ভয়।

in আমার বাংলা ব্লগlast month

image.png

image source

সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে। পরিস্থিতি অথবা ব্যবহার এর উপর ভিত্তি করে সেটার ভালো খারাপ নির্ধারণ করা হয়। তেমনি " ভয় " এটা একটা ক্ষেত্রে খুবই ভালো আবার আরেকটা ক্ষেত্রে খুবই খারাপ। অবস্থান এবং পরিস্থিতি ভেদে এটার ভালো খারাপ পরিবর্তন হয়। আজকে মূলত এইসব কিছু বিষয় নিয়েই সংক্ষেপে কিছু আলোচনা করবো যে কোথায় কোথায় আমাদের ভয় পাওয়া উচিত আর কোথায় ভয় করা উচিত না। খুবই স্বাভাবিক ভাবে আলোচনা করার চেষ্টা করবো , আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমেই আসি ভয় কোথায় কোথায় পাওয়া আমাদের জন্য ভালো। আসলে একটা একটা করে পরিস্থিতি ব্যাখ্যা করাতো সম্ভব না। তবে কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো ব্যাখ্যা না করলেই নয়। প্রথমত মৃত্যুকে , আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা কিনা বাহাদুরি দেখতে গিয়ে অকালে তাদের প্রাণকে হারিয়েছে। যেটা কিনা খুবই দুঃখের একটি বিষয়। তো এক্ষেত্রে আমাদের সব সময়ই ভেবে চিন্তে কোনো কাজ করা উচিত যাতে করে আমাদের জীবন নিয়ে কোনো ঝুঁকিতে না পড়তে হয়। দ্বিতীয়ত , উপরওয়ালাকে ভয় করা। কেননা আমাদের মধ্যেই অনেক আছে যারা কিনা উপরওয়ালাকে ভয় করে না এবং নিজেদের মন ইচ্ছা মতো চলে । কোন কাজ আমাদের জন্য তিনি নিষেধ করেছেন এবং কোন কাজ আমাদের করতে তিনি নির্দেশ দিয়েছেন এইসব কিছুরই তদারকি করে না।

এইগুলো আসলেই অনেক খারাপ। কেননা তারা জানেনা , উপরওয়ালা চাইলে একনিমিষেই আমাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। যাই হোক , এখন আশা যাক আমাদের কোথায় ভয় পাওয়া উচিত না , প্রথমত কোনো কাজ এর ক্ষেত্রে। অনেকেই আছি যারা কিনা ভয় পাই নতুন নতুন কোনো কাজ শুরু করতে গেলে। যে কাজই হোক না কেন , আমাদের প্রথমে মনের মধ্যে ভাবনা আসতে থাকে যে "এটা আমি পারবো কিনা"। এই ভয়টা কোনো ভাবেই পাওয়া যাবে না। আর এটা মনে রাখতে হবে আপনি যদি ভয়কে জয় না করতে পারেন তাহলে জীবনে সফল হওয়া খুবই কঠিন হবে আপনার জন্য।

উপরের ব্যাখ্যা গুলোর থেকে আমরা বুঝতে পারলাম যে ভয় পাওয়া কিছু ক্ষেত্রে অনেক ভালো আবার কিছু ক্ষেত্রে অনেক খারাপ। পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এবং উপরওয়ালার প্রতি সব সময় ভরসা রাখবো এতে করেই আমরা সুন্দর ও সুখী জীবন পাবো। তো আজকে এই পর্যন্তই , আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

আমরা মহান সৃষ্টিকর্তাকে যত বেশি ভয় পাবো,আমাদের দ্বারা পাপ কাজ ততই কম হবে। সুতরাং সবার উচিত সৃষ্টিকর্তাকে বেশি বেশি ভয় পাওয়া। এতে পরকালে আমরা লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। তবে যেকোনো কাজ করার আগে আমরা যদি ভয় পাই, তাহলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। অর্থাৎ তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ক্ষেত্রবিশেষে আমাদেরকে ভয় পেতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

প্রত্যেকটা মানুষেরই উচিত ভয় কে জয় করা। আসলে মৃত্যুকে আর সৃষ্টিকর্তাকে ভয় পাওয়া বেশি জরুরী। অনেক মানুষ এরকম রয়েছে, যারা সৃষ্টিকর্তা আর মৃত্যুকে ভয় পায় না। কিন্তু তারা এটা বুঝতে পারে না সৃষ্টিকর্তা নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিতে পারবে। মৃত্যু তাদের যেকোনো সময় হতে পারে। আসলেই এটা কিন্তু একেবারে ঠিক কথা বলেছেন আপু, কোনো কাজেই ভয় পাওয়া একেবারে উচিত না। আমরা যদি ভয়কে জয় করা না শিখি, তাহলে জীবনে এগিয়ে যেতে পারবো না।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23