স্বরচিত কবিতা - ভালোবাসার দেয়ালে

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

rose-8287698_1280.jpg

image source

কিছু কিছু ভালোবাসা অনেক অবুঝ হয়, যাদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে বুঝানো যায় না যে তাকে কতটা ভালোবাসি। আবার অনেকাংশে ভালোবাসা এমনও হয়, ভালোবাসার মানুষের জন্য দিনের পর দিন সবকিছু ত্যাগ করে গেলেও তাকে বোঝানো যায় না যে তার জন্য সেই মানুষটা কি কি হারিয়েছে।

তবে যাই কিছুই হোক, সত্যিকারের ভালোবাসা এটাই যে, হাজার কিছু হাজার ঝামেলার পরেও দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত করে নিয়েছে। আর ভালবাসা এমনটাই হওয়া উচিত দুজনে সুখ-দুঃখ একি সাথে ভাগাভাগি করে নিয়ে জীবনটাকে সাজিয়ে তুলবে।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার দেয়াল নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবাসার দেয়ালে

লেখা - আইরিন ইসলাম

আজও বোঝোনি তুমি,
ভালোবাসি কত তোমায়।
জীবনে মরনে থাকবো একসাথে,
এটাই মন চাই।

ভালোবাসাই দুজন করবো মাখামাখি,
একসাথে থাকবো জনম ভর।
বিশ্বাস আছে তোমার উপর,
জানি করবে না আমায় পড়।

তবে একটু কমতি আছে তোমার,
ওই ভালোবাসার দেয়ালে।
মাঝে মাঝে হারিয়ে যাও তামাশায়,
মনে রাখো না আমায় খেয়ালে।

মাঝে মাঝে হারিয়ে যায় ভালোবাসার গন্ধ,
নিস্তব্ধতার কাছে।
তবে মনের মধ্যে ভালোবাসা কিন্তু,
দুজনেরই অনেক আছে।

বিশ্বাস করো মনে প্রানে চাই আজও তোমায়,
হারাতে দেব না দূরে।
হারিয়ে গেলেও খুঁজবো তোমায়,
করুন মায়াবী সুরে।

তাই শোনো ওগো বলছি তোমায়,
ভালোবাসি অনেক বেশি।
তাইতো হাজার অবহেলার পরেও,
তোমার কাছে ফিরে আসি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 8 months ago 

আপু চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন। কবিতাটি ভালোবাসার মানুষকে নিয়ে লেখা।আসলে এটা সত্যি ভালোবাসার পর হাজার কিছু হলেও দুজন একসাথে থাকে। সুখ-দুঃখ ভাগ করে নেয়াই ভালোবাসার মূলমন্ত্র।মনের অনুভূতি দিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

প্রেম ভালোবাসা কে কেন্দ্র করে সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতাটা আবৃত্তি করতে আমার বেশ ভালো লেগেছে।যেখানে ভালোবাসার অনুভূতি দিয়ে গড়া প্রত্যেকটা লাইন। আর রয়েছে প্রত্যেক লাইনের ছন্দ মিল। এজন্য আবৃত্তি করতে যেন বেশি ভালো লাগলো আমার।

 8 months ago 

আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে।আজকের এই কবিতাটি আরও বেশি ভালো লেগেছে। ভালবাসার দেওয়াল এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার অনুভূতি যেন এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যদি একে অপরকে ভালোবাসে তখন শত সমস্যা মোকাবেলা করা যায়। কিন্তু ঝামেলা হয় তখন যখন একজন আরেকজন কে ভালোবাসে কিন্তু অন্যজন সেটা বোঝার চেষ্টা করেনা। এক্ষেত্রে ঐ দ্বিতীয় ব‍্যক্তিটা শত অপমান শত অবহেলার পরও ফিরে আসে। কিন্তু সে না বুঝেই ভালো থাকতে চাই। কবিতা টা বেশ সুন্দর লিখেছেন। এবং ব‍্যাপার টা একেবারে সঠিক।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কবিতার প্রতিটা লাইনের সাথে যেন আলাদা মায়া জড়িয়ে আছে, প্রতিটা লাইন ভালবাসায় ভরপুর তবে ভালোবাসাটা যদি সার্থক হয় তাহলে সেটা তো আরো সুখের। সুন্দর লিখেছেন আপু চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

সত্যিকারের ভালোবাসা এমনই হওয়া দরকার যেখানে হাজার সমস্যা থাকলেও একে অন্যকে ছেড়ে কেউ কোথাও যাবে না, সুখে দুঃখে একে অন্যের পাশে থাকবে , একে অন্যকে বুঝবে এমনটাই হওয়া উচিত । ভালোবাসা নিয়ে লেখা আপনার এই কবিতাটি অনেক ভালো লাগলো আপু । খুবই সুন্দর কিছু লাইনের মাধ্যমে মনের আবেগটাকে তুলে ধরেছেন এই কবিতাটিতে।

মাঝে মাঝে হারিয়ে যায় ভালোবাসার গন্ধ,
নিস্তব্ধতার কাছে।
তবে মনের মধ্যে ভালোবাসা কিন্তু,
দুজনেরই অনেক আছে।

এই লাইনগুলো একটু বেশি সুন্দর ছিল আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63