ইসলাম এর ইতিহাস পার্ট 1

in #islam2 years ago (edited)

খিলাফত- মহানবী (স) এর পরলোকগমনের পর শুরু হয় খিলাফত। খিলাফত বা Caliphate ( আরবি থেকে خلافة or khilāfa) ছিল, সরকারের ইসলামি রুপ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্ব করে। এই ধরণের শাসন ব্যবস্থার সরকার প্রধানকে খলিফা বলা হয়। ইসলাম ধর্মমতে বলা হয় বা "খলীফাতুল রাসূলুল্লাহ বা Successor of Messenger of God বা খলীফা (Caliph)"।

মুহম্মদ (স) এর মৃত্যুর পর কে হবেন প্রথম খলীফা ই নিয়ে বিতর্ক বাঁধে। অনেক বিতর্কের পর আবু বকর হন খলীফা। এবং রাশিদুন খিলাফত নামে মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মাত্র ৩০ বছরেই শেষ হয়ে যায় রাশিদুন খিলাফত। ৬৩২-৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল এ খিলাফত। ৪ খলীফা এ খিলাফত চালান। আবু বকর, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান এবং আলী। নাহরাইনের যুদ্ধের পর বেশ কিছু গোষ্ঠী আলীর বিরোধিতা শুরু করে এবং একপর্যায়ে তারা মুয়াবিয়ারও বিরোধিতা শুরু করে। বিদ্রোহীদের একটি দল আলীকে হত্যা করে কিন্তু মুয়াবিয়াকে হত্যা করতে ব্যর্থ হয়। আলীর পর তাঁর পুত্র হাসান খিলাফতের মনোনয়ন পান।

তিনি খলিফা হতে পারেননি। তিনি বিদ্রোহ দমন না করতে পেরে শেষ পর্যন্ত মুয়াবিয়ার সাথে সন্ধি করেন সাথে ছিল যসব গোষ্ঠীগুলা এই দু'জনের বা কোনো একজনের আস্থাভাজন ছিল তারাও। চুক্তির শর্ত ছিল- মুয়াবিয়া পাবেন খিলাফতের দায়িত্ব তবে সেটা রাজ্য চালনার জন্য এবং মুয়াবিয়া তার পরে অন্যকাউকে খলীফা মনোনয়ন দিতে পারবেন না। হাসানের মৃত্যুর পরও তিনি সাম্রাজ্য বানাতে পারবেন না। কিন্তু মুয়াবিয়া দ্বিতীয় শর্তটি ভঙ্গ করেন। তিনি তার পুত্র "প্রথম ইয়াজিদ বা Yazid I"কে তার পরবর্তী খলীফা হিসেবে ঘোষনা দেন। এভাবে হাসানের মৃত্যুর পর "খিলাফতে রাশিদুন বা Rashidul Caliphate" এর সমাপ্তি ঘটে এবং "Umayyad Caliphate বা উমাইয়া ফিলাফত'এর শুরু হয়।

উমাইয়া খিলাফত (আরবি: الخلافة الأموية‎, al-umawiyya) ইসলামের প্রধান চারটি খিলাফতের মধ্যে দ্বিতীয় খিলাফত। এটি উমাইয়া রাজবংশকে কেন্দ্র করে গড়ে উঠে। উমাইয়া বংশের শাসন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (Muawiya ibn Abi Sufyan) কর্তৃক প্রতিষ্ঠা হলেও, ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবন আফ্‌ফানের (Uthman ibn Affan) খিলাফত লাভের মাধ্যমে উমাইয়া পরিবার প্রথম ক্ষমতায় আসে। মুয়াবিয়া দীর্ঘদিন সিরিয়ার গভর্নর ছিলেন। ফলে সিরিয়া উমাইয়াদের ক্ষমতার ভিত্তি হয়ে উঠে এবং দামেস্ক তাদের রাজধানী হয়। উমাইয়া খিলাফত ছিল তৎকালীয় সবয়েচে বড় সাম্রাজ্য আর পঞ্চম দীর্ঘ সময়ের সাম্রাজ্য। উমাইয়া বংশ ককেসাস, ট্রান্সঅক্সানিয়া, সিন্ধু, মাগরেব, কর্ডোবা ও ইবেরিয়ান উপদ্বীপ (আন্দালুসিয়া) পর্যন্ত বিস্তৃত ছিল।

bdnews-subsite_import_wp-content_uploads_2016_11_14938251_1277976588899745_4934037918927192411_n.jpg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63657.90
ETH 2656.15
USDT 1.00
SBD 2.84