ঈদ এর আগের দিন।

in আমার বাংলা ব্লগ6 days ago

image.png

image source

বছরের মাত্র ২টা দিন আমাদের মুসলিমদের জন্য খুবই আনন্দের হয়। তার মধ্যে এতো মধ্যে আমরা ১ টা দিন পার করে ফেলেছি আর এখন আগামীকাল হচ্ছে সেই বাকি আরেকটা দিন। আজ রাট হচ্ছে ঈদ এর আগের দিন রাত। খুবই সুন্দর একটা সময়। এই সময়টা সত্যিই অনেক স্মৃতি বহন করে। পুরো পরিবারের সাথে একসাথে বসে আনন্দের মেতে উঠার সুখময় স্মৃতি গুলো তো এখনকার সময়েরই। সকলে একত্রে হয়ে একসাথে বসে গল্প গুজব করার চেয়ে মজার এবং শান্তির আর কিছু আছে বলে আমার মনে হয়না। আমি মূলত , ঈদ এর সময়ের এই জিনিসটাই সব থেকে বেশি উপভোগ করি। আর উপভোগ করবোই না কেন , এইটাই তো মূল আনন্দ।

সাভাবিক ভাবে আমাদের বাড়িতে তেমন বেশি লোকসমাগম নেই , কেননা সকলে তাদের নিজেদের করবো জীবন নিয়ে ব্যস্ত থাকে। এবং সকলে চাইলেও একসাথে একত্রে বাড়িতে আসতে পারে না। কিন্তু বছরের ২ টা ঈদ এর সময় এমন হয় যে আমাদের বাড়ির প্রায় প্রতিটা ঘরে ঘরে মানুষ থাকে। সকলে তাদের স্বাভাবিক কর্মজীবন দেখে আমাদের সাথে এই সুন্দর ঈদ পালন করতে পারে। ব্যাপারটা সত্যিই আনন্দের , আমি খুবই উপভোগ করি এই সময়টাকে। আর আমার কাছে একা একা থাকার চেয়ে সকলে একসাথে থাকা খুবই ভালো লাগে। সকলে একসাথে মিলে গল্প গুজব করে সুন্দর সময় পার করাটা সত্যিই অনেক আনন্দের ব্যাপার।

ঠিক সেই ভাবেই আমাদের এলাকায় কালকে ঈদ এর খুশি সকলে ভাগাভাগি করতে প্রতিটা ঘর এখন তাদের আত্মীয়স্বজন দিয়ে ভরতি । সকলে চায় তাদের পরিবার পরিজনদের সাথে এই সুন্দর সময়টাকে ভাগাভাগি করে নিতে। আগামী কাল ঈদ এই কথাটি ভেবে খুবই খুশি লাগছে। আবার দীর্ঘ ১ বছর পর বেঁচে থাকলে এই ঈদ এর দেখা পাবো। আবার সকলের ঘরে ঘরে আনন্দের ছড়া ছড়ি দেখতে পাবো। ঈদ খুবই আনন্দের একটা দিন , এই দিনে আমি চাই এমন এমন কিছু সুন্দর স্মৃতি তৈরী করতে যেগুলো আমি সব সময় মনে রাখতে পারি। কেননা এই ২ টা দিন বছরে শুধু একবারই আসে।

আমি সব সময় চাই আমাদের সকলে যাতে সুন্দর ভাবে , শান্তিতে এবং সুন্দর কিছু স্মৃতি তৈরী করার মধ্যে দিয়ে এই জীবনটাকে পার করতে পারি। কোনো হিংসা বিদ্বেষ আমি মোটেও পছন্দ করি না। যাই হোক , আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষন অব্দি আমার পোস্টটি পড়ার জন্য। সবাইকে ঈদ মোবারক।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 days ago 

ঈদের আগের দিন নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ঈদ মানেই আনন্দ। পরিবারের সবাই একসাথে ঈদ করার আনন্দই আলাদা। এখন সবাই কর্মজীবন নিয়ে এত ব্যস্ত, সবার সাথে সবস্ময় দেখা হয়না। কোন অনুষ্ঠান বা দুই ঈদের জন্য অপেক্ষা করতে হয়। আর সবার উপস্থিতিতে ঈদের আগের দিন- রাতটা অনেকটা স্পেশাল হয়ে উঠে। আপনজনদের সাথে কত কথা! তাই আপনার আজকের ঈদের আগের দিন নিয়ে লেখাটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 days ago 

আগে ঈদের আগের দিন অনেক মজা করতাম বন্ধু-বান্ধব মিলে যেমন গল্প করতাম তেমনি অনেক সুন্দর সুন্দর সময় কাটালাম ।তবে এখন কি জানি পরিবেশটা অন্যরকম হয়ে গেছে যাই হোক আপু আপনার পোস্টটা পড়ে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। অনেক সুন্দর একটি টপিকের উপর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

চাঁদরাতে কিন্তু অনেক মজা হয়। সবাই মিলে আড্ডা দিতে এবং এখানে সেখানে ঘুরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া হাতে মেহেদি পরতেও খুব ভালো লাগে। যদিও আগের মতো এখন ততোটা আনন্দ করা হয় না। সামনে হয়তোবা ঈদের আনন্দ আরও কমে যাবে। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

কর্মজীবনে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকলেও এই ঈদকে কেন্দ্র করে সবাই পরিবার পরিজনের সাথে একত্রিত হয়।আর তাই সবাই একসাথে হলে আনন্দ উল্লাসে,গল্প-আড্ডাতেও মেতে থাকা যায়। আমার কাছে তো চাঁদ রাতেই বেশী ভালো লাগে।এই সময় ঈদের অপেক্ষায় থেকে চমৎকার কিছু সময় কেটে যায়। আপনার সুন্দর অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53