ভবিষ্যৎ।

in আমার বাংলা ব্লগ3 months ago

image.png

image source

মানুষ পৃথিবীতে এসে নিজের প্রতিকূলতার সাথে লড়াই করে যায় শুধু মাত্র নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। আসলে আমরা সবাই চাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আমাদের সকল কষ্ট , সকল ত্যাগ সকল কিছুই আমাদের ভবিষ্যৎকে উৎসর্গ করি। সব কিছু শেষেও যাতে আমাদের ভবিষ্যৎ ঠিক থাকে। আসলে কথা হচ্ছে মানুষ বর্তমানকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়। বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি যাতে পরিবর্তণ হয়ে উন্নত হয় সেই চেষ্টায় আমরা রাত দিন কাজ করে থাকি। বর্তমানকে উৎসর্গ করি যাতে ভবিষ্যৎ আমাদের আপন হয়।

তবে আমরা অনেকেই আছি যারা কিনা এখনো সেই অতীতকে নিয়ে চিন্তায় ব্যস্ত। আপনি ভালো ভাবে সেটা জানেন যে অতীতকে কখনোই পরিবর্তন করা যাবে না। বরং সেই অতীতকে কাজে লাগিয়ে আমাদের বর্তমানে যাতে সেই ভুল না হয় সেটার দিকে নজর রাখতে হবে। কেননা অতীত অপরিবর্তনশীল , আপনি আমি কেউ সেই অতীতের করা ভুল এখন বর্তমানে এসে শুধরাতে পারবো না। তাহলে ভেবে লাভ কি অতীতকে ? আমরা অতীতকে শুধু মাত্র শিক্ষা নেয়ার কাজে ব্যবহার করতে পারি। অতীত আমাদের সেই ভুল গুলো থেকে আটকাতে পারবে যে ভুল গুলো আমরা আগেও করে এসেছি।তাই অতীতকে নিয়ে চিন্তা না করে বরং শিক্ষা নেয়া উচিত আমাদের।

আবার অনেকেই আছে যারা বর্তমানের সুখ নিয়ে ব্যস্ত। তাদের আসলে নিজের অতীতকেও মনে রাখে না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। যেটা কিনা মোটেও ঠিক না। কেননা আপনি বর্তমানে যত বেশি কষ্ট করবেন আপনার ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল। আসলে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই থাকে না। আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন কিনা কিন্তু ভবিষ্যৎকে তো পারবেন। তাই সব সময় নিজের বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করুন। তবেই আপনি সমাজের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যেতে পারবো। কেননা আমরা সবাই জানি "কষ্ট করলে কেষ্ট মেলে" তাহলে কষ্ট করতে ক্ষতি কি ?

তবে এখানে আরো একটি কথা আছে , অনেকেই আবার আছে শুধু ভবিষ্যৎ এর ভালোর কথা চিন্তা করে। যে সে এতো বড় তবে , এই কাজে সফলতা অর্জন করবে , সে ভাবছে ঠিকই কিন্তু তার সেই সফলতাকে বাস্তবায়ন করার জন্য কোনো পরোক্ষে নিচ্ছে না। আসলে ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদের বর্তমানকে কাজে লাগাতে হবে। আসল কথা হচ্ছে আপনি যতদিন না কঠিন কর্মঠ ব্যক্তি হচ্ছেন ততদিন আপনার সফলতা আসবে না। তাই নিজেকে পরিবর্তন করুন , নিজের ভবিষ্যৎ এর কথা ভাবুন। দেখবেন মনের মধ্যে আলাদা এক শক্তি কাজ করছে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 months ago 

কিছু কিছু মানুষ আছে যারা অতীত নিয়ে সারাক্ষণ হা-হুতাশ করে। কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান জীবনে কাজে লাগায় না। তারা প্রকৃত অর্থে বোকার স্বর্গে বসবাস করে। আবার কিছু কিছু মানুষ ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয় না। তারাও বোকার স্বর্গে বসবাস করে। কিন্তু প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, তারা বর্তমানকে উপভোগ করার পাশাপাশি,অতীতের শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎকে আরও সুন্দর করতে কঠোর পরিশ্রম করে। দিনশেষে তারাই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এইখানে একটা নিউট্রাল অবস্থায় থাকতে হবে। না অতীত নিয়ে বেশি চিন্তা করা যাবে আর না ভবিষ্যতে নিয়ে অতিরিক্ত ভাবা যাবে। বতর্মান টা ঠিকভাবে কাজে লাগাতে হবে। বতর্মান টা সুন্দর করার জন্য ঠিকভাবে বাঁচতে হবে। এবং ভবিষ্যতের জন্য বর্তমানের কাজগুলো যথাযথভাবে করতে হবে। এটাই আসল কথা। তবে আপনি খুবই সুন্দর লিখেছেন আপু।

 3 months ago 

আমাদের অতীতের ব্যর্থতার কথা মনে রেখে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে।বর্তমানে ভোগ বিলাসিতা করে কাটিয়ে লাভ নেই।বর্তমানে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস আপনাকে সুন্দর ভবিষ্যৎ এনে দিবে।তাই আমাদের সময় থাকতে নিজেকে পরিবর্তন করে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65969.85
ETH 3429.28
USDT 1.00
SBD 2.68