জেনারেল রাইটিং:-আলস্য হল শয়তানের বালিশ।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20240104_193648_0000.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব শিক্ষনীয় একটি পোস্ট নিয়ে আলোচনা করব। আলস্য হল শয়তানের বালিশ। আলস্য এমন একটি জিনিস যে মানুষের কাছে থাকে সে কখনো উন্নতি করতে পারে না। আলস্য মানুষ কখনো সফলতার মুখ দেখেনা। তারা সব সময় অলসতা করে থাকে এবং নিজের জ্ঞান বলতে কিছুই খরচ করে না। আজকের কাজ কালকে করবে কালকের কাজ হয়তোবা অন্যদিন করবে এই চিন্তা করে থাকে। এবং তারা ঘুম গেলে সহজে উঠে না।

এবং তাদের কাছে যদি টাকা-পয়সা থাকে সেইগুলো দিয়ে তারা কোন উন্নতি করতে পারে না ।বরং সেগুলো বসে বসে খেয়ে সব নষ্ট করে। আলস্য মানুষ এক ধরনের অলসতা লোক। এবং তাদের মধ্যে কোন শিক্ষা বা জ্ঞান কাজ করে না। এবং তারা সবসময় নিজের বিবেক খরচ করে না। এবং তাদের জ্ঞান বলতে তারা নিজেই বোঝেনা। সব সময় তারা শয়তানের বালিশ হয়ে বেঁচে থাকে। সত্যি বলতে তাদের হিতাহিত জ্ঞান নেই বললেই চলে।

এবং এই লোকগুলো অলস্য মানুষ এবং তারা শয়তানের বালিশ হয়ে অন্যের পিছে ক্ষতি করার চেষ্টা করে। কারণ তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ভালো কিছু করবে এবং ভালো কিছু করতে পারবে। বাস্তবে অলস্য কারণে তাদের উন্নতি নেই বরং তারা সবসময় পিছে থেকে যায়। এবং তাদের কাছে মানবতা বা উন্নতি কিছুই আশা করা যায় না। শয়তানের বালিশ বলতে তারা ঘুমের মধ্যে থাকে। আর মাঝেমধ্যে মানুষের পিছে লেগে থাকে ক্ষতি করার জন্য।

এই ধরনের লোক পরিবার এবং সমাজের জন্য বোঝা। বাস্তব অর্থে তাদের দিয়ে ভালো কাজ বা ফ্যামিলির কোন উন্নয়নের কাজে কাজ করে না। শুধু সারাক্ষণ বসে বসে কিভাবে কার ক্ষতি করতে পারবে এটাই চিন্তা করে আর অলস্য হয়ে বেঁচে থাকতে চাই। এসব লোকের সাথে যে চলাফেরা করে সেও কখনো উন্নতি আশাই করতে পারে না। কারণ তাদের থেকে উন্নতি বলতে কিছুই নেই। অলস্য এই লোকগুলো সুযোগ পেলে নিজের লোকেরও ক্ষতি করে ফেলবে।

কারণ তারা সব সময় শয়তানের বালিশ হয়ে থাকে। শয়তানের বাড়ির বলতে তারা জেগে জেগে ঘুমায় এবং অলসতা করে থাকে। বরং তারা অন্যের ভালো কিছু আশা করে না কারন সে অলস্য মানুষ। এই কারণে এই লোকগুলো দিয়ে বাস্তবতায় সমাজ এবং দেশ আশা তো দূরের কথা অলস্য লোক বাড়িয়ে ফেলবে। পক্ষান্তরে এসব লোক থেকে দূরে থেকে এবং নিজে নিজের কথা চিন্তা করতে হবে। এটি সত্যি অলস্য মানুষ হচ্ছে শয়তানের বালিশ। আশা করে আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 6 months ago 

পোষ্টের ভিতর ভিন্নতা আনার জন্য আজকে দারুন একটি বিষয় নিয়ে জেনারেল রাইটিং লিখেছেন আপু। আসলেই যেসব মানুষ অলস তারা সব সময় শুয়ে বসে থেকে কোনো কাজ পাই না বলেই অন্যের ক্ষতির কথা চিন্তা করতে থাকে। এইসব মানুষেরা আসলেই পরিবারের বোঝা ,না চাই কোনো কাজ করতে আর না পারে কারো ভালো দেখতে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অলসতা মানুষ অন্যের ক্ষতি করা চিন্তা করে কথাটি একদম সত্যি। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 6 months ago 

খুবই সুন্দর একটি রাইটিং লিখেছেন৷ একদম ঠিক বলেছেন৷ অলস মানুষ শয়তানের বালিশ৷ কারণ অলস মানুষ কখনোই কোন কাজে আগ্রহ দেখায় না এবং কোন কাজের প্রতি তার কোন ধরনের চেতনা থাকে না, যে এই কাজটি আমার করা প্রয়োজন৷ সে যদি চেষ্টা করে যে আমি এই কাজটি করব তার অলসতা তাকে এই কাজটি করতে দেয় না৷ সে সব সময় শুয়ে থাকে৷ সবসময়ই এক জায়গায় অবস্থান করে ৷

 6 months ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আসলে অলসতা সব কাজের বাঁধা। অলস ব্যাক্তিরা সময়ের কাজ সময়ে করতে পারে না জন্য সব কাজেই পিছিয়ে পড়ে।অলসতা করে কাজ না করে গচ্ছিত টাকা বসে বসে খায় এবং কোন এক সময় আর্থিক সংকটেও কষ্ট পেতে হয়।আসলে আপনি ঠিক বলেছেন অলস হলো শয়তানের বালিস।দারুণ নাম দিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন অলসতা সব কাজের বাঁধা। আর অলসতা লোক থেকে ভালো কিছু আশা করা যায় না। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার কথাটা একেবারে সত্যি। আসলে এরকম অনেক মানুষ রয়েছে যারা আলস্যর কারণে কোন কিছুই করতে পারেনা। আর সেই অলস মানুষগুলো সত্যিই সন্তানের বালিশ। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আপনার সবগুলো লেখা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে পড়তে। আপনার কথাগুলোর মধ্যে বাস্তবিক কথা রয়েছে, যেগুলো খুব ভালো লেগেছে।

 6 months ago 

আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর করে উৎসাহিত মূলক মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

খুব সুন্দর লিখেছেন। আসলেই অলসতা শয়তানের বালিশ। এই অলসতার কারণে আমরা কতো কাজে ফেলে রাখি। যা পরে সম্পূর্ণ করা হয় না। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

অলসতার কারণে মানুষ অনেক পিছিয়ে পড়ে। যাই হোক অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

অলস মানুষ আমার কাছে মোটেও পছন্দ না আপু। কারণ আমি প্রচুর পরিশ্রম করতে পছন্দ করি। আপনি ঠিক বলছেন অলস মানুষ গুলো আসলেই শয়তানের বালিশ। তারা সব সময় বিছনাই ঘুমায় থাকতে চাই। যারা পরিশ্রম করেন তাদেরকে সবাই অনেক বেশি পছন্দ করেন। তাদের জীবনে সফলতা ও অনেক বেশি। কিন্তু অলস জীবন মানেই তাদের জীবনটা শেষ। জীবনে কোন কিছু করতে পারেনা।

 6 months ago 

আসলে অলস মানুষকে কেউ পছন্দ করেনা। হ্যাঁ অলস মানুষের জীবন মানে তাদের জীবনটা শেষ। সুন্দর মন্তব্য করে আশা করি পাশে থাকবেন।

 6 months ago 

অলসতার কারণে আমার কিছু কাছের লোকদেরকে ধ্বংস হয়ে যেতে দেখেছি। আর এখন তারা লোক সমাজের বোঝা, পরিবারের বোঝা। যেমনটা আপনি আপনার গল্পে তুলে ধরেছেন তেমনটা আমি বাস্তবে ঘটে যেতে দেখেছি অনেক। আপনার আজকের পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অলসতা লোকগুলো অনেকজনের আত্মীয়-স্বজনের মধ্যে আছে। তারা একদম ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

খুব চমৎকার একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলেই অলস মানুষ শয়তানের বালিশ এই কথাটার সঙ্গে আমিও একমত পোষণ করছি। যারা অলস মানুষ তারা কখনোই অন্যের ভালো কিছু আশা করে না তারা সবসময়ই অন্যের মন্দটাই কামনা করে এবং সে নিজেও কোন কাজ কর্ম করতে চায় না। সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অলস মানুষ অন্যের ভালো কিছু আশা করেনা এবং সমাজের ভালো কিছু তারা দেখতে পারে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

অলসতা শয়তানের কারখানা। আসলে যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনো পূরণ হবার নয়।আর অলস মানুষ আমার দুচোখের দুশমন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সচেতনতা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন অলসতা শয়তানের কারখানা। আপনার সুন্দর মত শুনে সত্যিই অনেক ভালো লাগলো আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43