জীবন

in আমার বাংলা ব্লগ8 months ago

জীবন

image.png

image source

জীবনকে আপনি যে ভাবে নিবেন জীবন ঠিক সেই ভাবেই আপনার কাছে ধরা দিবে। আপনি যদি মনে করেন জীবনের সবকিছু আপনার কাছে অনেক কঠিন, আপনার জীবনে সুখ- শান্তি বলে কিছুই নেই তাহলে দেখবেন জীবনটা ঠিক সেই ভাবেই আপনার কাছে ধরা দিবে। জীবনের সুখ-শান্তি, দুঃখ -কষ্ট নিয়ে অনেক পোস্টে অনেক কিছু লিখেছি। আর এই লেখা যেন চলতে থাকবে সবসময়। কারণ প্রতিটি মানুষের সাথে প্রতিনিয়ত যা কিছু ঘটছে ও যা কিছু আমরা দেখতে পারছি সবকিছুই থেকেই যেন নতুন থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করছি আর সেখান থেকেই জীবন নিয়ে নতুন নতুন লেখারও যেন কোনো শেষ নেই।

জীবনকে কখনো কখনো আমরা নিজেরাই কঠিন করে তুলি। কারণ আমাদের মনের মধ্যে সবসময় বেশি কিছু চাওয়ার ও পাওয়ার আকাঙ্খা থাকে। আমরা কখনো এভাবে ভাবতে পারিনা যে, আমার কাছে যা আছে তাই যদি না থাকতো তাহলে আমি কি করতাম! বরং আমরা সবসময় এভাবে ভাবতে পছন্দ করি যে, আমার উপরে যে আছে তার কাছে কখন যাবো ও তার সমান কখন হবো। আর এভাবেই একজন আরেকজনের পিছু ছুটতে ছুটতেই জীবনের সুখ গুলোকে কখনো আমরা ধরতে পারিনা কিংবা বুঝতে পারি না। আমাদের জীবন থেকে যেন এই হায়হতাশ বিষয়টা কখনো চলে যেতে চাইনা। আর এই জন্যই জীবন হয়তো এত কঠিন আর এত দুঃখ-কষ্টে ভরা।

কেউ দামি রেস্টুরেন্টে বসে দামি খাবার অর্ডার করে দুই চামচ মুখে দিয়ে উঠে যায়। আর সেই রেস্টুরেন্টের পাশেই কিছু এতিম বাচ্চারা ঘুরাঘুরি করে পেটের খিদার যন্ত্রনায়। পৃথিবীর বুকে অনেকের খাট আছে তো ঘুম নেই, আবার কারো ঘুম আছে তো খাট নেই, আর এটাই হলো সমতা। সবকিছুইরই একটা সমজস্বতা রয়েছে আর একে মেনে নিয়েই জীবনে আগাতে হবে। আমার কিছু নেই এই নিয়ে দুঃখ করার কিছুই নেই, আবার আমার অনেক কিছু আছে বলে আমার অহংকার করতে হবে সেটারও কোনো প্রয়োজন নেই। জীবন একেক সময় একেক রকম। তবে নিজে থেকে নেগেটিভ চিন্তা করে আমরা নিজেই যখন নিজের জীবনকে বদলে দেয় সেটা হয়তো সত্যি আমাদের জন্য অনেক বড় বোকামি।

আমরা সবসময় আমাদের চিন্তা ভাবনা গুলো এমন ভাবে করার চেষ্টা করবো যে ভাবে আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের জীবনের দিক গুলো পরিবর্তন হবে না। আমাদের জীবনের ছোট ছোট আনন্দ গুলোকে নষ্ট করবে না। সবসময় সবকিছুকে সহজ ভাবে দেখার চেষ্টা করবো ও ভালো মনে করার চেষ্টা করবো। তাহলে দেখবেন জীবন আপনার কাছে অনেক কঠিন থেকে সহজ হয়ে গেছে। জীবনের প্রতিটি ধাপ আপনি অনেক সহজেই পার হতে পারছেন। জীবনের সুখ-শান্তি, চিন্তা মুক্ত কিংবা আবার আয়েশ এগুলো অনেকটাই আমাদের মস্তিষ্কে বসবাস করে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 8 months ago 

জীবন নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন আপু। খুব সত্যি কিছু কথা শেয়ার করলেন। জীবন কে আমরা যেভাবে চালাব জীবন সেভাবেই চলবে। আমাদের দৃষ্টিভঙ্গী যেমন হবে আমরা ও সেই ভাবেই জীবনকে চালাব।জীবনকে কঠিন করে তোলা যাবে না।আমরা সহজ স্বাভাবিক হলে জীবন ও সহজ হবে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কোথায় তো বলে দৃষ্টিভঙ্গি বদলে দাও জীবন বদলে যাবে। কথাটা একেবারে সত্য। তাইতো জীবন নিয়ে আপনার এত সুন্দর লেখাগুলো আমাকে মুগ্ধ করেছে আপু। দারুন লিখেছেন আপু। আমাদের নিজেদেরকে নিজেদের পরিবর্তন ঘটাতে হবে। সব সময় সন্তুষ্ট থাকতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বাহ্ আপু আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন জীবনকে ঘিরে।আসলেই জীবন কে আমরা যেমনটা নিই আমাদের জীবন ঠিক তেমনভাবে চলে।আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য কোনো কিছুই এতো কঠিন রাখেন নি, যার চাপ কিনা আমরা নিতে পারবো না।তাই আমাদের উচিত সবসময় জীবনকে সহজভাবে নেওয়া।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যে মানুষ যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, আমার মতে সে হচ্ছে প্রকৃত সুখী মানুষ। সবাই নিজের উন্নতি করতে চায় এবং সেটা অবশ্যই খুব ভালো একটা দিক। কিন্তু বর্তমানে যেমন থাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা আমাদের রিজিক আরও বৃদ্ধি করে দেয়। সবসময় আমাদের উচিত আমাদের চেয়ে অপেক্ষাকৃত নিচু শ্রেণীর মানুষদের দিকে তাকানো। তাহলে নিজেই উপলব্ধি করতে পারবো আমরা কতোটা ভালো আছি। কিন্তু অতিরিক্ত চাহিদা থাকা মোটেই ভালো না। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

একদম সঠিক বলেছেন আপু মানুষের মনে যখন আশা-আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় আর সেই আশা-আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে গিয়ে কিন্তু মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়ে। সুন্দর টপিক নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67050.87
ETH 3252.29
USDT 1.00
SBD 2.64