কবিতা - সেই আমি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি !!

20220919_164140.jpg

মাঝে মাঝে যে নিজের অজান্তেই মন কি থেকে কি হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। কাল রাতেও মনটা বেশ খারাপ ছিল কিন্তু সেটা কেন আমিও জানিনা। আবার হুট করেই সকাল থেকে মনটা একদম ফুরফুরা কিন্তু কেনই যে এই মন খারাপ হওয়ার কারণ আবার কেনই যে মন এত ফুরফুরা হওয়ার কারণ সেটাই মাঝে মাঝে খুঁজে পাইনা। যাই হোক তবে আমি মনে করি যখন যা কিছু হয় সবকিছু ভালোর জন্যই হয়। আর এই ফুরফুরা মনের মধ্যে চলে এসেছে কবিতার বেশ কিছু লাইন। মনে মনে ভাবতে ভাবতে কিছু লাইন লিখে নিলাম সাথে এটাও ভাবলাম আমার এই লাইন গুলো আপনাদের সাথেও শেয়ার করা যেতেই পারে।

সত্যি বলতে সবাইতো আর এটা পারে না যে নিজের মনের অবস্থা, নিজের কিছু কথা, নিজের কিছু অনুভূতি, নিজের মতো করে সবার সাথে শেয়ার করতে। কিন্তু আমরা সেটা পারি আর কেন সেটা পারি জানেন? কারণ আমরা আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। আর এটাই আমাদের জীবনের অনেক বড় একটি পাওয়া। ছোট ছোট করে কয়েকটি লাইন লিখে অনেক বার পড়েছি ও লাইন গুলো সুন্দর ভাবে মিলিয়ে আপনাদের সাথে উপস্থাপন করেছি। আশাকরি আমার অনুভূতি দিয়ে লেখা কবিতার লাইন গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন করা যাক......

সেই আমি

আজ বিশাল গাছের মূলে
আমি আছি বসে,
ভেজা চুলগুলো খুলে
হাতে নিলাম কয়েকটি বেলি ফুল তুলে
খোপায় গাধবো বলে।

আলতা পায়ে হেঁটে বেড়াই
আকাবাকা পথে,
পায়ের নুপুরের শব্দ আমার
মনটা ভরে ওঠে।

শাড়ির আঁচল কোমরে গুজে
বেঁধে নিলাম বিছা।
চোখের কাজলের মুগ্ধ আমার
পাড়ার কচি থেকে বৃদ্ধা।

পাড়ার লোকে ডাকে আমায়
রুপালি সুন্দরী,
রোদের আলো পড়তেই অঙ্গে
করে ঝিলিমিলি।

ফুলগুলো সব কুড়িয়ে নিলাম
গাথবো এবার মালা,
খোপার ভাঁজে পেচিয়ে দিয়ে
নদীর পাড়ে বসার পালা।

মৃদ হাওয়ার মিষ্টি ছোঁয়ায়
আজ মনটা আমার বেকুল,
ছোট্ট ডিঙ্গি নৌকা পেলে
ঘুরে বেড়াতাম একূল-ওকূল।

সমাপ্ত

image source

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

পাড়ার লোকে ডাকে আমায়
রুপালি সুন্দরী,
রোদের আলো পড়তেই অঙ্গে
করে ঝিলিমিলি।

বাহ আপনি খুব চমৎকার কবিতার মাধ্যমে আপনার রুপের বর্ণনা করেছেন। আপু আপনাকে এখন থেকে রুপালি সুন্দরী বলে ডাকতে হবে।দারুণ হয়েছে কবিতাটি আপু।

 2 years ago 

আপনার লেখা কবিতা খুবই সুন্দর হয়েছে। বেলি ফুলের বাসনা অন্যরকম সুন্দর। আমার সব থেকে ভালো লেগেছে শেষের কলি। ছোট্ট ডিঙ্গি নৌকা পেলে
ঘুরে বেড়াতাম একূল-ওকূল। আমিও খুব ঘুরতেপছন্দ করি সময় পেলে ই ঘুরতে যায়। কবিতাটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতার লাইনগুলো পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফুরফুরা মনে খুব সুন্দর একটি কবিতা এসেছে আপনার কবিতাটা আসলে আমার খুবই ভালো লেগেছে প্রতিটা লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। তবে আমি কেন জানি কবিতা লিখতে পারি না এটা আমার মাথায় আসে না। আপনি কিন্তু ঠিক বলেছেন আপু সবাই আসলে এটা পারেন। আসলে আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুরফুরা মনে কখন কি আসে আমি নিজেও জানিনা কি লিখেছি সেটাও আমি জানিনা অনেক ধন্যবাদ জানাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জ্বী আপু আপনি ঠিক বলেছেন শুধুমাত্র আমার বাংলা ব্লগের সদস্য হওয়ার কারণে আমরা আমাদের মনের ভাষা গুলো এখানে তুলে ধরতে পারছি। আপু আপনি অনেক সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। সেই তুমিতে মনে হচ্ছে যেন আপনাকে খুঁজে পেয়েছি আপু 🥰। আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

 2 years ago 

হাহাহা সেই আমিতে আমাকে খুঁজতে জয়েননা। এটা মোটেও আমি না।

 2 years ago 

আশা করি ভালো আছেন আপু? আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। কবিতাটি পড়ে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম। আপনি সুন্দর করে মনে অনুভূতিগুলো কবিতার মাধ্যমে শেয়ার করেছেন।

ফুলগুলো সব কুড়িয়ে নিলাম
গাথবো এবার মালা,
খোপার ভাঁজে পেচিয়ে দিয়ে
নদীর পাড়ে বসার পালা।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার অনুভূতি দিয়ে লেখা কবিতার লাইনগুলো পড়ে আপনি মুগ্ধ হয়ে গেছেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু মাঝে মাঝে কোন কারণ ছাড়া খারাপ হয়ে যায় মন, আবার খুশি হয় কোন উপলক্ষ ছাড়া । আপনার মন ফুরফুরা হওয়া খুব চমৎকার একটা কবিতা লিখছেন আপু । আপনার মনের অনুভুতি প্রকাশ করছেন দারুন ভাবে ।

মৃদ হাওয়ার মিষ্টি ছোঁয়ায়
আজ মনটা আমার বেকুল,
ছোট্ট ডিঙ্গি নৌকা পেলে
ঘুরে বেড়াতাম একূল-ওকূল।

কবিতা এই লাইনগুলো আমার মন ছোঁয়ে গেল আপু ।ধন্যবাদ আপু ।

 2 years ago 

হ্যাঁ মন খুলে কথা বলার মতো একটি জায়গা , মন খুলে মনের কথা গুলো শেয়ার করার মতো একটি জায়গা এটা হলো আমার বাংলা ব্লগ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
ঠিকই বলেছেন আপু, মনের ভেতরের লুকিয়ে থাকা সবকিছুই শেয়ার করার উত্তম স্থানই হল-"আমার বাংলা ব্লগ "আমার পরিবার,আমাদের পরিবারে।আসলে এটা ঠিক, অনেক সময় মন ফুরফুরা থাকে আবার খানিক পরে মন খারাপ হয়ে যায়।মন খারাপ হউক বা ফুরফুরা থাকুক সবকিছুই অতি সহজেই আমার বাংলা ব্লগ এ প্রকাশ করা যায়। আর এটাই আরেক ধরনের প্রশান্তি।আপনার স্বরচিত " সেই আমি" কবিতাটি হচ্ছে তার বহিঃপ্রকাশ। অসংখ্য ধন্যবাদ আপু, "সেই আমি" কবিতার মাধ্যমে মনের ভেতরের লুকিয়ে থাকা কথাগুলো এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করা জন্য।
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো লেখাটি পড়ে ও আমার অনুভূতি দিয়ে লেখা কবিতার লাইন গুলো পড়ে এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

পাড়ার লোকে ডাকে আমায়
রুপালি সুন্দরী,
রোদের আলো পড়তেই অঙ্গে
করে ঝিলিমিলি।

বাহ আপনি খুব চমৎকার কবিতার মাধ্যমে আপনার রুপের বর্ণনা করেছেন। আপু আপনাকে এখন থেকে রুপালি সুন্দরী বলে ডাকতে হবে।দারুণ হয়েছে কবিতাটি আপু।

 2 years ago 

বাহ আপনি খুব চমৎকার কবিতার মাধ্যমে আপনার রুপের বর্ণনা করেছেন। আপু আপনাকে এখন থেকে রুপালি সুন্দরী বলে ডাকতে হবে।

ভুলেও এই কথা বইলেন্না। এই কবিতার সাথে আমার কোনো দিকেই মিল নেই। হাহাহা......... এগুলো শুধু মনের একটু আবেগী লেখা।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনুভবে মনের মধ্যে ভেসে উঠলো গ্রাম বাংলার কোন এক সুন্দরী মেয়ের প্রতিছবি। যে মেয়ে অতি চঞ্চল এবং অতি মায়াবী। সে সকলের মন জয় করে চলে। তার মনের মধ্যে রয়েছে দারুন একটা অনুভূতি ও ভালোলাগা। সে সকলের চোখে ধরা পড়ে সারাদিনের মধ্যে উড়নচন্ডি রূপে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর অনুভূতিমূলক কবিতা পড়ে।

 2 years ago 

ভাই আপনি তো মানুষ ভালো না। কবিতা পরে এত কিছু কল্পনা করে ফেললেন। তাহলে এমন মেয়ে সামনে পড়লে কি করবেন। হাহাহা।.......

 2 years ago (edited)

আপনার কথার সাথে আমিও একমত আপু আমারা সবাই এখানে আমাদের মনের ভাব অনেক সুন্দর ভাবে তুলে ধরতে পারি। আজও আপনি দারুন একটি কবিতা লিখেছেন। কবিতা প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59358.13
ETH 2471.72
USDT 1.00
SBD 2.45