নিজের কার নিজেকেই করা উচিত।

in আমার বাংলা ব্লগ11 days ago

image.png

image source

বর্তমানে এমন একটা সময় এসেছে যে আমরা সব কিছুতেই একদম প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। এই জিনিষটা আমাদের জন্য খুবই দারুন একটা বিষয়। তবে অতিরিক্ত নির্ভর থাকার কারণে আবার আমরা আমাদের নিজেদের সৃজনশীলতাকে হারিয়ে বসছি না তো ? ব্যাপারটা কিন্তু খুবই চিন্তা জনক। যদি আমরা আমাদের সৃজনশীলতাকে আস্তে আস্তে হারাতে বসি তাহলে পরবর্তী সময়ের জন্য আমাদের জীবনে বড় কিছু করা সত্যিই অনেক কঠিন হয়ে পড়বে। কেননা এখনকার যেই যুগ এই সময়ে আপিন যদি সৃজনশীলতার কোনো ব্যবহারই না জানেন এবং নিজেকে সবার থেকে আলাদা ভাবে তৈরী না করতে পারলে জীবনে বড় কিছু করা কোনো ভাবেই সম্ভব হবে না।

পৃথিবী দিন দিন আধুনিক হচ্ছে , যেটা আমাদের বাবা মা-রাও স্বপ্নে কখনো ভাবেই সেসব জিনিস কেই আমরা নিত্যদিনের সাথে ব্যবহার করছি। যেমন ধরুন আগেকার দিনে সাধারণ একটা ফোন এ কথা বলাও ছিল বেশ কঠিন ব্যাপার। সবার হাতে ফোনও ছিল না। কিন্তু এখন যে সময় এসেছে শুধু কথা বলা তো একদম নরমাল , সারাসরি ভিডিও কল এর মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি। যেটা কিনা ২০ বছর আগের মানুষ গুলো কোনোদিন কল্পনাও করতে পারিনি। এইগুলো সত্যিই আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলেছে। তবে সব কিছুরই একটা ভালো এবং একটা খারাপ দিক থাকে।

যেমন বর্তমানে এমন একটা জিনিসই তৈরী হয়েছে যেটা কিনা আমাদের সৃজনশীলতাকেই নষ্ট করে দিচ্ছে। যেমন ধরুন অনেকেই আছে যারা কিনা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে একটা গল্প বানিয়ে ফেলছে , অনেক সৃজনশীল কাজ গুলো নিজে না করে সেইসব এআই দিয়ে করিয়ে নিচ্ছে। যাতে করে আমাদের সৃজনশীলতা কিন্তু বিকশিত হচ্ছে না। যেটা কিনা সত্যিই অনেক খারাপ একটা বিষয় আমাদের জন্য। তাই আমরা চেষ্টা করছো সেইসব আবিষ্কার গুলোকে আমাদের উপকারের জন্য ব্যবহার করতে। নাকি সেইসবের সুবিধা ভোগ করতে গিয়ে উল্টো নিজের সৃজনশীলতাকেই নষ্ট করে ফেলার।

প্রযুক্তি যতটা উন্নত হয়েছে দিন দিন তার থেকেও অনেক বেশি উন্নত হবে। কিন্তু আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যে এইসব প্রযুক্তির সুবিধা ভোগ করতে গিয়ে যাতে আমরা আমাদের নিজেদের ক্ষতিই না করে ফেলি। সাহায্য নিবো কিন্তু এমন কোনো সাহায্য না যার জন্য আমাদের সৃজনশীলতাই বিকশিত হওয়ার থেকে বঞ্চিত হবে। আজ এই পর্যন্তই , ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষন অব্দি পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 11 days ago 

জি এটা ঠিক বলেছেন, এই প্রযুক্তি ব্যবহার করতে করতে দেখা যাবে একসময় এটাতে অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়বো। তবে আমাদের কোনো কিছুর উপরই অতিরিক্ত অভ্যস্ত হয়ে পড়া উচিত নয়। কারণ একসময় মানুষ নতুন করে নিজের সৃজনশীল তাকে প্রকাশ করার চিন্তা কেউ বাদ দিয়ে দিবে কারণ AI তো সবকিছুই সহজ করে দেয়। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু মনে হয় আপনার টাইটেলে ভুল আছে ঠিক করে নিয়েন।

 11 days ago 

প্রতিটি জিনিসের ভালো দিকের পাশাপাশি খারাপ দিক রয়েছে এবং এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। দিন যতই অতিবাহিত হচ্ছে, আমরা ততই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। তবে প্রযুক্তি নির্ভর হয়ে নিজের ক্রিয়েটিভিটিকে যদি হাতে ধরে মেরে ফেলি,তাহলে দিনশেষে আমাদেরই ক্ষতি হবে। তাই সবসময় প্রযুক্তির উপর নির্ভর হওয়াটা উচিত নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। (আপু টাইটেলে একটু বানান ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।)

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.96
ETH 3483.54
USDT 1.00
SBD 2.53