কুয়াশা ঘেরা সকালে তোমার কথা মনে পড়ে
কুয়াশা ঘেরা সকালে তোমার কথা মনে পড়ে
সকাল ৮ টা বেজে ১০ মিনিট। যদিও এত সকালে ঘুম থেকে উঠার অভ্যাসটা আমার নেই। তবুও কেন যেন আর ঘুমাতে ইচ্ছা করছিলোনা। বিছানা ছেড়ে উঠে গেলাম। ফ্রেশ হয়ে ধোঁয়া উঠানো এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। শীতের সকাল। চারদিক কুয়াশা গুলো যেন এখনও খেলা করছে। আশেপাশের গাছের সবুজ পাতা গুলো কুয়াশায় ভিজে সুন্দর এক রূপে পরিণত হয়েছে। আর এগুলো দেখতে দেখতে কফির কাপে চুমুক দিতেই মনে পড়ে গেলো তোমার সাথে কাটানো সে পুরোনো দিনের কথা।
এক দৃষ্টিতে কোনো এক অদৃশ্যের মাঝে তাকিয়ে ছিলাম। আর ভাবতে লাগলাম সেই পুরোনো দিনের কথা। এমন হালকা শীতে কুয়াশা ঘেরা সকালে তুমি আর আমি সেই রেলস্টেশনের উপর দিয়ে দুই জন দুই লাইনে হাতে হাত রেখে যখন হাটতাম তখনকার সময়ের কথা। গায়ে মোটা শাল আর কাঁধে ব্যাগ এই দুইটা যেন বেশ ডিস্ট্রাব করতো। কিছুক্ষন পর পর এই দুইটাকে ঠিক করার জন্য তোমার হাতটা ছেড়ে দিতে হতো আর এতে তুমি বেশ বিরক্ত বোধ করতে।
মনে পরে সেই দিনের কথা, যখন তুমি আর আমি পাশাপাশি বসে ছোট চায়ের দোকান থেকে এক কাপ চা ভাগ করে খেতাম। কখনো কখনো পকেটে থাকা না থাকলে রিক্সার রাস্তা গুলো হেটেই চলে যেতাম। তবুও যেন কোনো ক্লান্তি ছিল না। ছিলোনা কোনো কষ্ট। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতাম দুইজন। আর ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভালোবাসার শক্তি দিয়ে যেন হার মানিয়ে দিতাম সবকিছুকে আর জয় করে নিতাম ভালোবাসাকে।
ভালোবাসাময় সময় গুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। সকাল থেকে দুপুর আর দুপুর পেড়িয়ে বিকাল এভাবেই দিনের আলোর অবসান ঘটে যেত খুব তাড়াতাড়ি। তবুও যেন ভালোবাসা ফুড়িয়ে যেত না। ছেড়ে যেতে ইচ্ছা করতোনা এই হাত। ছেড়ে যেতে ইচ্ছা করতোনা এই তোমাকে। তবুও যেতে হতো, কারণ একজনের প্রতি আরেকজনের ভালোবাসার আকর্ষণ হয়তো এভাবেই বাড়ে। একজন আরেকজনকে ছেড়ে না গেলে কিংবা দিন শেষে আলাদা না হলে হয়তো ভালোবাসার আগ্রহটা এই ভাবে কাজ করতোনা।
অতীত গুলো সবসময় সুন্দর হয়। আর অতীতের ভালোবাসার সময় গুলোও আরো বেশি মধুর হয়। স্মৃতি গুলো যখন ভাসতে থাকে চোখের সামনে, তখন বেশ ভালো লাগে। তবে এই ভালোলাগা হয়তো সবার জন্য না, কারো কারো জন্য এই স্মৃতি গুলোও বেশ আঘাৎ দিয়ে থাকে। কারণ অনেকেই হয়তো এত এত ভালোবাসার পরেও কিংবা এত এত স্মৃতি জড়িয়ে থাকার পরেও ভালোবাসার মানুষকে হারাতে হয় পরিবার কিংবা অন্য কোনো কারণে। কেউ কেউ আবার এই সুন্দর স্মৃতি গুলোকে এমন ভাবে নষ্ট করে, যেন কখনো তার চোখের সামনে না ভাসে কিংবা মনে না পড়ে। তবুও কি মনের মধ্যে থাকা হার্ডড্রিক্স কি কখনো ফেলে দেয়া যায়। স্মৃতি গুলো একদিন না একদিন ভেসে আসবেই।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে বেশ উপভোগ করা যায়। তবে বেশ কষ্ট হয়ে যায় সকালে ঘুম থেকে উঠতে। যাইহোক অতীতের স্মৃতি মনে করলে আসলেই খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে অতীতের স্মৃতিতে হারিয়ে যাই। আপনার পোস্টটি একেবারে রোমান্টিকতায় ভরপুর। প্রিয়জনের সাথে কাটানো এমন মূহুর্ত সারাজীবন মনে থাকে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু এটাই বাস্তব অতীত যে সবসময় সুন্দর হবে সেটা মেনে নিতে হবে। তবে ভালোবাসা সবার ক্ষেত্রেই সার্থক হয় না অনেকের ক্ষেত্রেই পরিবারের চাপে প্রিয় মানুষকে হারাতে হয় যাইহোক অনেক রোমান্টিক কিছু কথা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো 🥰