পোস্ট || সময়ের অপব্যবহার:

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম

বিসমিল্লাহির রাহমানির রাহিম।



হ্যালো, আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

বন্ধুরা আজকের পোস্টটা কিছুটা ব্যতিক্রম এবং আমার দেখা বাস্তব ঘটনা নিয়ে পোস্টটি লেখা। সাধারণভাবে চিন্তা করলে পোস্টটি তেমন কিছু না কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে পোস্টটিতে আমি কি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি।

pexels-the-5th-50003-179908.jpg

[Copyright free image source:pixels]

যাই হোক ঘটনাটা হচ্ছে গত বুধবার রাতে আমার ফ্রেন্ড কাউসার রাত সাড়ে সাতটা নাগাদ আমাকে ফোন দিয়ে বলে তুমি বাসায় আছে কিনা? আমি বললাম হ্যাঁ আমি বাসায় আছি কিন্তু কেন কাউসার আমাকে বলল তোমাকে নিয়ে একটু বেলতলা বাজার যাব, আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য। আমি বললাম আমি বাসায় আছি তুমি বাসার দিকে আসো, কাওসার আমার বাসার সামনে আসলে আমরা দুজনে বেরিয়ে পড়ি এবং হাঁটতে হাঁটতে বেলতলা বাজারে যাই।

বেলতলা বাজারে গিয়ে ও বলল, যে আমরা এখানে বসে চা খাই, ও নামাজে গেছে নামাজটা শেষ করে আসলে ওর সাথে দেখা করব। আমি বললাম ঠিক আছে, ওনার বেলতলা বাজারে একটা হার্ডওয়ার দোকান আছে। আমরা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ পরে দেখলাম উনি নামাজ শেষ করে দোকানে আসলো, ওনার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে কিন্তু পাঞ্জাবি পড়া টুপি পরা পায়জামা পরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সম্ভবত। কিছুক্ষণ কথা বলার পরে কাওসার ভাই ওই লোককে বলল চল বন্ধু সিগারেট খাব, প্রথমত আমি উনাকে দেখে কিছুতেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে উনি সিগারেট খায়।

যাই হোক তারপর ভাবলাম যে খেতেই পারে, এরপরের যে ঘটনা সেটা আমাকে আরও বেশি অ বাক করলো। সেটা হচ্ছে তখন ঐ বন্ধুটি কাউসার ভাইকে বলল তোমাকে কি এখানে বসে সিগারেট খাওয়ার জন্য ডাকা হয়েছে। আমি এই কথা শুনে অবাক হলাম কারণ একটা সিগারেট খাওয়ার জন্য একজন বন্ধুকে এতদূর থেকে ডেকে আনলো, তারপর কাউসার ভাই ওনাকে জিজ্ঞেস করল তাহলে কোথায় যাব, তারপর উনি একটা নদীর পাড়ে যাওয়ার কথা বলল জায়গাটা নাম আমার সঠিক মনে নাই, বেলতলা বাজার থেকে আমরা মোটরসাইকেল নিয়ে গেলাম।

প্রায় দশ মিনিট সময় লাগলো নদীর পাড় পৌঁছাতে, নদীর পাড়ে যাওয়ার পর জাস্ট সিগারেটটা খেয়ে আবার ওরা চলে আসলো। তো আমার কথা হচ্ছে একটা মানুষ শুধুমাত্র একটা সিগারেট খাওয়ার জন্য একজন বন্ধুকে ডাকলো , মাগরিবের নামাজের পর সাধারণত দোকানের বেচাকেনা বেশি হয় সেই সময়টা নষ্ট করে সে ২০ মিনিট সময় নষ্ট করে একটা জায়গায় গিয়ে সিগারেট খেলো , এই সময়টা যে নষ্ট করলো এ সময় তার দোকানে হয়তো দুইটা কাস্টমার এসেছে ঠিক আছে।

সে যাই হোক আমার কথা হচ্ছে একটা সিগারেট খাওয়ার জন্য আমাকে এতটা সময় নষ্ট করে এত দূরে কেন যেতে হবে এই সময়টাকে কি আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি না? সিগারেটটা তো সে দোকানের কাছে বসে খেতে পারত। আসলে এই যে সময়ের অপব্যবহার করি সময় পাই আমরা গুরুত্ব দেই না সময়টা আমরা কাজে লাগাই না এজন্যই আমরা বাঙ্গালীদের জীবনে অনেক সময় দুঃখ নেমে আসে।


HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 22 days ago 

সম্পদ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় কিন্তু সময় হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না। সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কিছু সময়ের কাজ যদি সময় না করা যায় তাহলে আপনি সেই সময়টা আর কখনোই ফিরে পাবেন না। আর ওই সময়ের জন্য আপনাকে আক্ষেপ করতে হবে। আপনি বেশ চমৎকার লিখেছেন লেখাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 21 days ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 22 days ago 

সবকিছু হারালেও ফিরে পাওয়া যায়। কিন্তু সময় হারালে কখনোই ফিরে পাওয়া যায় না। এত দূর থেকে এসে একটা সিগারেট খাওয়ার বিষয়টা আমার কাছে কিন্তু একেবারে বাজে স্বভাব বলে মনে হয়েছে। সিগারেট খাবে তো ভালো কথা তাহলে দোকানে অথবা আশেপাশে কেন খেলো না। আসলে যে সময়টা আমাদের কাছ থেকে চলে যায়, পরবর্তীতে আমরা সেই সময়ের জন্য অনেক আফসোস করে থাকি। তিনি দোকানে থাকলে হয়তো একটা কাস্টমার হলেও আসতো। এরকম সময়ের অপব্যবহার করা ব্যক্তিদের আমার একেবারেই পছন্দ না।

 21 days ago 

ঠিকই বলেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54147.93
ETH 2274.31
USDT 1.00
SBD 2.35