ছোট ছোট হালকা গোলাপি রঙের ফুলের ফটোগ্রাফি।

in Incredible India14 days ago

কেমন আছেন সবাই আশা করি ভালো ও সুস্থ আছেন। আজকে আবারো সবুজের মধ্য থেকে হালকা গোলাপি রঙের একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে। হালকা গোলাপি রঙের এই ফুলটি দেখতে একদম ক্ষুদ্র। এই ক্ষুদ্র ফলটি আমরা দেখতে পাই বিভিন্ন রাস্তার সাইডে বা জঙ্গলের মধ্যে। অনেক সময় এটি দেখা যায় বাংলাদেশে পুকুরের সাইডে ছোট ছোট গাছের মধ্য। এই ফুল গাছটি ছোট এবং তার ফুল ও অনেক ছোট্ট।

1000046093.jpg

1000046093.jpg

1000046089.jpg

তবে হালকা গোলাপি রঙের ফুল দেখতে কিন্তু ভালো লাগে। ফুলের নাম না জানলেও ফুলের ফটোগ্রাফি ধারণ করা একটি নতুন অভিজ্ঞতা। আমি যখন ফুলের ফটোগ্রাফি ধারণ করি তখন সত্যিই নিত্য নতুন অভিজ্ঞতা আমার মধ্যে আসে। কারণ আমাদের আশে পাশে এই ছোট ছোট ফুল গুলো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এবং এই ফুলের দেখা পেয়েও নিজের মনে একটি আনন্দ নিয়ে আসে।

1000046090.jpg

1000046091.jpg

মানুষের সাথে সময় কাটিয়ে হয়তোবা ভালো লাগে। কিন্তু তার চেয়ে বেশি যেনো আমার কাছে এখন প্রাকৃতিকের সাথে সময় কাটাতে ভালো লাগে। প্রাকৃতিক এর সাথে সময় কাটালে আমরা খুজে পাই অভিজ্ঞতা। প্রাকৃতিকের সাথে সময় কাটালে আমরা খুঁজে পাই ভালোবাসা। প্রাকৃতিকের সাথে সময় কাটালে আমরা আনন্দ অনুভব করি। প্রাকৃতিক এর মাঝে নিজের মনটি বিলিয়ে দিলে আনন্দ ভরে যায়।

1000046092.jpg

1000046094.jpg

এই ফুল গুলো ধারণ করা হয় একটি সাধারণ জায়গা থেকে। আজকে বিকালে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে পরিবেশ টি কিন্তু অনেক সুন্দর থাকে। তাই এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য কিছু সময় হাটাহাটি করতে চেয়েছিলাম। এবং তার মধ্য থেকে আজকে আমার কাজ ছিলো না। ঘুম থেকে উঠেছিলাম বারোটার সময়। যেহেতু ঘুম আজ অনেক বেশি হয়েছে। তাই বিকালে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগছিল।

1000046101.jpg

1000046098.jpg

হাটাহাটি করার সময় এই ছোট্ট হালকা গোলাপি রঙের ফুলের দেখা পেলাম। সবুজ পাতার মধ্য ছোট্ট একটি হালকা গোলাপি রঙের ফুল ফুটে আছে। যে দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিলো। তার মধ্য থেকে সবুজ পাতার ওপরে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ে আছে। যার জন্য ফটোগ্রাফি টি আরো বেশি সৌন্দর্যময় হয়ে উঠেছে। হালকা গোলাপি রঙের ফুলের উপরে পানির দৃশ্যটি কিছুটা হলেও ফটোগ্রাফির মধ্য দেখা যাচ্ছে।

1000046097.jpg

1000046096.jpg

আমি যখন এই ছবি গুলো ধারণ করছিলাম তখন এই ফুল দেখে মনে হয়েছিল। কতো ছোট্ট ছোট্ট জিনিস আমাদের সৌন্দর্য দ্বিগুণ করে দিতে পারে। কারণ হালকা গোলাপী ফুলের সবুজ পাতার মধ্যে যে সৌন্দর্য দেখা যাচ্ছে তা দেখে আসলেই আমাদের জীবনের সৌন্দর্য অনেক বেশি হয়ে যায়। সৃষ্টিকর্তা কতো সুন্দর সুন্দর আমাদের মাঝে পরিবেশ সুন্দর রাখার জন্য এই ফুল গুলো পাঠিয়েছেন। যে সুন্দর ফুল গুলো দেখে আমরা আনন্দিত পাই।

1000046095.jpg

1000046094.jpg

হতে পারে এই ফুল গাছ গুলো ছোট কিন্তু এই ফুল গাছ একটি বড় গাছের মতো সৌন্দর্য বজায় রাখে আমাদের চারি পাশে। একটি বড় গাছ থেকে যতটা অক্সিজেন আমরা পেয়ে থাকি। কিন্তু এই ছোট ছোট গাছ থেকেও ততটাই অক্সিজেন পেয়ে থাকি। এবং এই ফুল আশে‌ পাশের পরিবেশ সুন্দর রেখেছে। ছোট ছোট ফুল বলে হয়তোবা এই ফুলের মূল্যায়ন আমরা কেউ করি না। কিন্তু এই ফুল গুলো আমাদের মনে অনুপ্রেরণা দিয়ে থাকে। আমাদের ভালোবাসতে শেখায়। ফুলের ফটোগ্রাফি ধারণ করে আমি আনন্দিত এবং শেয়ার করে আরো বেশি আনন্দিত।

1000046093.jpg

1000046090.jpg

আমি আশা করি এই ছোট্ট ছোট্ট হালকা গোলাপি রঙের ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এবং নিত্যনতুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য চেষ্টা করব আপনাদের মাঝে আমি অবশ্যই। সবাই সেই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 14 days ago 

রাস্তার সাইটে অথবা বন জঙ্গলে এই ফুলের গাছগুলো বেশি দেখা যায় হালকা গোলাপি রঙের এই ফুলগুলো দেখতে ভারী সুন্দর।

তবে এর ঘ্রাণ সম্পর্কে আমি অবগত নাই ফুলগুলোর দারুন ছবি ক্যাপচার করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 12 days ago 

আসলে ভাই সত্য কথা বলতে এই ফুলের ঘ্রাণ সম্পর্কে আমারও কোন অভিজ্ঞতা নেই তবে ফুল আমাদের কোন না কোন ঘ্রাণ উপহার দিয়ে থাকেন যেটা সত্যি সুন্দর থাকে যাই হোক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 98064.32
ETH 3430.60
USDT 1.00
SBD 3.23