DIY - এসো নিজে করি- রঙিন কাগজের তৈরি ফুলের টপ ওয়ালমেট !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago
রঙিন কাগজের তৈরি ফুলের টপ ওয়ালমেট

1.jpg

আজকে আমি রঙিন কাগজের আরো একটি সুন্দর ওয়ালমেট তৈরি করা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে রঙিন কাগজের তৈরি করা ওয়ালমেট টি সত্যি খুবই সুন্দর হয়েছে। আমি সবসময়ের মতোই নিজের প্রশংসা নিজেই করে থাকি ,কারণ আমার তৈরি করা যে কোনো কিছু দেখতে আমার নিজের কাছেই সত্যি বেশ ভালো লাগে তাই নিজের প্রশংসা নিজেই না করে আর থাকতে পারি না। যাই হোক আজকে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি সুন্দর একটি ফুলের টপ ওয়ালমেট। এই ওয়ালমেট গুলো তৈরি করে ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাই আবার অন্য দিকে আমার নিজের প্রতিভা আমার নিজের মতো করে আমার বাংলা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের রঙিন কাগজের তৈরি ফুলের টপ ওয়ালমেট টি সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করেছি ও আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

ফুলের টপ থেকে শুরু করে ফুল গাছ ,গাছের রঙিন পাতা ও সাথে সুন্দর ফুটন্ত রঙিন ফুল ও সেই ফুলের মধ্যে পুথি পাথর দিয়ে ফুলের কলি দিয়ে সুন্দর ভাবে ফুলের টপটিকে আকর্ষণীয় করার চেষ্টা করেছি। আর আমি সবসময় নিজে কিছু নতুন করে করার চেষ্টা করি ও সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে আমার প্রতিভা আপনাদের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করি। আমার কাছে যেমন ভালো লাগে নিজে থেকে নতুন কিছু তৈরি করতে সেই সাথে ভালো লাগে আপনাদের মাঝে আমার তৈরি করা যে কোনো কিছু শেয়ার করতে। আর আপনাদের সকলের সুন্দর সুন্দর মন্তব্য গুলোই আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করছে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ ওয়ালমেট তৈরি করেছি। আমি এই রঙিন কাগজ দিয়ে ফুলের টপ ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ একে একে শেয়ার করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ ওয়ালমেট তৈরি টি সম্পূর্ণ করেছি। আশাকরি আপনাদের কাছে আমার আজকের DIY পোস্ট টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার আজকের এই ফুলের টপ ওয়ালমেট তৈরি করতে ব্যবহার করতে হয়েছে - রঙিন কাগজ , আইকা আঠা , কেচি ও পুথি পাথর ।

এখান থেকে আমি ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

13.jpg

ধাপ-14.

14.jpg

ধাপ-15.

15.jpg

ধাপ-16.

16.jpg

ধাপ-17.

17.jpg

ধাপ-18.

18.jpg

ধাপ-19.

19.jpg

ধাপ-20.

20.jpg

ধাপ-21.

21.jpg

ধাপ-22.

22.jpg

ধাপ-23.

23.jpg

ধাপ-24.

24.jpg

ফাইনাল ছবি

25.jpg

26.jpg

27.jpg

1.jpg

আপনাদের কাছে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের টপ ওয়ালমেট তৈরি টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট এর কালার কম্বিনেশন দারুন ছিল। আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এতো সুন্দর ফুল এবং ফুলের গাছ আপনি তৈরি করলেন। সত্যি অসাধারণ। আমি ভেবেছি আপনি হয়তো পেইন্টিং করেছেন। সত্যিই আপনার ফুলের কাগজ দিয়ে ফুল তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ইউনিক কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনাদের কাছে ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি এত সুন্দর একটি ফুলের টপ তৈরি করেছেন দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ফুলের টব এর ওয়ালমেট তৈরিতে আপনি বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করাতে ওয়ালমেট টি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে ওয়ালমেট এর ফুল গুলো দেখতে অনেক বেশী সুন্দর দেখাচ্ছে। ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট টি আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজের তৈরি ফুলের টপ ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে ফুল ও তার সাথে টপ তৈরি করেছেন।
সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের সাথে উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল ও ফুলের টব তৈরি করেছেন। তৈরির প্রসেস গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি টবসহ ফুলের ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু, অসাধারণ একটি ফুলের ক্রাফট তৈরি করেছেন।প্রশংসা না করে পারতেছি না।একদম চোখ ধাধানো হয়েছে।আপনি খুব সুন্দর করে ফুলগুলো তৈরি করেছেন, আর একদম ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রশংসা তে আমি খুবই আনন্দিত হয়েছি। ভালো লাগলো আপনার মন্তব্যটি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ওয়ালমেট টা দেখতে সত্যি অসাধারণ দেখাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি আমাদের মাঝে দারুন একটা জিনিস শেয়ার করেছেন । ওয়ালমেটের ফুল গুলো দেখতে বেশ ইউনিক মনে হচ্ছে । সব মিলিয়ে পোস্টটি অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে অনেক অসাধারণ একটি ফুলের টপের ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে তো বেশ ভালো লাগলো। রঙিন কাগজের কালার গুলো এত অসাধারন লেগেছে কি বলবো। এত অসাধারণ কালারফুল ওয়ালমেট দেখতে বেশ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার কাছে ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44