Make Slideshow Video

in #video6 years ago

বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য যে অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব তার মাধ্যমে আপনি আপনার ছবি দিয়ে দারুণ স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন।

স্লাইড শো ভিডিও হল অনেকগুলো ছবি দিয়ে মিউজিক এড করে একটার পর একটা ছবি বেসে আসবে এবং সেটি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন।

এই অ্যাপটি তে আপনার অনেকগুলো ছবি আপনি অ্যাড করবেন এবং আপনার পছন্দের একটি গান বা মিউজিক এড করবেন, যার সাথে সাথে আপনার ছবিগুলো বেশে আসবে।

বন্ধুগণ এই অ্যাপটির জন্য অনেকে আমার কাছে বলেছিলেন তাদেরকে বলব আপনার ফোনে এখনি ইন্সটল করে নিন।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.030
BTC 112450.36
ETH 3823.08
USDT 1.00
SBD 0.67