আমার আজকের পোস্ট || ছেলেকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া এবং ছেলের অনুভূতিঃ
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রহীম।
![]() |
---|
চিত্রঃ এক
বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো ছেলেকে নিয়ে আমার ফুফুর বাড়িতে যাওয়ার গল্প এবং ছেলের অনুভূতি। বন্ধুরা বেড়াতে যেতে কার কাছে না ভালো লাগে। বেড়াতে যেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো শুক্রবার সকালে আমি খুব একটা জরুরি কাজে আমার ফুফুর বাড়িতে যাব বলে আশা করছি। আমার বড় ছেলে নিহান যখনই শুনেছে যে আমি আমার ফুফুর বাড়িতে যাবো, তখন সে এসে বায়না ধরেছে যে তাকে ও নিয়ে যেতে হবে।
অবশ্য আমার যাওয়াটা ছিল খুব একটা গুরুত্বপূর্ণ কাজে এবং স্বল্প সময়ের জন্য। ভাবছিলাম জুমার নামাজ ফুফুদের বাসায় পড়ে এবং ফুফাতো ভাই সাইফুলের সাথে গুরুত্বপূর্ণ কথা শেষ করে দুপুরে খাবার খেয়ে আবার চলে আসবো। কিন্তু সকালে বাজারে যাওয়ার কারণে আমি আর জুমার আগে ফুফুর বাড়িতে পৌঁছাতে পারিনি, তাই একেবারে জুমার নামাজ পড়েই রওনা হলাম। তবে ছেলে কিন্তু আমার সাথে যাওয়ার কথা একদম ভুলে যায়নি।
![]() |
---|
চিত্রঃ দুই
আমি নামাজ পড়ে বাড়িতে আসার সাথে সাথেই ছেলে আমাকে বললো বাবা দাদু বাড়ি যাবে না তাড়াতাড়ি চলো। আমি ও নিহানকে নিষেধ করলাম না, কারন সে আমার সাথে খুব বেশি একটা কোথাও যেতে চায় না বা যায় না। কিন্তু এবার বেড়াতে যাওয়ার জন্য তার অনুভূতিটা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। কারণ সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার অনুভূতিটা যে কত মধুর তা শুধু বাবা-মা ই বুঝতে পারে।
আমি ও আমার ছেলের অনুভূতিগুলোকে আমার মাঝে সীমাবদ্ধ না রেখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার বাংলা ব্লগে পোস্ট করতে চলে আসলাম। আর তাই অটোতে ওঠার সাথে সাথে আমি এবং আমার ছেলের কিছু ছবি ক্যামেরাবন্দি করে ফেললাম এবং সারা পথ যেতে যেতে নিহান আমাকে নানান প্রশ্ন করতেছিলো।
![]() |
---|
চিত্রঃ তিন
সারা পথ যেতে যেতে তার অনুভূতিটা ছিল অসাধারণ এবং অবর্ণনীয়। তো বাড়ি পৌঁছানোর পর আমাদের হালকা কিছু আপ্যায়ন করালো এবং ভাত খাওয়ার জন্য সাধলো। যেহেতু আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই বের হইছি, তাই তখন আর ভাত খেলাম না, তবে চলে আসার সময় আমরা ভাত খেয়ে আসলাম। অবশ্য যাওয়া আসার মাঝে যতটুকু সময় ফুফুদের বাড়িতে ছিলাম, এখন আমার ছেলে নিহান খুব ভালো কিছু মুহূর্ত কাটিয়েছে, কারণ সাইফুলের দুটি ছেলে ছিল এর মধ্যে একটি ছিল নিহানের সমবয়সী, ওদের সাথে খেলাধুলা করে নিহান খুব কিছু ভালো মুহূর্ত কাটিয়েছিল।
![]() |
---|
চিত্রঃ চার
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর। |
বন্ধুরা এই ছিল আমার ছেলেকে নিয়ে আমার ফুফুর বাড়িতে যাওয়ার অনুভূতি, আশা করছি সবার কাছে ভালো লাগবে খুব ভালো লাগলো অবশ্যই একটি ভাল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
বাচ্চারা দাদু বাড়ি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকে। এজন্যই হয়তো আপনার বাচ্চাও যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। ভালো করেছেন বাচ্চাকে সাথে নিয়ে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছেন। বাচ্চা মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। তাছাড়া শুক্রবার জুম্মার নামাজের জন্য কোথাও যাওয়ার প্লান অন্যরকম করতে হয়। ভালো লাগলো আপনার ছেলের বেড়াতে যাওয়ার অনুভূতিগুলো করে।