How to send auto message?

in #video6 years ago

বন্ধুগণ অনেক সময় আমরা ব্যস্ত থাকার কারণে আমাদের প্রিয়জনকে গুরুত্বপূর্ণ মেসেজ গুলো দিতে পারি না। মনে করেন আপনার বন্ধুর আগামীকাল জন্মদিন। সে ক্ষেত্রে আপনি তাকে রাত্রে 12 টা 1 মিনিটে উইশ করতে চান কিন্তু ভুলের কারণে অনেক সময় তাদের মেসেজ দিতে পারি না।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি আপনি শেয়ার করবো এর মধ্যে যদি আপনি আগে থেকেই মেসেজটি লিখে রাখেন এবং টাইম সেট করে রাখেন অটোমেটিক সেসময় টির মধ্যে আপনার বন্ধুর কাছে মেসেজটি চলে যাবে।

আপনি চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং মোবাইলের সিমের মধ্যে অটো মেসেজ সেট করে রাখতে পারবেন যার ফলে সময় অনুযায়ী মেসেজ রিপ্লে দিতে পারবেন।

আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.031
BTC 115484.54
ETH 4183.20
BNB 1370.15
SBD 0.62