প্রবাসীদের মনের কষ্টের কিছু কথা

in Incredible India2 years ago

শুভ সকাল
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।

আজ কিছু কথা বলবো
প্রবাসীদের মনের কষ্টের কিছু কথা আমি প্রবাসে আছি বলে বলছি না এইরকম মনের কষ্ট আছে লাখ লাখ প্রবাসী ভাইদের মনে যেগুলো তারা পরিবারের সাথে শেয়ার করতে পারে না এমন হাজারো কষ্ট আছে তাদের মনে লুকানো।

adult-1867771_1920.jpg
Source

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81Tk6Rt6DpvCHmYGYN6e5k29F58rhsjh8B6E57HZpuGchY8xSauiGnpfxvVB2KU8G5BvHP5XKQfC2Lfq4qphDLrogmW4Fg (1).jpeg

প্রবাস মানে একটি জেলখানার
চেয়েও বড় কঠিন জায়গা প্রবাস কারণ জেলখানায় থাকলে দুই মাস বা তিন মাস পরে পরিবারের সাথে একদিন দেখা হলেও হয়ে থাকে কিন্তু এই প্রবাসে থেকে শুধু কথা হয়ে থাকে কিন্তু দেখা হয় না।

লক্ষ লক্ষ প্রবাসে মানুষ আছে
যেগুলো তাদের পরিবার ছেড়ে চলে আসতে হয় এই প্রবাসে বাবা-মা স্ত্রী সন্তানকে এবং ভাই বোনকে ফেলে আসতে হয় তাদের এই দূর প্রবাসে সারাদিন কথা হলেও অনেক কষ্ট থাকে তাদের মনে লুকানো যেগুলো তারা তাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেনা।

kids-labour-3571864_1920.jpgsource

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81Tk6Rt6DpvCHmYGYN6e5k29F58rhsjh8B6E57HZpuGchY8xSauiGnpfxvVB2KU8G5BvHP5XKQfC2Lfq4qphDLrogmW4Fg.jpeg

১০ ঘন্টা বা ১২ ঘন্টা ডিউটি
করার পরে নিজেদের কাজ নিজেদের গুছিয়ে নিতে হয় ডিউটি শেষে টাইম মতো কাজে না উঠতে পারলে বকা শুনতে হয় সকালে কিছু না খেয়ে দেয়ে চলে যেতে হয় কাজে।

ডিউটি শেষ হওয়ার পরে
গোসল করার আগে রান্নাবাড়ার জন্য তৈরি হতে হয় নিজেদেরকে তারপরে পরিবারের সাথে কিছু সময় কথা বলে আবার ঘুমিয়ে পড়তে হয় ঘুম থেকে উঠে খুব ভরে আবার চলে যেতে হয় কাজের মাঠে এভাবে কাটছে আমাদের জীবন।

construction-site-2858310_1920.jpg
Source

8A8epboLdNdfAhm8Yk3epXH9QyB6W6czjoDJPHGmgP2L4yg7nDvyQzSNLC7YvrKnxjttZDr836iNQ2oQc2aoxuDaS58Bz6Ado5B22BGpSF48b68f8UCMBmJm74D7G9...g8mhNiPAR1ZUqGuDwJMRq9wA36QidBeXDjymuoLcTDmMMF9eJUP9CyeYfgxUFoXc16iJMY9FBhUH34z4uW9nQefPykjC5pFjb4C4f95fyi8iecSdYWe4r2hRkS.png

প্রবাস যারা আছে
পরিবার থেকে অনেকেই ভেবে থাকে টাকার মেশিন আছে ওই দূর প্রবাসে কত মানুষ আছে লাশ হয়ে তার নিজের দেশে চলে যেতে হয় কত মানুষ আছে তাদের লাশটাও তাদের পরিবারের কাছে যায় না যখন একটি মানুষ মারা যায় তার পরিবারের অনেক মানুষ চিন্তা করে টাকার মেশিন আজ ভেঙে গেছে।

অনেক মানুষ কান্না করে
আপনজন মারা গিয়েছে বলে অনেক মানুষ কান্না করে তাকে খুব ভালোবাসতো বলে আমরা প্রবাসে আছি রেখে আসছি আমাদের বাবা-মাকে শুধু মনের ভেতরে একটি কথাই থাকে বাবা-মাকে রেখে আসছি বাড়িতে আল্লাহ তুমি যেন আমাদের বাবা-মায়ের কোলে ভালোভাবে ফিরিয়ে দিও।

আবার ভেবে থাকি
বাবা মায়ের মুখটা যেন গিয়ে দেখতে পারি দেশে ফিরে এমন কথা ভেবে রাতের আঁধারে চোখ দিয়ে চলে আসে অঝোরে পানি যেগুলো পরিবারের সাথে শেয়ার করা যায় না।

অনেকেই এসেছে তার
স্ত্রীর সন্তানকে সে রাতের পর রাত ভেবে ওঠে তার স্ত্রীর সন্তানকে যেন সে ভালোভাবে গিয়ে দেখতে পারে আসলে পরিবারের জন্য আমরা এই জীবন যুদ্ধে নেমেছি প্রবাস মানে আমার কাছে একটি জীবন যোদ্ধা।

পরিবারের সুখের জন্য
আজ আমরা এই দূর পরবাসে আছি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আজ আমরা এই দূর প্রবাসে আছি কষ্টটা কখন লাগে জানেন যখন মাস শেষ হয়ে যায় পরিবার থেকে বলা হয়ে থাকে এই মাসে টাকাটা যেন একটু কম এসেছে তখন চোখ দিয়ে অঝোরে পড়ে পানি।

সারাদিন এত খাটাখাটনি
করার পরেও পরিবারের মন না তুলতে পারলে নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয় এই প্রবাসে আছি বলে তখন মনে হয় সবকিছুই মিথ্যা ভালোবাসা আমাদের সমাজে এমন ধরনের কাজ অনেক ক্ষেত্রে হয়ে থাকে।

8A8epboLdNdfAhm8Yk3epXH9QyB6W6czjoDJPHGmgP2L4yg7nDvyQzSNLC7YvrKnxjttZDr836iNQ2oQc2aoxuDaS58Bz6Ado5B22BGpSF48b68f8UCMBmJm74D7G9...g8mhNiPAR1ZUqGuDwJMRq9wA36QidBeXDjymuoLcTDmMMF9eJUP9CyeYfgxUFoXc16iJMY9FBhUH34z4uW9nQefPykjC5pFjb4C4f95fyi8iecSdYWe4r2hRkS.png

অনেক ছেলে তার

  • বাবাকে হারাচ্ছে অনেক মেয়ে তার বাবাকে হারাচ্ছে অনেক স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে অনেক বাবা-মা তার সন্তানকে হারাচ্ছে অনেক ভাই বোন হারাচ্ছে তার ভাইকে এভাবেই কাটছে প্রবাসীর জীবন এভাবেই চলছে আমাদের বর্তমান জীবন বর্তমান কে মেনে নিতে হবে আমাদেরকে টাকার জন্য আজ আমরা এসেছি এই দূর প্রবাসে।

8A8epboLdNdfAhm8Yk3epXH9QyB6W6czjoDJPHGmgP2L4yg7nDvyQzSNLC7YvrKnxjttZDr836iNQ2oQc2aoxuDaS58Bz6Ado5B22BGpSF48b68f8UCMBmJm74D7G9...g8mhNiPAR1ZUqGuDwJMRq9wA36QidBeXDjymuoLcTDmMMF9eJUP9CyeYfgxUFoXc16iJMY9FBhUH34z4uW9nQefPykjC5pFjb4C4f95fyi8iecSdYWe4r2hRkS.png

বন্ধুরা আজ এ পর্যন্তই কথাগুলো নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভাল এবং সুস্থ থাকবেন সর্বদা আমার জন্য দোয়া রাখবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

ধন্যবাদ সবাইকে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qzHv5nuKCTcbEA3mTv626sLb8W6oq79CgzUytmox9NGDUAoPT3WVWQgJiFjsyNUgfQ8A9cFNua5zLzaaRNA4bimqwDeP2wLnDYiGE3yh5WmeeM3.gif

Sort:  
 2 years ago 

হুম ভাই প্রবাসীদের অনেক কষ্ট থাকে আর এই কষ্ট শেয়ার করার মানুষ খুজে পায় না তারা ৷ আর প্রবাস তো একটি জেলখানায় বলা যায় ৷ সময় টু সময় মত কাজ করতে হয় ৷ ঘুরারো সময় থাকে না ৷ যাই হোক ভাই হাজারো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি ৷ তারা যেন তাদের পরিবারের কাছে ঠিকভাবে ফিরে যেতে পারে ৷

আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি কমেন্ট আপনি আমার পোষ্টের মাধ্যমে জানিয়েছেন খুবই ভালো লাগলো।

আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

আসলেই আপনি ঠিক বলেছেন প্রবাস মানেই জেলখানা, আর সেখানে অন্যের জন্য সারাদিন খাটনি করে এসেও, নিজের জন্য আবার রান্না করতে হয়।

ওই জীবনটা কতটা কষ্টের যারা ওখানে থাকে তারাই একমাত্র বুঝতে পারে। আর আমরা দেশ থেকে বলি প্রবাস থেকে আমাদেরকে কেন মাসের পর মাস মোটা অংকের টাকা পাঠায় না।

কিন্তু সেই টাকাটা পাঠাতে তাদের কতটা কষ্ট হয় এটা একমাত্র তারাই বুঝতে পারে। আপনার পোস্ট পড়ে খুবই খারাপ লাগলো তবে সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে অনেক ধৈর্য দেয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনি আপনার মূল্যবান সময়ই দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

I would really like to learn a little more about your language, I would like to travel to India, it is true that I don't know how to read what you say, but I still wish you many blessings for your life.

 2 years ago 

thank you

Loading...
 2 years ago 

প্রবাস মানে একটি জেলখানার
চেয়েও বড় কঠিন জায়গা প্রবাস কারণ জেলখানায় থাকলে দুই মাস বা তিন মাস পরে পরিবারের সাথে একদিন দেখা হলেও হয়ে থাকে কিন্তু এই প্রবাসে থেকে শুধু কথা হয়ে থাকে কিন্তু দেখা হয় না।

  • আপনার এই লেখনী পড়ে খুবই খারাপ লাগলো ভাই। আসলে সামান্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রিয় মানুষদেরকে রেখে গেলে কতটা খারাপ লাগে। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। জাস্ট এতোটুকুতেই আমার খুব খারাপ লাগে। তাহলে এদেরকে ছেড়ে অন্য দেশে কিভাবে থাকা যায়। ভাই আপনি খুবই কষ্টে আছেন বুঝতেছি তবুও প্রিয় মানুষদের মুখের হাসি ফোটানোর জন্য আপনি ওখানে আছেন। ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
 2 years ago 

প্রিয় মানুষ বলতে ভাই আমার বাবা-মা আছে আমার বাংলাদেশ যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63064.93
ETH 2468.39
USDT 1.00
SBD 2.55