করলাম। ভুলবশত আমি বেনেফিশিয়ারি দিতে ভুলে গিয়েছি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার কাছে বিভিন্ন প্রক্রিয়ায় জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। বিশেষ করে এখন বিভিন্ন রকম পেইন্টিং অথবা বিভিন্ন রকম ডাই পোস্টগুলো তৈরি করার চেষ্টা করি। কারন আমার কাছে একই ধরনের পোস্টগুলো তেমন ভালো লাগেনা। তাই সব সময় নিজের মতো করে ভিন্ন রকম কিছু তৈরি করার চেষ্টা করি। তাই আজকে চেষ্টা করলাম চাল এবং কার্ডবোর্ড দিয়ে নিজের মতো করে একটি ওয়ালমেট তৈরি করার জন্য। আসলে এখন কিন্তু বেশ সুন্দর সুন্দর পোস্ট সবাই করতেছে।
কারণ কোয়ালিটি পোস্টগুলো সবার কাছেই বেশ ভালো লাগে। তাই আমিও আমার বেস্ট কাজটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নিজের কাছে কিন্তু চালগুলো বসাতে বেশ ভালো লাগলো। এমনিতে কিন্তু ধীরে ধীরে চালগুলো বসাতে অনেকটাই সময় লেগেছে। কারণ ছোট ছোট চাল হবার কারণে ওয়ালমেট কিন্তু দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ওয়ালমেট পুরোপুরি তৈরি করার পরে ঘরের দেয়ালে টাঙিয়েছি দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আমার নিজের তৈরি করা জিনিসগুলো আমার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরি করা চাল এবং কার্ডবোর্ডের এই ওয়ালমেট আপনাদের সবার বেশ পছন্দ হবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ কার্ডবোর্ড
✓ চাল
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটি বড় প্রজাপতি এঁকে দিলাম।
ধাপ - ২ :
তারপর কাঁচি দিয়ে সেই পেন্সিলের দাগ গুলোর উপরে প্রজাপতিটাকে সুন্দর করে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সেই বড় প্রজাপতির মত করে আরো দুটি ছোট প্রজাপতি সুন্দর ভাবে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর বড় প্রজাপতির উপরে প্রথমে ঘাম লাগিয়ে নিলাম। তারপর ঘামের উপরে কিছু চাল সুন্দরভাবে বসিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর একই রকম ভাবে ছোট প্রজাপতি দুটির উপরেও ঘাম লাগিয়ে সুন্দর ভাবে চাল বসিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর বড় প্রজাপতির মাঝখানে কমলা কালারের রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর হালকা নীল রং এবং গাঢ় নীল রং আবার কালো রং দিয়ে চারপাশে সুন্দরভাবে প্রজাপতির মত রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর ছোট প্রজাপতি দুটির মধ্যেও সুন্দরভাবে বিভিন্ন কালারের রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর কালো রঙের রঙিন কাগজ পেঁচিয়ে ঘাম লাগিয়ে দুটি ছোট লাঠি তৈরি করে নিলাম।
ধাপ - ১০ :
তারপর রঙিন কাগজের লাঠি গুলো বড় প্রজাপতির সাথে জোড়া লাগিয়ে ছোট প্রজাপতিগুলো ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে চাল এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
কার্ডবোর্ড এবং চাল দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন ।আমি বিভিন্ন কালার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করা দেখেছি ।কিন্তু কোনদিন চাল দিয়ে ওয়ালমেট তৈরি করা দেখেনি ।আপনার আইডিয়াটি আসলে অনেকে ইউনিক ছিল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
shy-fox কে বেনেফিশিয়ারি না দেওয়ার কারণে পোস্টে আমি পুনরায় আবার করলাম। ভুলবশত আমি বেনেফিশিয়ারি দিতে ভুলে গিয়েছি।
সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।কার্ডবোর্ড ও চাল দিয়ে তৈরি কাজটি দারুণ হয়েছে। পোস্টার রং ব্যবহার করায় বেশ ফুটে উঠেছে। ঘরের সৌন্দর্য বর্ধণের জন্য দারুণ আইডিয়া। ওয়ালমেটের তৈরির ধাপ গুলো গুছিয়ে তুলে ধরেছেন। আমার ভালো লেগেছে। ছবি গুলোও সুন্দর হয়েছে। ডাই প্রজেক্টের কাজটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও দারুন দারুন আপু একদম ইউনিক আর নতুন মডেল ডাই পোষ্ট ৷ আসলে এটা ঠিক বলেছেন যে বর্তমান সময়ে সবাই ইউনিক ইউনিক কোয়ালেটি পোষ্ট করছে ৷ আপনার নিজ হাতে বানানো কার্ড বোর্ড চাল দিয়ে সত্যি অসাধারণ দেখার মতো প্রজাপতি৷
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কার্ডবোর্ড এবং চাল দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ৷
অপূর্ব, অপূর্ব হয়েছে আপু, কার্ডবোর্ড এবং চাল দিয়ে তৈরি আপনার ওয়ালমেটটি। দেখতে ভারী সুন্দর লাগছে। আপনার দক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি দারুন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখলে যে কারোরই ভালো লেগে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি কার্ডবোর্ড এবং চাল দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আপু আপনি কার্ডবোর্ড এবং চাল দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই আইডিয়া ইউনিক ছিল। চালগুলো বিভিন্ন কালার করার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই সত্যি আমি হতবম্ভ হয়ে গেলাম। চাল দিয়ে এমন হাতের কাজ সত্যি প্রশংসনীয়। আমার ধারণার বাহিরে ছিল এটা। দারুন হয়েছে। আমার ইচ্ছে হচ্ছে আপনার কাছে এমন নতুনত্ব কাজ শিখি।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কার্ডবোর্ড এবং চাল দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি প্রজাপতির ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এভাবে ওয়ালমেট করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি আজকে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটি দেখে ভীষণ ভালো লাগলো। আসলে কার্ডবোর্ড এবং চাল দিয়ে যে এতো সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় এইটা আমার জানাই ছিলোনা। যাইহোক কালার কম্বিনেশনেও খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার তৈরি করা এই ওয়ালমেট। আমি তো দেখে প্রথমে মুগ্ধ হয়ে এক নজরে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলাম। কার্ডবোর্ড দিয়ে প্রথমে প্রজাপতি শেপের কেটে নিয়েছিলেন। তারপর চাল বসিয়ে অনেক সুন্দর করে রং করেছেন এবং সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিয়েছেন দেখে জাস্ট অসাধারণ এবং মনোমুগ্ধকর লেগেছে আমার কাছে। কালার গুলো একেবারে চোখ জুড়ানো ছিল সত্যি বলতে। আপনার এত সুন্দর দক্ষতা দেখলে যে কারোর কাছেই খুবই ভালো লাগবে। আপনার দক্ষতার প্রশংসা যত করবো তত কম হবে।