জীবন।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

জীবন , আসলে সকল সুখ দুঃখ শান্তি অশান্তি সব কিছু নিয়েই আমাদের এই জীবনটা। এই জীবনের জন্য কত কিছুই না আমরা করে থাকি। একটু সুখের আশায় আশায় পুরো জীবনটা পার করে দেই , কেউ কেউ হয়তো পাই সুখ আবার অনেকেই আছে যারা শুধু আশা করতে করতেই তাদের জীবন চলে যায়। তবে একবারও ভেবে দেখেছেন আপনি বা আমি যে কালকে অব্দি বাঁচবো সেটার কোনো নিশ্চয়তা আছে কিনা। আসলে কিন্তু আপনার আমার কারোর জীবনেরই নিশ্চয়তা নেই। কালকে না শুধু , যদি আজ রাতের কথাও যদি বলি সেটারও নিশ্চয়তা নেই। এই বেঁচে আছি আবার এই মারাও যেতে পারি। ভেবে দেখেছেন যে এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই আমাদের কত হাজার কল্পনা জল্পনা ?

"নিশ্বাস এর নাই কোনো বিশ্বাস" যদিও এটা গান নাকি প্রবাদ সেটা আমি ঠিক নিশ্চিত নই। তবে এই উক্তিটি কিন্তু সত্যিই একদম সঠিক , কার কখন মৃত্যু হয়ে সেটা উপর ওয়ালা ব্যতীত কেউই বলতে পারে না। এই মৃত্যুটা সম্পূর্ণই উনার হাতে।আমাদের তৈরির সময় উনি যে হায়াৎ দিয়ে পাঠিয়েছেন সেটাকে নড়চড় করানোর কোনোই ক্ষমতা আমাদের নেই। কিন্তু তাও আমরা উনাকে স্মরণ করি না। সঠিক পথে চলি না , যে দুনিয়ার কোনো বিশ্বাসই নেই সেই দুনিয়ার খানিক সুখের জন্য আমরা অন্ধ হয়ে পড়ি। এবং তাতে করে সকল ধরণের পাপ কাজে লিপ্ত হয়ে যাই। একবারও এই জীবন দাতার কথা ভাবি না ? উনার আদেশ নিষেধ গুলোকে শুনি না বুঝি না ?

যেখানে আমাদের এই জীবনের কোনোই ভরসা নেই সেখানে কিভাবে আমরা এই অনিশ্চিত জীবনের সুখের কথা চিন্তা করে নানা খারাপ খাপের লিপ্ত হই ?এইগুলো আমাকে মাঝে মধ্যেই ভাবায় , আমরা সবাই জানি যে এইসব খারাপ কাজের হিসাব আমাদের একদিন দিতেই হবে তাহলে কোন যুক্তিতে আমরা এইসব খারাপ কাজে লিপ্ত হই। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যত সময় অন্যের জন্য বিলিয়ে যেতে পারবো ততই আমাদের সবাই মনে রাখবে এবং উপর ওয়ালা আমাদের উপর খুশি হবেন। হয়তো আমরা চিরকাল বাঁচবনা তবে আমাদের সবাই মনে রাখবেন , এটাই তো চাওয়া।

আমরা সকলে সকলের জন্য , এই কথাটা মাথায় রেখে আমার বাঁচা উচিত। আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু অবধারিত। কেউই চিরকাল বাঁচবে না , তাই অন্যের ক্ষতি করার মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করার কোনোই মানে রাখে না। এতে যেমন আমাদের এই দুনিয়ার সকল মানুষ ঘৃণা করবে তেমনি আল্লাহ তায়ালাও আমাদের উপর নারাজ হবেন। আর পরকালের দুঃখের তো সীমাই নেই। তাই আমরা সব সময় চেষ্টা করব যাতে নিজের জীবনটাকে অন্যের জন্য বিলিয়ে দিয়ে যেতে পারি যাতে এই অনিশ্চিত জীবনেও কিছু ভালো কাজের মধ্যে মানুষের মনের মধ্যে অমর হয়ে বেঁচে যেতে পারি।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

সত্য কথা বলতে কি যারা খারাপ কাজে আসক্ত এবং লিপ্ত তারা কখনো জীবন মৃত্যু নিয়ে ভাবে না। সুযোগ পেলেই খারাপ কাজে নিয়োজিত হয়। তবে জীবনটা যে ছোট যে কোন মুহূর্তে এ জীবনের অবসান ঘটতে পারে এটাই চিরন্তন সত্য। আর এ বিবেক বুদ্ধি নিয়ে যারা চলে তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আর ছোটখাটো খারাপ কাছে যদি লিপ্ত হয়ে যায় অনুতপ্ত হয়ে ফিরে আসে।

 2 months ago 

আমাদের জীবনটা অনিশ্চিত। আর এই অনিশ্চিত জীবনে মৃত্যুটা একদমই নিশ্চিত। ঠিকই বলেছেন আপনি নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই। আজকের দিনটা আমরা বেঁচে থাকবো নাকি সেটাও জানিনা আমরা। অনিশ্চিত জীবনে আসলেই মানুষের ক্ষতি না করার দিকটা ভাবা উচিত। একজন মানুষের মনে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করলে সৃষ্টিকর্তা ও আমাদের ক্ষমা করবে না। লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 2 months ago 

জীবন নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনি পোস্টে খুব সুন্দর কথাই লিখেছেন।মানুষ মরণশীল। তাই জীবন নিয়ে শুধু ইহকালের কথা চিন্তা করলে হবে না।পরকাল নিয়েও ভাবতে হবে।আমাদের দ্বারা যাতে কারো কোন অনিষ্ট না হয় তার দিকে খেয়াল রাখা ও খুব জরুরী।তবেই আমরা আল্লাহর সান্নিধ্যে থাকতে পারবো।

 2 months ago 

জীবন একটা রহস‍্যের নাম। পৃথিবীতে ভালো থাকতে বেশি কিছুর দরকার হয় না। খুব সহজেই জীবন টা কাটানো যায়। কিন্তু আমরা ক্রমেই কঠিন করে ফেলছি আমাদের জীবন কে। অতিরিক্ত সম্পদ মানুষে মানুষে ঘৃণা এগুলো আমাদের কে ভালোভাবে বাঁচতে দেয় না। তেমন সৃষ্টিকর্তাও আমাদের উপর নারাজ হন। খুবই সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে লেখাটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

সত্যি বলতে আমাদের জীবনের এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। কিন্তু আমরা ইহকালে একটু ভালো থাকার জন্য কতো পরিশ্রম করে থাকি। তবে পরকালে ভালো থাকার জন্য কোনো কাজ করি না। এক হিসেবে আমরা কিন্তু আসলেই বোকা। আমরা ইহকাল ক্ষণস্থায়ী জেনেও ইহকালকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমাদের উচিত পরকালের কথা ভেবে বেশি বেশি নেক আমল করা এবং দুনিয়াতে থাকা অবস্থায় যতটা সম্ভব মানুষের উপকার করা। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমরা কেউই চিরকাল বাঁচবো না আপু, আর আমাদের জীবনের এক সেকেন্ডেরও কোন গ্যারান্টি নেই, এই কথা সত্যি। তবে তারপরও কিন্তু আমরা পাপ কাজে লিপ্ত হচ্ছি, সৃষ্টিকর্তাকে ভয় পাচ্ছি না। আসলে আমাদের সকলেরই উচিত যতদিন বেঁচে আছি, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য সহযোগিতা করা এবং সৃষ্টিকর্তার পথে চলা। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। সত্যিই খুব ভালো লাগলো আপু, আপনার আজকের এই পোস্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59589.10
ETH 3257.79
USDT 1.00
SBD 2.40