স্বাধীনতা দিবস

in #bangla6 years ago

images (9).jpeg

স্বাধীনতা মানে কি??
জানি আমরা??
নাকি শুধুই এর অর্থ অহেতুক শব্দচয়ন ও এডভারটাইজমেন্টের উপলক্ষের মধ্যে সীমাবদ্ধ?
বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা তাতে আমার তাই মনে হয়।
স্বাধীনতা মানে কিন্তু শুধুমাত্র যুদ্ধজয় করে শত্রুপক্ষের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা নয়। স্বাধীনতা মানে চেতনা, মুক্তবুদ্ধির চর্চা, সৃজনশীলতার কলরব, রক্ত টগবগে দেশপ্রেম, বাকস্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাতৃত্ববোধ, সহনশীলতা, শ্লীলতা, তারুন্যের শক্তি, সত্য ও সুন্দরের জয়গান।
যুদ্ধজয় একটা দেশকে সার্বভৌমত্ব দেয় কিন্তু স্বাধীন হওয়ার আসল স্বাদ দেয় না। স্বাধীন হওয়ার আসল উদ্দেশ্য তখনই সার্থক হয় যখন সার্বভৌমত্বের পাশাপাশি স্বাধীনতার অন্যান্য নিয়ামকগুলোরও সঠিক প্রাপ্তি নিশ্চিত হয়। আমরা দেশ হিসেবে স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু দেশের মানুষ হিসেবে স্বাধীনতার কড়িকানাও ভোগ করতে পারি বলে মনে হয়না।
আমরা যদি স্বাধীনই হতাম তাহলে আমাদের বাকস্বাধীনতা থাকত; অন্যায়ের সঠিক প্রতিবাদ করতে জানতাম; সত্যকে অবলম্বন করে বাচতে শিখতাম; মানুষকে মানুষ হিসেবে মান দিতে জানতাম; নারীদের সম্মান করতে শিখতাম; দেশবিরোধী কোন কাজে লিপ্ত হতামনা; দুর্নীতি করতাম না; মেধাচর্চা না করে কোটাচর্চা করতাম না; সৃজনশীলতাকে বাদ দিয়ে নকলবাজি আর ফাপরবাজিকে অবলম্বন বানাতাম না; প্রশ্নফাঁস করতাম না; পত্রপত্রিকাতে, টেলিভিশন কিংবা মিডিয়াতে তেলবাজি করতে হতনা; সাগর-রুনি হত্যার বিচার হত; তনুদের মত যারা ধর্ষনের শিকার হয়ে মৃত্যুবরন করেছে তাদের ধর্ষকদের বিচার হত; অস্ত্রহাতে আমার ভাই-বন্ধুদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে দেখা যেত না; সামাজিক, অর্থনৈতিক মুক্তি থাকত; জবাবদিহিতার ও আইনের সুশাসন থাকত; সন্ত্রাস রাহাজানি থাকত না; দুর্ঘটনায় আমার আত্মীয়-বন্ধু-পরিচিতদের অকালে শহীদ হতে হতো না; অশ্লীলতা-ভন্ডামি-নোংরামি আমাদের সমাজের অবলম্বন হতে পারতনা; ধর্ম নিয়ে বাড়াবাড়ি হতনা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু।
খুব লজ্জার সাথে বলতে হয় স্বাধীনতা যুদ্ধে যত না মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে গত ৪৭ বছরে বাংলাদেশে তার চেয়ে বেশি নারী ধর্ষন-শ্লীলতাহানি-নির্যাতনের শিকার হয়ে মারা গেছে; যুদ্ধে যত না মানুষ শহীদ হয়েছে তার চেয়ে বেশি মানুষ গত ৪৭ বছরে নিহত হয়েছে হত্যা, সন্ত্রাস আর বিচারহীনতার কারনে। এটাই কি স্বাধীনতা!!! এটাই কি আমাদের ৪৭ বছরের অর্জন!!! খুব কষ্ট হয় যখন এ ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি।
আমাদের দেশে এখনো স্বাধীনতার সুফল আসেনি। আমাদের এখনো করার, ভাববার আর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অনেক জায়গা রয়েছে।
যাই হোক স্বাধীনতা দিবসে লক্ষ শহীদের রক্তে হস্তস্নান করে সবাই একটাই শপথ করি দেশটাকে যেন নতুন করে গড়ি, তারুন্যকে পুজি করে আর বার্ধক্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাই দুর্বার গতিতে।
স্বাধীনতা দিবস সফল হোক।

Sort:  

ভাল লিখেছেন যিনি লিখেছেন 👍 👏

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (27/03/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66396.53
ETH 3174.43
USDT 1.00
SBD 4.15