আমার লেখা কবিতা : " শূন্য ভুবন "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

একটা বাস্তবিক কথা হচ্ছে, পৃথিবীতে যদি আপনজন বোঝে না পাই তাহলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমরা কিন্তু সবাই নিজেদের একজন আপনজন কিংবা প্রিয়জনের প্রয়োজন হয়। কিন্তু প্রিয়জন যদি কষ্ট দেয় কিংবা ছেড়ে চলে যায় তাহলে সেটা অনেক বড় দুঃখ হয়। পৃথিবীতে চলার পথে আমাদের সঙ্গী সাথীর প্রয়োজন। আসলে আমরা যেরকম বৃক্ষের ছায়ায় বসি তেমনি প্রিয়জন হারানোর ব্যথাটা একদম তৃষ্ণার্ত মনে হয়। তখন মনে হয় যেন নিজের জীবনটা অনেক বিষাক্ত জীবনের মতো মনে হয়। তখন শুধুমাত্র হৃদয়ে দুঃখ কষ্ট ছাড়া অন্য আর কোন কিছুই থাকে না। আসলে মানুষের বেঁচে থাকতে হলে আপনজনের প্রয়োজন ।

jpg_20230713_231215_0000.jpg

" শূন্য ভুবন "

বঞ্চনা আর যন্ত্রণার শিকার,
শুধু হয়েছে এই মন।
পৃথিবী ঘুরে বড় কষ্ট বুকে,
খুঁজে পেলাম না আপনজন।

সবুজ বৃক্ষের নিচে বসলাম,
ছায়ার অন্ধানে।
বিরহ ব্যথা বড় তৃষ্ণা জায়গায়,
প্রিয়জন হারা এই মনে।

দেখি দুচোখে শুধু,
শূন্য পৃথিবী শূন্য ভুবন।
প্রেমের অপবাদ গায়ে মেখে,
মনের ঘরে শান্তি নাই।

কষ্টের দাগ বুকে নিয়ে,
নিজের ঘরে ফিরে যায়।
সহেনা মনে আর,
এই বিষাক্ত জীবন।

জীবনে আমার কষ্টে যাগে,
হৃদয়ে জাগে দুঃখ।
নিজেকে এখন খুঁজে পাই না,
মনে হয় যেন মৃত্যু।

বিরহ জাগে হৃদয় আমার,
পাই না তো দেখা তোমার।
চলে গেলে একা রেখে
অশান্ত মন চেয়ে দেখে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 last year 

কবিতা কিন্তু প্রতি সপ্তাহে আপনি দারুন লেখেন কবিতা গুলো অনুভূতি দিয়ে লেখেন বলে পড়তে এত ভালো লাগে। এই পৃথিবীতে প্রিয়জন থাকলে জীবনটা অনেক রঙিন হয়। যদি সেই প্রিয় মানুষ মনে কষ্ট দেয় তাহলে দুনিয়াটা একদম শূন্য হয়ে যায়। এক মুহূর্তের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার কোন মানে খুঁজে পাওয়া যায় না। দারুন লিখলেন দুর্দান্ত হয়েছে কবিতাটি।

 last year 

প্রিয় মানুষ এমন যাকে পেলে জীবনটা রঙিন থাকে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু পৃথিবীতে নিজের একটা মানুষের খুব প্রয়োজন।যে বুঝবে সব কিছু ছেড়ে যাবে না কখনো। আপু আপনার কবিতা সত্যি চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। যা আপনাকে দেখলেই বুঝা যায়।শূন্য ভুবন নিয়ে দারুণ ভাবে কবিতা লিখেছেন আপু। আমার কাছে সত্যি খুব দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

আমার কবিতা টি সত্যি দারুন লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল, এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে হয় তাহলে কবিতা হয়। উৎসাহিতমূলক ভাবে করাই কবিতা নিয়ে ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে আমার।বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

কষ্টের দাগ বুকে নিয়ে,
নিজের ঘরে ফিরে যায়।
সহেনা মনে আর,
এই বিষাক্ত জীবন।

 last year 

আমার কবিতার এই লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু প্রতিটি মানুষের চলার পথে একজন করে সঙ্গী দরকার যে সুখে দুঃখে তার পাশে থাকবে সঙ্গী ছাড়া জীবন পার করায় খুব কষ্টকর তাছাড়া যেসব মানুষের সঙ্গী মাঝ রাস্তায় ছেড়ে চলে যায় তাদের তো আরো কষ্টের শেষ নেই। যাইহোক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এ বিষয় নিয়ে। ভালো লাগলো কবিতাটি পড়ে।

 last year 

জীবনে চলার পথে সঙ্গী সবচেয়ে বেশি দরকার। সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে প্রিয়জন গুলো যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে অনেক বেশি কষ্ট হয়। আর এই কষ্টের থেকে বড় কষ্ট অন্য কিছুতেই হয় না। আপনি শূন্য ভুবন নিয়ে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন। আপনার লেখা শূন্য ভুবন কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি। জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণটা বলতে হয়।

 last year 

আসলে প্রিয় মানুষ যখন চলে যায় তখন তার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। সুন্দর মন্তব্য করেছে ধন্যবাদ আপনাকে।

 last year 

কষ্টের দাগ বুকে নিয়ে,
নিজের ঘরে ফিরে যায়।
সহেনা মনে আর,
এই বিষাক্ত জীবন।

অনেক সুন্দর একটা টপিক ছিল আপনার এই কবিতাটি লেখার। উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন একেবারে মনটা ছুয়ে গিয়েছে এটা বলতে হয়। এরকম কবিতাগুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি। অবশ্যই চেষ্টা করব কবিতা লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56690.25
ETH 2380.35
USDT 1.00
SBD 2.33