Internet users must watch

in #video5 years ago

Video Source

বন্ধুগণ বর্তমানে আমাদের মধ্যে যারা মোবাইল ব্যবহার করে তারা বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে। তো অনেক সময় আমরা যারা মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করি হঠাৎ করেই মেগাবাইট শেষ হয়ে যায় যা আমরা বুঝতে পারি। তার পর থেকে আমাদের মোবাইল থেকে বা সিম থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়।

তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটি যখন আপনি আপনার ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন আপনি চাইলে লিমিট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

মনে করেন আপনি চাচ্ছেন আজকে 100mb ব্যাবহার করতে আপনি 100 এমবি এই অ্যাপ টির মধ্যে লিখে দিবেন। তাহলে মেগাবাইট শেষ হওয়ার পর আপনার ডাটা কানেকশন টি অটোমেটিক অফ হয়ে যাবে।

বন্ধুগণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

ধন্যবাদ

Sort:  

This post has received a 44.29 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 61651.16
ETH 2369.36
USDT 1.00
SBD 2.50