জেনারেল রাইটিং:-অন্যের উপকার করা মহৎ কাজ তবে নিজের ক্ষতি করে নয়।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20230930_181851_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।অন্যের উপকার করা মহৎ কাজ তবে নিজের ক্ষতি করে নয়। অন্যের উপকার করা ভালো এটি খুব মহৎ কাজ। এটা আমরা সবাই জানি কারো যদি উপকার করা যায় তাহলে সেটি মহৎ কাজ বলে ধরে নেই। এবং মানুষকে উপকার করা বা হেল্প করা এটি সত্যি অনেক মহৎ। কিছু কাজ আছে যেগুলো আপনি অন্যকে হেল্প করতে গিয়ে আপনার নিজের ক্ষতি হয়। এ ধরনের উপকার গুলো না করলেই ভালো।

কিছু কিছু মানুষ আছে যারা অন্যের উপকার করতে অনেক চেষ্টা করে। তারা মন থেকে তৃপ্তি পায় ভালো কাজ করে। কাউকে হেল্প করতে পারলে তার কাছে ভালো লাগে। আপনি অন্যের এমন উপকার করবেন যে উপকার দ্বারা আপনার নিজের কোন ক্ষতি না হয়। এসব উপকার থেকে দূরে থাকাই ভালো। কারণ এই উপকার করে আপনি নিজে বিপদে পড়বেন এবং নিজের ক্ষতি হবে। এই ধরনের উপকার থেকে দূরে থাকাই উত্তম। কিছু কিছু উপকারের কারণে অনেক সময় মানুষ বিপদে পড়ে যায়।

আমাদের এলাকার এক লোক অন্য এক লোক টাকা ধার চাইল। এবং সেই লোকটি নিজে জিম্বা হয়ে তাকে ব্যাংক থেকে টাকা নিয়ে দিলেন। ওই টাকা নিয়ে দিতে তার বাড়ির জায়গা দলিল দিয়েছে। যদিও তারা দুইজন বন্ধু ছিলেন। এখন ওই লোকটি তার টাকাগুলো দেয় না ।এবং ব্যাংক যেই লোকটি জিম্মা হয়ে টাকা নিয়ে দিয়েছে তার বাড়িটি দখল করে নিয়েছে। লোকটি তার বন্ধুকে উপকার করতে গিয়ে আজ নিজের ক্ষতি করে ফেলেছে। বর্তমানে মানুষের উপকার করলে অনেক সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

এই কারণে উপকার করা ভালো যেই উপকার দ্বারা আপনার নিজের ক্ষতি হবে সেই উপকার না করাই উত্তম। কারণ উপকার করতে গিয়ে নিজের বড় ধরনের ক্ষতি করা কোন যুক্তি হয় না। আপনি আপনার নিজের ক্ষতি করা মানে নিজের সংসারের সবার ক্ষতি করা। আর কিছু কিছু উপকার আছে যেগুলো দেখে শুনে করা বেশি উত্তম। হঠাৎ করে আপনি একটি লোকের বেশি উপকার করে ফেলেছেন। ওই লোকটি হয়তো বা মনে করবে আপনি তার কাছে কোন কিছু কারণে জিম্মি আছেন।

হয়তোবা তাকে ভয় পেয়ে তার উপকার করতেছেন। এই কারণে উপকার করার আগে আপনি চিন্তা করতে হবে এই উপকারের কারণে আপনার কোন ক্ষতি হয় কিনা। আমি মনে করি উপকার করা অনেক উত্তম কাজ। কিছু কিছু উপকার ধারা নিজের বড় ক্ষতি হওয়া এই উত্তম কাজ থেকে দূরে থাকাই ভালো। আপনারা হয়তো অনেকে আমার এই টফিকের সাথে একমত হবেন। আশা করে আমার এই টপিক পড়ে যদি আপনাদের ভালো লাগে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

এমন বোকামি ধরনের উপকার গুলো না করলে খুবই ভালো হয় সবার জন্য। কারণ অন্যের উপকার করবো সেটা ঠিক আছে। সেই উপকার যদি নিজের বিপদ ডেকে আনা হয় তাহলে তো মারাত্মক। আসলে বর্তমান সময়ে এমন পরিস্থিতি চলে এসেছে মানুষের উপকার করতে গেলেও একটু ভেবে চিন্তে করতে হয়। কারণ উপকার হইত অন্যর হতে পারে কিন্তু বিপরীতে নিজের ক্ষতি হয়ে যায়। সুন্দর একটি পোস্ট শেয়ার করলে ভালো লাগলো পড়ে।

 11 months ago 

হ্যাঁ এমন বোকামি ধরনের উপকার গুলো না করলে খুব ভালো হয় কথাটি একদম সত্যি বলেছেন। অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।

 11 months ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন নিজের ক্ষতি হয় এমন কোন কাজ করে অন্যের উপকার না করাই উচিত। মানুষকে অতি বিশ্বাস করা ঠিক নয়। যেমন লোকটি তার বন্ধুকে বিশ্বাস করে নিজের বাড়ি বন্ধক রেখেছিল। পরবর্তীতে তার খেসারত তাকে দিতে হয়েছে। আসলে মানুষের নিজের ক্ষতি হয় এমন ধরনের কোন কাজ করে অন্যের উপকার করা উচিত নয়। বেশ ভালো ছিল আপনার আজকের লেখার বিষয়টি ।ধন্যবাদ।

 11 months ago 

ঠিক বলেছেন মানুষ কোটি বিশ্বাস করা ঠিক নয়। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

সত্যি কথাই বলেছেন আপু। অন্যের উপকার করতে গিয়ে যদি নিজের ক্ষতি হয়ে যায় তাহলে সে উপকার করে আর কি লাভ। ওই লোকটি তার বন্ধুর উপকার করতে গিয়ে এখন তার বাড়িটি ব্যাংক দখল করে নিয়েছে। তাই এখনকার যুগে এসে মানুষের উপকার করতে হলে বেশ ভেবেচিন্তে করতে হবে আর টাকার ব্যাপার হলে তো আরো সতর্কতা অবলম্বন করতে হবে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

কথাটি একদম ঠিক বলেছেন কারো উপকার করতে হলে ভেবেচিন্তা করা দরকার। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

উপকার করা অত্যন্ত মহৎ কাজ। যার মানবিক হৃদয় রয়েছে সেই উপকার করতে পারে। তবে কখনো নিজের ক্ষতি করে অন্যের উপকার করা উচিত নয়। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। নিজের জায়গা হতে নিরাপদ থেকে অন্যের উপকার করা খুবই প্রয়োজন। এতো সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

উপকার করা মহৎ কাজ এটি একদম ঠিক বলেছেন। এই উপকারের কারণে যদি নিজে নিজে পড়ে সেই উপকারের কোন দরকার। যাইহোক আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ।

 11 months ago 

একেবারে যথার্থ বলেছেন আপু, অন্যের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এমন উপকার করা মোটেই উচিত নয়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যদি বিপদে পড়ে যাই,তাহলে আমার সাথে সাথে আমার পরিবারেরও অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে উপকার করতে হবে। আমাদের এদিকেও একজন জিম্মি হয়ে আরেক জনকে টাকা ধার নিয়ে দেয় কারো কাছ থেকে, আবার বিভিন্ন এনজিও থেকে টাকা লোন তুলে দেয়। পরবর্তীতে অনেক ঝামেলার সৃষ্টি হয়। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

কিছু কিছু উপকার আছে আর যেই উপকার করতে গিয়ে নিজের বিপদে পড়ে যায়। আর নিজেই বিপদে পড়লে ফ্যামিলি ও বিপদে পড়ে যাবে। যাইহোক অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

একদম ঠিক কথা বলেছেন আপু অন্যের উপকার করা যেতে পারে কিন্তু কোন ভাবেই তার নিজের ক্ষতি করে নয়। ব্যাংকের টাকা যদি তার বন্ধুর শোধ না করে তাহলে তো ব্যাংক যার জমি তাকেই এসে ধরবে। এজন্য টাকা পয়সার ব্যাপারে বিশেষ করে একটু সতর্কতা অবলম্বন করাটা জরুরী।

 11 months ago 

বন্ধুকে টাকা নিয়ে দিয়ে এখন লোকটিও বিপদে আছে। যদি বন্ধুর টাকা পরিশোধ না করে তাকে দিতে হবে ব্যাংকের টাকাগুলো। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আজকাল মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। যাকেই বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করার চেস্টা করবে। যেমনটি ঘটেছে আপনাদের গ্রামে।মানুষের মধ্যে মনুষত্ব্যবোধ কমে গেছে বলেই এ ধরনের ঘটনা ঘটছে। আর ঠিক বলেছেন আপু নিজের বা পরিবারের ক্ষতি হবে এমন উপকার না করাই শ্রেয়। বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখার জন্য ধন্যবাদ।

 11 months ago 

তবে কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করা অনেক কঠিন কাজ। এই লোকগুলো কখন যেই বিপদে ফেলে দেবে তা বলা যায় না। অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই।

 11 months ago 

উপকার করা অনেক ভালো কাজ তবে এটি নিজের ক্ষতি করে উপকার করা কোন দরকার নেই। তবে অনেকেই উপকার করতে অনেক পছন্দ করে। নিজের ক্ষতি করে বোকামি করে উপকার করা চেয়ে দূরে থাকা ভালো। প্রত্যেক মানুষ কোন না কোন কাজে মানুষকে হেল্প করে উপকার করে। কোন কোন উপকার আবার নিজের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। যাইহোক খুব সুন্দর একটি শিক্ষনীয় টপিক নিয়ে পোস্ট করায় ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

নিজের ক্ষতি করে উপকার করাঊ চেয়ে দূরে থাকা ভালো কথাটি একদম সঠিক বলেছেন। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি বেশ চমৎকার একটি বিষয় নিয়ে আপনার লেখাটি লিখেছেন। এমন উদাহরণ আমিও অনেকা শুনেছি আমার পুলিশে চাকরি করা জামাইবাবুর থেকে। তারা বুঝেও আসলে কিছু করতে পারে না, কারণ যে জমি/বাড়ির দলিল জমা দিয়ে, সে তো জেনেশুনেই দিয়েছে। ব্যাংক তার নিয়ম মতো টাকা না পেলে সেই জমি/বাড়ির দখল তো নিবেই। তাই অন্যের উপিকার করার সময়ও একটু বুঝে শুনে করা উচিত যেন পরিবর্তিতে নিজেই বিপদে না পড়তে হয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45