জেনারেল রাইটিং :- বিপদের কথা শত্রুদের বলতে নেই, কারণ সে মুখে কষ্ট প্রকাশ করলেও মনে মনে উপহাস করবে।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231031_192221_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। টপিক হচ্ছে বিপদের কথা শত্রুদের বলতে নেই, কারণ সে মুখে কষ্ট প্রকাশ করলেও মনে মনে উপহাস করবে। আপনি যখন বিপদে পড়বে তখন আপনার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা আসবে কষ্ট আসবে। এই কথাগুলো যখন আপনি শত্রুদের সাথে আলোচনা করবেন। যদিও সামনে মুখে কষ্ট প্রকাশ করবে। কিন্তু মনে মনে অনেক খুশি হবে আপনাকে নিয়ে তারা উপহাস করবে।

তাই নিজের কষ্ট গুলোর কথা শত্রুদের সাথে আলোচনা করা ঠিক না। অনেক ধরনের শত্রু আছে যেগুলো মুখের ভাষা এত মধুর। কিন্তু ভিতরে ভিতরে যখন আপনি বিপদে পড়বেন কষ্টে আছে তারা মন থেকে খুব খুশি হয়। এবং পিছনে পিছনে আপনার তিরস্কার করবে। বর্তমান সময়ে মুখের ভাষা এবং অন্তরের ভাষা ভিন্ন রকম এরকম অনেক শত্রুই সবাই কমবেশি আছে। কারণ এই ধরনের লোকগুলো খুবই ভয়ঙ্কর হয়। একজন মানুষ যখন কষ্টে থাকে বা বিপদে পড়ে তখন এই কথাগুলো এমন লোকের সাথে শেয়ার করা ঠিক না।

কারণ কষ্ট নিয়ে তিরস্কার করা লোকগুলো খুব ভয়ঙ্কর হয়। প্রত্যেক মানুষের কোন না কোন ভাবে কষ্টে আছে। তবে অনেকে মনে করে বুকের ভিতরে কষ্ট গুলো কারো সাথে আলোচনা করলে হালকা হওয়া যায়। তবে আমি বলব এই ধরনের কষ্ট গুলো মুখে মধুর অন্তরে বিষ এরকম শত্রুর সাথে আলোচনা করাই ঠিক না। নিজের কষ্ট যদি নিজের মধ্যে চেপে রেখে সমাধান করা যায় সেটাই উত্তম। অন্যের সাথে আলোচনা করে কষ্টগুলো নিয়ে হাসির ঠাট্টা করা লোকের সাথে কথা বলাও ঠিক না।

বর্তমান প্রেক্ষাপটে এরকম অনেক লোক আছে। যারা আপনার বিপদের কথা শুনে মুখে এমন ভাবে ব্যবহার করবে যে আপনার কষ্টের কারণে সে অনেক কষ্ট পাইতেছে। আসলে পিছনে গিয়ে তারা আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে। এরকম মানুষ গুলো পশুর চেয়েও ভয়ঙ্কর। কারণ আপনার কষ্টের কথা শুনে সে মন থেকে অনেক খুশি থাকবে। এমন কিছু শত্রুর সাথে আলোচনা করা ঠিক না যে আলোচনা করে আপনি তাদের কাছে হাসির পাত্র হবেন।

পক্ষান্তরে নিজের কষ্ট যদি নিজেই সমাধান করা যায় সেটিই উত্তম। মুখে মধুর এরকম শত্রুর সাথে আলোচনা না করে দূরে থাকাটাই উত্তম। কিছু মানুষ আছে তাদের ভিতরে অন্যরকম হিংস্র প্রাণী বসবাস করে। তারা অন্যের কষ্টর কথা শুনে খুব দুঃখ প্রকাশ করে। এমন ভাবে দুঃখ প্রকাশ করবে সে আপনার কষ্টে খুব দুঃখ পেয়েছে। পিছনে পিছনে সে অনেক খুশি হয়ে যাবে আপনার কষ্ট শুনে। আমি বলবো এরকম শত্রুর সাথে আলোচনা বা কথা বলা ঠিক না। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 11 months ago 

আজকে আপনি খুব শিক্ষণীয় একটি পোস্ট করেছেন। এটি ঠিক বিপদের কথা শত্রুর কাছে বলতে নেই। তারা মুখ দিয়ে আফসোস করবে কিন্তু পিছনে পিছনে আপনার কথা বলে হাসাহাসি করবে। আর এইসব লোকদের সাথে কথা কম বলাই উত্তম। নিজের কষ্ট এবং দুর্বলতা এসব লোকের সাথে বলা ঠিক না। বর্তমান সময়ে এ ধরনের লোক অনেক আছে। যাহোক খুব সুন্দর শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্ট কড়ে মন্তব্য করার জন্য।

 11 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন আপু।আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। আর কথাগুলো সত্যি ও বটে।ঘরে - বাইরে আমাদের শত্রুর অভাব নেই।এই শত্রুর কাছে নিজের কষ্টের কথা বললে উপরে কষ্ট প্রকাশ করলেও মনে মনে উপহাস করবে।তাই কষ্টগুলো নিজেরটা নিজেই সলভ করার চেষ্টা আমাদেরকে করতে হবে।

 11 months ago 

তবে ঠিক বলেছেন ঘরে বাহিরে আমাদের শত্রুর অভাব নেই। শত্রুর সাথে কষ্টের কথা বা নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে নেই। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

একদম ঠিক বলছেন আপু আসলে এমন কিছু মানুষ আছেন। যারা বিপদের কথা শুনলে মুখে দুঃখ প্রকাশ করলেও মনের ভিতর কিন্তু খুবই আনন্দের হাসি প্রকাশ করে। এমন কিছু মানুষ আছেন যাদের কাছে অতি সুখের কথা যেমন শেয়ার করা যায় না। তেমনি অতি কষ্টের কথা ও শেয়ার করা যায় না। তারাই অতি সুখ যেমন সহ্য করতে পারেনা। তেমনি দুঃখের দিনে অনেক বেশি আনন্দ প্রকাশ করেন। ভীষণ ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে।

 11 months ago 

আপনার কষ্ট দুঃখের কথা যদি কিছু লোকের কাছে শেয়ার করেন তারা পিছনে অনেক সমালোচনা করবে। যাইহোক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বর্তমানে অনেক মানুষ নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। কারণ কাউকে কিছু বললে সাপোর্ট দিবে তো দূরে থাক, উল্টো সুযোগ পেলে ক্ষতি করে ফেলে। এখনকার বেশিরভাগ মানুষ একে অপরকে মনে মনে শত্রু ভাবে এবং কারো ভালো কেউ কামনা করে না। তাই বন্ধু ভেবে কারো সাথে ব্যক্তিগত কথাও বলা উচিত না এখন। কারণ যাকে কাছের মানুষ ভাবি আমরা, দিনশেষে তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে। মনের কথা একান্ত নিজের মানুষের সাথে শেয়ার করতে হবে এবং সম্ভব হলে নিজের বিপদের সমাধান নিজেরই করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ঠিক বলেছেন বন্ধু ভেবেও কাউকে নিজের ব্যক্তিগত কথা বলা ঠিক না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56